কমিউনিস্ট পার্টি ও এম এন রায়
Set by- Manas Adhikary
কমিউনিস্ট পার্টি ও এম এন রায় প্রথম দ্বিতীয় পর্ব। Communist Party and M N Roy– I
কমিউনিস্ট পার্টি। কমিউনিস্ট ম্যানিফেস্টো। মানবেন্দ্র নাথ রায়। এম এন রায়। র্যাডিক্যাল ডেমোক্রেটিক মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম। মিরাট ষড়যন্ত্র মামলা।
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো কমিউনিস্ট পার্টি ও এম এন রায়। এই পর্বে থাকছে কমিউনিস্ট পার্টি ও এম এন রায় সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলচনা করা হবে। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
কমিউনিস্ট পার্টি ও এম এন রায় অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Communist Party and M N Roy MCQ.
১) ভারতীয় কমিউনিস্ট পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?
- তাসখন্দে (মতান্তরে কানপুরে)
২) কানপুরে সর্বভারতীয় স্তরের সংগঠন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়?
- 26 ডিসেম্বর 1925
(মতান্তরে17 অক্টোবর 1920 তারিখে তাসখন্দে)
৩) ভারতে কমিউনিস্ট পার্টি গঠনের পিছনে প্রধান ব্যক্তি কে ছিলেন?
- এম.এন. রায়
৪) ভারতে কমিউনিস্ট মতাদর্শ প্রচারের কৃতিত্ব কাকে দেওয়া হয়?
- এম এন রায়কে
৫) এম এন রায় কমিউনিস্ট পার্টী গঠনের আগে কোন দলের সদস্য ছিলেন?
- অনুশীলন সমিতির
৬) ভারতের কমিউনিস্ট পার্টি তাসখন্দে 1920 সালের 17 অক্টোবর এম.এন. রায় তার বন্ধুদের সাথে এটি প্রতিষ্ঠা করেছিলেন। কে সচিব নির্বাচিত হন?
- শফিক সিদ্দিকী
(ইভলিন ট্রেন্ট রায় ছিলেন মানবেন্দ্র রায়ের পত্নী, রোজা ফিটিংগফ ছিলেন অবনি মুখোপাধ্যায়ের পত্নী। এরা সবাই ছিলেন কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য)
৭) ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
- কানপুর
(ডিসেম্বর 1925)
৮) 1925 সালে কানপুরে ভারতীয় কমিউনিস্ট পার্টির অধিবেশন কার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল?
- সিঙ্গার বেল্যু চেত্তিয়ার
৯) চীনা কমিউনিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয়?
- 1921
১০) 1930 সালে ভিয়েতনামী কমিউনিস্ট পার্টি কে প্রতিষ্ঠা করেন?
- হো চি মিন
১১) কোন দল 1942 সালে ভারতের স্বাধীনতা সংক্রান্ত 16টি স্বাধীন দেশের পরিকল্পনা পেশ করেছিল?
- ভারতীয় কমিউনিস্ট পার্টি
১২) ভারতীয় কমিউনিস্ট পার্টি ভারত ছাড়ো আন্দোলনকে কি সমর্থন করেছিলেন?
- না
(ভারতীয় কমিউনিস্ট পার্টির সাথে পাঞ্জাবের ইউনিস্ট পার্টি, হিন্দু মহাসভা ভারত ছাড়ো আন্দোলনকে সমর্থন করেনি)
১৩) কোন দলটি 1947 সালের 15 আগস্টকে ‘জাতীয় রাষ্ট্রদ্রোহ দিবস’ (জাতীয় গদ্দারি দিবস ) হিসাবে পালন করেছিল?
- ভারতীয় কমিউনিস্ট পার্টি
১৪) কোন দলটি ভারতীয় সংবিধানকে ‘দাসত্বের ইশতেহার’ বলে অভিহিত করেছিল?
- ভারতীয় কমিউনিস্ট পার্টি
১৫) 'এ আজাদি ঝুঠী হ্যায় (এই স্বাধীনতা মিথ্যা)' স্লোগানটি কোন দল ও কোন জায়গার সাথে সম্পর্কিত?
- কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া- হায়দ্রাবাদ
১৬) চট্টগ্রাম অস্ত্রাগার হামলা মামলায় যাবজ্জীবন নির্বাসনে দণ্ডিত বিখ্যাত নারী বিপ্লবী কে ছিলেন যিনি 1939 সালে মুক্তি পাওয়ার পর, তিনি ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগ দেন?
- কল্পনা দত্ত
১৭) কোন ঘটনার কারণে 1934 সালে ভারতের কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয়েছিল?
- মিরাট ষড়যন্ত্র
১৮) ভারতের কমিউনিস্ট পার্টি 1934 থেকে 1942 সাল পর্যন্ত নিষিদ্ধ ছিল, কি কারণে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল?
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সরকারের সাথে সহযোগিতার জন্য
১৯) দ্বিতীয় বিশ্বযুদ্ধকে 'সাম্রাজ্যবাদী যুদ্ধ' বলে অভিহিত করে কারা?
- ভারতীয় কমিউনিস্ট পার্টি
২০) 'এক পাই নয়, এক ভাই নয়' ধ্বনি দিয়ে সাম্রাজ্যবাদী যুদ্ধে ভারত থেকে এক পাই এবং একটি মানুষও না পাঠাবার জন্য প্রচার করে কারা?
- ভারতের কমিউনিস্ট পার্টি
২১) পেশোয়ার ষড়যন্ত্র মামলা কাদের বিরুদ্ধে হয়েছিল?
- কমিউনিস্ট
২২) কোন সামাজিকগোষ্ঠী ভারতের কমিউনিস্ট পার্টির অন্তর্ভুক্ত ছিল না?
- ব্যবসায়ী গোষ্ঠী
২৩) প্রথম সাধারণ নির্বাচনে সবচেয়ে বড় বিরোধী দল কোনটি ছিল?
- ভারতীয় কমিউনিস্ট পার্টি
২৪) 1946 সালের সাধারন নির্বাচনে 108 টি আসনে লড়াই করে কয়টি আসনে জয়লাভ করে?
- 8 টি (আটটি)
২৫) 1946 সালের সাধারন নির্বাচনে তিনটি আসনে লড়াই করে কয়টি আসন লাভ করে?
- তিনটিতেই
২৬) 1946 সালের তেভাগা আন্দোলন কারা শুরু করেন?
- সি পি আই
২৭) কমিউনিস্ট ম্যানিফেস্টো কে রচনা করেন?
- কার্ল মার্কস এবং ফ্রিডরিখ এঙ্গেলস
২৮) কমিউনিস্ট ম্যানিফেস্টো এর নাম কি ছিল?
- মানিফেস্ট ডেয়ার কোমুনিস্টেন
২৯) কমিউনিস্ট ম্যানিফেস্টো কোন ভাষায় রচিত হয়?
- জার্মান ভাষায়
৩০) ভারতীয় কমিউনিস্ট পার্টির পত্রিকাগুলি উল্লেখ করুন?
- সোশ্যালিস্ট, ইনকিলাব, জনবানী , ন্যাশনাল ফ্রন্ট
৩১) দি সোশ্যালিস্ট পত্রিকাটির প্রকৃতি কেমন ছিল?
- সাপ্তাহিক
৩২) ভারতীয় কমিউনিস্ট পার্টির কোন সদস্য লাহোর থেকে ইনকিলাব নামে একটি পত্রিকা প্রকাশ করেছিলেন?
- গোলাম হোসেন
৩৩) সুভাষচন্দ্র বসুকে 'কুইসলিং' বা দেশদ্রোহী বলেছিল কারা?
- কমিউনিস্ট পার্টি
৩৪) 1924 সালের কানপুর ষড়যন্ত্র মামলায় কে সরকারি সাক্ষী হয়েছিলেন যার কারণে অভিযুক্তদের প্রত্যেককে 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল?
- গোলাম হোসেন
৩৫) বাংলায় কার নেতৃত্বে কমিউনিস্ট পার্টি গড়ে উঠে?
- মুজাফ্ফর আহমেদ
৩৬) পাঞ্জাব এ কার নেতৃত্বে কমিউনিস্ট পার্টি গড়ে উঠে?
- গুলাম হোসেন
৩৭) ভারতে বামপন্থার উন্মেষ ঘটে কোন সময়?
- 1920 থেকে 1930
৩৮) ভারতের সংবিধানের ধারণা সর্বপ্রথম কার দ্বারা দেওয়া হয়েছিল?
- M.N. রায়
৩৯) স্বাধীনতার পূর্বে গণপরিষদের ধারণার প্রথম প্রণয়ন কার দ্বারা হয়েছিল?
- M.N. রায়
৪০) জন যোজনার খসড়া কে প্রস্তুত করেন?
- M.N. রায়
(1934)
৪১) ভারতে কমিউনিস্ট আন্দোলনের জনক কাকে বলা হয়?
- মানবেন্দ্র নাথ রায়
৪২) মানবেন্দ্রনাথ রায় কার কাছ থেকে দীক্ষা নেন?
- প্রভাত রঞ্জন সরকার
৪৩) মানবেন্দ্র রায় লিখিত পুস্তিকাগুলির নাম লিখুন।
- What is to be done, ABC Of Communism, Indian in tradition, নিউ হিউম্যানিজম, মাই মেমোরিজ, রিজন রোমান্টিসিজম এন্ড রেভলিউশন
৪৪) ডঃ মাহমুদ নাম নিয়ে ভারতে আসেন কে?
- মানবেন্দ্র নাথ রায়
৪৫) লিগ অফ র্যাডিক্যাল কংগ্রেস মেন কে গড়ে তোলেন?
- মানবেন্দ্র নাথ রায়
৪৬) র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি কবে প্রতিষ্ঠিত হয়?
- 1940
৪৭) কে 1940 সালে র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন?
- এম এন রায়
৪৮) কোন দল ক্রিপস প্রস্তাবকে স্বাগত জানায়েছিল?
- মানবেন্দ্র রায়ের র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি
৪৯) মানবেন্দ্রনাথ বেশি কি নাম পরিচিত ছিলেন?
- এম. এন. রায়
৫০) মানবেন্দ্রনাথ রায় অন্য কি নাম পরিচিত ছিলেন?
- মি. মার্টিন, হরি সিং, মি. হোয়াইট
৫১) মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম কি?
- নরেন্দ্রনাথ
৫২) কত সালে মানবেন্দ্রনাথ রায় 'মানবেন্দ্রনাথ' নামটি গ্রহন করেন?
- 1917
৫৩) মানবেন্দ্রনাথ রায়সমাজতাত্ত্বিকদের কাছে কি নাম পরিচিত ছিলেন?
- র্যাডিক্যাল হিউম্যানিস্ট' বা আমূল মানবতাবাদী
কমিউনিস্ট পার্টি ও এম এন রায় দ্বিতীয় পর্ব>>>>
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
কমিউনিস্ট পার্টি। কমিউনিস্ট ম্যানিফেস্টো। মানবেন্দ্র নাথ রায়। এম এন রায়। র্যাডিক্যাল ডেমোক্রেটিক মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম। মিরাট ষড়যন্ত্র মামলা।