Type Here to Get Search Results !

কমিউনিস্ট পার্টি ও এম এন রায় দ্বিতীয় পর্ব [ M N Roy]

 

কমিউনিস্ট পার্টি ও এম এন রায় 

Set by- Manas Adhikary

কমিউনিস্ট পার্টি ও এম এন রায় দ্বিতীয় পর্বCommunist Party and M N Roy–II

কমিউনিস্ট পার্টিকমিউনিস্ট ম্যানিফেস্টোমানবেন্দ্র নাথ রায় এম এন রায়র‍্যাডিক্যাল ডেমোক্রেটিক মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নামমিরাট ষড়যন্ত্র মামলা

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো কমিউনিস্ট পার্টি ও এম এন রায়। এই পর্বে থাকছে  কমিউনিস্ট পার্টি ও এম এন রায় সম্পর্কিত আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

কমিউনিস্ট পার্টি ও এম এন রায় অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তরCommunist Party and M N Roy MCQ.

 

 

৫৪) কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে গঠন  করেন  'লিগ  অব  র‍্যাডিক্যাল কংগ্রেসমেন'?

- 1937

৫৫) কত সালে মানবেন্দ্রনাথ রায়  র‍্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি গঠন করেন?

- 1940

৫৬) মানবেন্দ্রনাথ রায় কত সালে কংগ্রেসের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন?

- 1940

৫৭) মানবেন্দ্রনাথ কোথায় রাসবিহারীর সঙ্গে সাক্ষাৎ করেন?

- জাপান

৫৮) বাঘা যতীন কাকে পাঠান গোয়ায় মানবেন্দ্রনাথ এর সাথে দেখা করার জন্য?

- ভোলানাথ চট্টোপাধ্যায়

৫৯) মানবেন্দ্রনাথ রায়কে কত সালে ভারতের কমিউনিস্ট পার্টি ও কমিউনিস্ট ইন্টারন্যাশনাল থেকে বহিস্কার করা হয় ?

- 1929

৬০) কোন সিপিআই নেতা বলেছিলেন যে আজকের সবচেয়ে বড় শ্রেণী সংগ্রাম আমাদের জাতীয় সংগ্রাম এবং কংগ্রেস এর একটি প্রধান অংশ-

- পি.সি. জোশী

৬১) কে 1921 সালের এপ্রিল মাসে 'গান্ধী বনাম লেনিন' নামে একটি পুস্তিকা বের করেছিলেন যেখানে লেনিনের দর্শন গান্ধীর দর্শনের চেয়ে ভাল ছিল বলে বিবেচিত হয়? 

- শ্রীপাদ অমৃত ডাঙ্গে

৬২) মস্কোতে কমিউনিস্ট ইন্টারন্যাশনালের সদস্য হওয়া প্রথম ভারতীয় কে?

- M.N. রায়

(1919)

৬৩) 15 মে 1922 সালে এম.এন. রায় কর্তৃক ইংরেজি পাক্ষিক ‘ভ্যানগার্ড অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট কোথায় প্রকাশিত হয়েছিল?

- বার্লিন 

(এটি ছিল ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম মুখপত্র।

৬৪) কোনটি M.N. রায়ের অভিবাসী সাম্যবাদী পত্রিকা ছিল?

- ভ্যানগার্ড 

৬৫) ভ্যানগার্ড অফ ইউনিয়ন ইন্ডিপেন্ডেন্স পত্রিকাটি কেমন ধরনের পত্রিকা ছিল?

-  পাক্ষিক

৬৬) মে দিবস প্রথম কবে পালিত হয়?

- 1923 পহেলা মে

৬৭) ভারতের কমিউনিস্ট পার্টি দলের প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন?

- সিঙ্গারা ভেলু চিত্তিয়ার

৬৮) আর এস পি দল কবে প্রতিষ্ঠিত হয়েছিল?

- 1940

৬৯) হুই টলি কমিশন কিজন্য নিযুক্ত হয়?

 -  শ্রমিকদের জন্য

৭০) বোম্বাইয়ে কমিউনিস্ট গোষ্ঠী কে গড়ে তোলেন?

- এস এ ডাঙ্গে

৭১) ভারতে প্রথম মে দিবস কার উদ্যোগে পালিত হয়?

- সিঙ্গারা ভেলু চিট্টিয়ার

৭২) লাহোরে কমিউনিস্ট গোষ্ঠী গড়ে ওঠে কার উদ্যোগে?

- গোলাম হোসেন

৭৩) কানপুর ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়?

-  1924

৭৪) বাম সমন্বয় কমিটি কবে গঠিত হয়?

- 1939 এর আগস্ট মাসে

৭৫) বাম সমন্বয় কমিটি কে গঠন করেন?

- সুভাষচন্দ্র বোস

৭৬) কমিউনিস্ট পার্টি অপর কি নামে পরিচিত ছিল?

-  দ্বিজো পার্টি

৭৭) ভারতের বামপন্থী আন্দোলনের সাথে সম্পর্কিত কয়েকজন সদস্যের নাম কর?

- পি সি জোশী,  এম এন রায়, মুজাফফর আহমেদ

৭৮) ভারতীয় শ্রমিক পরিষদের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 

- এম এন রায়

৭৯) মস্কোতে কমিউনিস্ট ইন্টারন্যাশনালের সদস্য হওয়া প্রথম ভারতীয় কে?

-  এম এন রায়

৮০) কোন ভারতীয় দ্বিতীয় কমিউনিস্ট আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছিলেন?

- মানবেন্দ্র নাথ রায়

৮১) প্রথম কমিউনিস্ট বিরোধী মামলার সাথে সম্পর্কযুক্ত কোনটি?

- 1922-23 সালে

৮২) মিরাট ষড়যন্ত্র মামলা কবে হয়?

- 1929 সালের 20 মার্চ

৮৩) কোন মামলাটি জুডিশিয়াল স্ক্যান্ডেল নামে খ্যাত?

- মিরাট ষড়যন্ত্র মামলা

৮৪) মিরাট ষড়যন্ত্র মামলায় কতজন গ্রেপ্তার হয়েছিল?

- 33 জন

৮৫) বিশ্ববন্দিত কোন কোন মনীষী মিরাট ষড়যন্ত্র মামলায় প্রতিবাদ জানিয়েছিল?

- আইনস্টাইন, রোমা রোলা, এইচ জি ওয়েলস

৮৬) কোন সালে মিরাট রেলওয়ে ধর্মঘট হয়েছিল এবং সরকার মিরাট ষড়যন্ত্র মামলায় ভারতের কমিউনিস্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছিল?

- 1929

৮৭) কোন মামলাটি সারা বিশ্বে আলোচিত হয়েছিল এবং অ্যালবার্ট আইনস্টাইন, এইচজি ওয়েলস, হ্যারল্ড লাস্কি এবং রুজভেল্ট অভিযুক্তদের সমর্থনে সহানুভূতিশীল মন্তব্য করেছিলেন?

- মিরাট ষড়যন্ত্র মামলা

৮৮) ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় মিরাট ষড়যন্ত্র মামলার বন্দীদের রক্ষা করতে কে কে এগিয়ে এসেছিলেন?

- জওহরলাল নেহেরু, এম. সি. ছাগলা

৮৯) মিরাট ষড়যন্ত্র মামলায় কংগ্রেস কার সভাপতিত্বে একটি প্রতিরক্ষা কমিটি গঠন করেছিল?

- মতিলাল নেহেরু 

৯০) ফিলিপ স্প্র্যাট, বেন ব্র্যাডলি এবং লেস্টার হাচিনসন নামের ইংরেজদেরকে  কোন মামলায় অভিযুক্ত করা হয়েছিল?

- মিরাট ষড়যন্ত্র মামলা

(মোট ৩৩ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে।)

৯১) কোন বিখ্যাত মামলাটি তিনজন ব্রিটিশ কমিউনিস্ট সহ 30 জন উগ্র রাজনীতিবিদ এবং ট্রেড ইউনিয়ন কর্মীদের গ্রেপ্তারের সাথে সম্পর্কিত?

- মিরাট ষড়যন্ত্র মামলা

৯২) মীরাট ষড়যন্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত দেশপ্রেমিক কে ছিলেন?

- মুজাফফর আহমেদ

৯৩) কোন ষড়যন্ত্র কমিউনিস্ট আন্দোলনের বিরুদ্ধে ছিল?

-  মিরাট ষড়যন্ত্র

৯৪) মিরাট ষড়যন্ত্র মামলা 1929 সালে, কতজন শ্রমিক নেতাকে বন্দী করে মিরাটে এনে বিচার করা হয়েছিল?

- 33 জন শ্রমিক নেতা

৯৫) 1929 সালের মার্চ মাসে, 33 জন কমিউনিস্টকে গ্রেপ্তার করা হয়েছিল এবং মিরাট ষড়যন্ত্র মামলায় বিচার করা হয়েছিল, যাদের মধ্যে কতজন ব্রিটিশ ছিলেন?

- 3 

৯৬) মিরাট ষড়যন্ত্র মামলার প্রতিবাদে কে 21শে মার্চ 1929-এ কেন্দ্রীয় পরিষদে কাজ বন্ধ করার প্রস্তাব পেশ করেন?

- মতিলাল নেহেরু

(জওহরলাল নেহেরু, এমএ আনসারি, কৈলাশ নাথ কাটজু, এম জি ছাঙ্গালা মামলায় যুক্তি দেখিয়েছিলেন।)

৯৭) কে 1929 সালের মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্তকে বাঁচানোর পক্ষে ওকালতি করেন?

- জওহরলাল নেহেরু, কৈলাশনাথ কাটজু,  এমএ আনসারী, এমসি ছাঙ্গালা

৯৮) বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ডকে একটি চিঠি লিখে কোন মামলায় অভিযুক্তদেরকে মুক্তি দেওয়ার অনুরোধ করেছিলেন?

- মিরাট ষড়যন্ত্র মামলা

৯৯) কমিউনিস্ট আন্দোলনের ওপর ব্রিটিশ সরকারের সবচেয়ে বড় আক্রমণ ছিল কোনটি?

- মিরাট ষড়যন্ত্র মামলা

১০০) মিরাট ষড়যন্ত্র মামলা কতদিন চলেছিল?

- সাড়ে 4 বছর ( 1929 সালের মার্চ থেকে 1933 সালের আগস্ট)

১০১) মিরাট ষড়যন্ত্র মামলার শেষে কতজনকে কঠোর দণ্ডাদেশ দেওয়া হয়?

- 27  শ্রমিক নেতা

১০২) মিরাট ষড়যন্ত্র মামলার পরিপ্রেক্ষিতে কোন নাটক মঞ্চস্থ হয়েছিল?

- মিরাট

(এটি ম্যানচেস্টার স্ট্রিট থিয়েটার গ্রুপ, রেড মেগাফোনস দ্বারা 1932 সালে মঞ্চস্থ হয়েছিল)

১০৩) কমিউনিস্ট পার্টি কত সালে নিষিদ্ধ করা হয়?

- 1934

১০৪) কোন ঘটনার কারণে 1934 সালে ভারতের কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ করা হয়েছিল?

- মিরাট ষড়যন্ত্র 

১০৫) তেলেঙ্গানা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল কোন দল?

- কমিউনিস্টরা

১০৬) কোন দল ভারত বিভাগ সমর্থন করে?

- কমিউনিস্ট পার্টি

 

কমিউনিস্ট পার্টি ও এম এন রায় প্রথম পর্ব>>>> 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 কমিউনিস্ট পার্টিকমিউনিস্ট ম্যানিফেস্টোমানবেন্দ্র নাথ রায় এম এন রায়র‍্যাডিক্যাল ডেমোক্রেটিক মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নামমিরাট ষড়যন্ত্র মামলা

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad