Type Here to Get Search Results !

ঝাঁসীর রানী লক্ষ্মীবাঈ দ্বিতীয় পর্ব [Lakshmi Bai]

 ঝাঁসীর রানী লক্ষ্মীবাঈ

Set By - Manas Adhikary 

 সিপাহী বিদ্রোহের নেতৃত্ববর্গ।  The Leaders of the Sepoy Mutiny.

ঝাঁসির রানী লক্ষ্মী বাই। মনিকর্নিকা। মানু। চামেলী। ছাবেলী। গঙ্গাধর রাও। মেজর এলিস। লক্ষ্মীবাঈয়ের প্রিয় সখী। মেজর হিউরোজ। গোলাম মহম্মদ গাউস খান। ঝলকারি বাই। মুরার যুদ্ধ। কোট-কি-সারায়ে যুদ্ধ। মেদিনীপুরের লক্ষ্মীবাঈ। 1942 সালের রানি ঝাঁসি।

 নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো সিপাহী বিদ্রোহের বিশিষ্ট নেতৃত্ব ঝাঁসীর রানী লক্ষ্মীবাঈ।  এই পর্বে থাকছে ঝাঁসীর রানী লক্ষ্মীবাঈ সম্পর্কিত  কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

 ঝাঁসীর রানী লক্ষ্মীবাঈ  অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ।  Lakshmibai S&A

১) সিপাহী বিদ্রোহের কোন কোন নেতৃত্ব শৈশবে একসাথে বড় হয়?

- নানাসাহেব, তাঁতিয়াটোপী ও লক্ষ্মীবাঈ

২) ঝাঁসী রানীর লক্ষ্মীবাঈয়ের প্রকৃত নাম কী?

- মনিকর্নিকা

৩) ঝাঁসী রানীর লক্ষ্মীবাঈয়ের বাল্যনাম কী ছিল?

- মানু

৪) ঝাঁসী রানীর লক্ষ্মীবাঈ পিতৃগৃহে তাঁর সুমিষ্ট মুখশ্রীর জন্য কী নামে পরিচিত ছিলেন?

- চামেলী বা ছাবেলী

৫) ঝাঁসী রানীর লক্ষ্মীবাঈ এর পিতার নাম কী?

- মরুপান্ত তাম্বে

৬) ঝাঁসী রানীর লক্ষ্মীবাঈ এর মাতার নাম কী?

- ভাগীরথী বাঈ তাম্বে

৭) রানী লক্ষ্মী বাই কোন বর্ণের ছিলেন?

- ব্রাহ্মণ

(মারাঠি ব্রাহ্মণ)

৮) লক্ষ্মীবাঈ কতবছর বয়সে বিবাহ করেন?

- ১৪ বছর

৯) লক্ষ্মীবাঈ কাকে বিয়ে করেন?

- মহারাজা বাল গঙ্গাধর রাও

১০) লক্ষ্মীবাঈ যখন গঙ্গাধর রাও কে বিয়ে করেন তখন গঙ্গার রাও এর বয়স কত ছিল?

- ৫৪ বছর

১১) লক্ষ্মীবাঈয়ের পুত্রের নাম কী?

- দামোদর রাও

১২) ঝাসী রানীর লক্ষ্মীবাঈ এর নিজস্ব পুত্র দামোদর রাও কত বছর বয়সে মারা যায়?

- মাত্র চারমাস

১৩) লক্ষ্মীবাঈয়ের দত্তক পুত্রের নাম কী ছিল?

- দামোদর রাও (ডাকনাম আনন্দ রাও)

১৪) গঙ্গাধর রাও এবং ঝাঁসির রানি যখন তাদের ছেলেকে (দামোদর রাও) দত্তক নেন, তখন সেখানে প্রত্যক্ষদর্শী হিসেবে কে উপস্থিত ছিলেন?

- মেজর এলিস

 (ক্যাপ্টেন মার্টিনও প্রত্যক্ষদর্শী হিসেবে সেসময় উপস্থিত ছিলেন)

১৫) মন্দারবাঈ কে ছিলেন?

- লক্ষ্মীবাঈয়ের প্রিয় সখী

১৬) 1857 সালে ঝাঁসি বিদ্রোহের প্রারম্ভিক নেতা কে ছিলেন?

- কালে খান   (পরে শুরু করেন লক্ষ্মী বাই)

১৭) 1857 সালের বিপ্লব ঝাঁসিতে কবে সংঘটিত হয়েছিল?

- জুন 5, 1857

১৮) ঝাঁসির "ঝোকনবাগ গণহত্যা"  ঘটে কবে?

- জুন 8, 1857

(ঝাঁসি শহরে 1857 সালের 8 জুন ঝোকনবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়। এই গণহত্যায়, 8 জুন, 1857, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের বিদ্রোহী বিপ্লবীদের হাতে বহু ব্রিটিশ অফিসার নিহত হন। বিপ্লবীরা ঝাঁসি দুর্গ দখল করে এবং ঝাঁসি দুর্গের কর্মকর্তাদের পালাতে বাধ্য করে।)

১৯) কোন ব্যক্তি ঝাঁসির সিপাই ও আমলাদেরকে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করতে উদ্বুদ্ধ করেছিলেন?

- ঠাকুর কুশল সি

২০) ইংরেজ কর্তৃপক্ষ লক্ষ্মীবাঈকে কতটাকা পেনশন বাবাদ দিতে চেয়েছিলেন?

- ৬০০০০ টাকা

২১) 'ম্যায় মেরী ঝাঁসী নেহী দুঙ্গী'- উক্তিটি কার?

- ঝাঁসীর রানী লক্ষ্মীবাঈয়ের উক্তি এটি

২২) ঝাঁসীর রানী লক্ষ্মীবাঈ কাকে এইকথাটি বলেছিলেন?

- ইংরেজ সেনাপতি মেজর এলিস (মেজর এলিস যখন রানীকে ঝাঁসী পরিত্যাগ করতে বলেন এবং বলেন ঝাঁসী ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করতে হবে তখন তিনি এই উক্তিটি করেছিলেন)

২৩) কোন নীতির প্রভাবে ঝাঁসী ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়?

- লর্ড ডালহৌসীর স্বত্ববিলোপনীতি

২৪) মহাবিদ্রোহের সময় ঝাঁসীর রানী লক্ষ্মীবাঈ কোথাকার বিদ্রোহ পরিচালনা করেন?

- প্রথমে ঝাঁসী তারপর গোয়ালিয়রের

২৫) গোয়ালিয়রে লক্ষ্মীবাঈ যখন মহাবিদ্রোহ পরিচালনা করেছিলেন তখন তাঁকে কে সাহায্য করেছিল?

- তাঁতিয়া টোপী

২৬) কার নেতৃত্বে ব্রিটিশ সেনবাহিনী ঝাঁসি আক্রমন করে?

- মেজর হিউরোজ

২৭) ঝাঁসির বিদ্রোহ দমনের জন্য ব্রিটিশ সরকার কবে জেনারেল হিউরোজকে পাঠানো হয়েছিল?

- 23 মার্চ 1858

২৮) ঝাঁসীতে লক্ষ্মীবাঈয়ের প্রধান তোপচির কে বা কারা ছিল?

- গোলাম মহম্মদ গাউস খান এবং খোদা বক্স

২৯) ঝাঁসির রানী লক্ষ্মীবাই ব্রিটিশদের কামান ধ্বংস করার জন্য তার কোন তোপচির উপর খুশি হয়ে তাকে পুরষ্কার হিসাবে একটি সোনার বালা দিয়েছিলেন?

- গোলাম মোহাম্মদ গাউস

৩০) ঝাঁসীর কেল্লায় যে চারটি বড় কামান ছিল তাদের নাম কী?

- কড়কবিজলী, ভবানী শংকর, গর্জন ও নলাদার

৩১) ঝাঁসীতে কে রানী লক্ষ্মীবাঈকে সেনা দিয়ে সাহায্য করতে আসছিল?

- তাঁতিয়া টোপী

৩২) কোন মহিলা রানী লক্ষ্মী বাইয়ের সেনাপতি ছিলেন?

- ঝালকারি বাই

৩৩) ঝলকারি বাই,  রানী লক্ষ্মীবাইয়ের সেনাবাহিনীর কোন মহিলা শাখার সেনাপতি ছিলেন?

- দুর্গা দল

৩৪) রানী লক্ষ্মীবাইয়ের সেনাবাহিনীর কোন মহিলা সেনাপতি রানী লক্ষ্মীবাইয়ের ছদ্মবেশে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতেন?

- ঝলকারি বাই (ঝলকারি বাইকে দেখতে অবিকল রানী লক্ষ্মীবাইয়ের মত ছিল)

৩৫) হিউরোজ কত সেনা নিয়ে ঝাঁসী আক্রমন করেছিলেন?

- ১৫৮০ জন

৩৬) ঝাঁসীতে ব্রিটিশ আক্রমন প্রতিহত করতে তাঁতিয়া টোপী কত সেনা নিয়ে ঝাঁসীর রানীকে সাহায্য করতে আসছিলেন?

- ২০০০০

৩৭) তাঁতিয়া টোপী ঝাঁসীতে আসার সময় কার কাছে কোথায় পরাজিত হন?

- ওরছা নামক স্থানে মেজর হিউরোজের কাছে পরাজিত হন।

৩৮) ব্রিটিশ সেনারা যখন ঝাঁসী দূর্গ দখল করেন তখন লক্ষ্মীবাঈ কী করেছিলেন?- রাতের অন্ধকারে পুরুষবেশে দত্তক পুত্রকে সাথে নিয়ে দুর্গের দেওয়াল টপকে কাল্পীতে পালিয়ে যান।

৩৯) কাল্পীতে ঝাঁসীর রানী কার সাথে মিলিত হন?

- তাঁতিয়া টোপী

৪০) কাকে পরাজিত করে লক্ষ্মীবাঈ ও তাঁতিয়া টোপী গোয়ালিয়র দখল করেন?

- সিন্ধিয়াকে

৪১) ঝাঁসীর রানী লক্ষ্মীবাঈ যে শেষ যুদ্ধ করেন সেই যুদ্ধ ইংরেজ সেনাপতি কে ছিলেন?

- হিউরোজ

৪২) কাল্পীতে কোন ইংরেজ সেনাপতির সাথে লক্ষ্মীবাঈ ও তাঁতিয়াটোপীর যুদ্ধ হয়?

- কলিন ক্যাম্পবেল

৪৩) সিপাহী বিদ্রোহ চলাকালীন গোয়ালিয়রের শাসক কে ছিলেন?

- সিন্ধিয়া

৪৪) মুরার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?

- মেজর হিউরোজ ও তাঁতিয়া টোপীর (এই যুদ্ধে তাঁতিয়াটোপী পরাজিত হন)

৪৫) শেষ যুদ্ধে রানি লক্ষ্মীবাইকে কার মুখোমুখি হতে হয়েছিল?

- হিউরোজ 

৪৬) লক্ষ্মীবাঈ ও হিউরোজ এর মধ্যে কোথায় যুদ্ধ হয়?

- ফুল বাগের কাছাকাছি কোট-কি-সারায়ে নামক স্থানে

৪৭) রানী লক্ষ্মীবাঈ কার কাছে পরাজিত হন?

- হিউরোজ

৪৮) কোন যুদ্ধে লক্ষ্মীবাঈ মারা গিয়েছিলেন?

- গোয়ালিয়র যুদ্ধে

৪৯) কোর্ট-কি সারায়ার যুদ্ধে রানী কোথায় কোথায় আঘাত পেয়েছিলেন?

- ডানবক্ষে হুলের আঘাত, জঙ্ঘায় গুলি এবং মাথায় তরবারির আঘাত

৫০) আঘাতপ্রাপ্ত রানীকে কোথায় নিয়ে যাওয়া হয়?

- বাবা রামদাস এর কুটিয়াতে

৫১) লক্ষ্মীবাঈ কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন?

- বাবা রামদাসের কুটিয়াতে

৫২) রানি লক্ষ্মীবাইয়ের  সৎকার কে করেছিলেন?

- রামচন্দ্র রাও ও নবাব আলী বাহাদুর

(লক্ষ্মীবাইয়ের আস্থাভাজন রামচন্দ্র রাও দেশমুখ ঘটনাস্থলের কাছে বাবা রামদাসের কুঁড়েঘরের কাছে লক্ষ্মীবাইয়ের মৃতদেহ দাহ করেন)

৫৩) সিপাহী বিদ্রোহের সময় ইংরেজ সেনাবাহিনীর সাথে যুদ্ধরত অবস্থায় কে মৃত্যুবরন করেন?

- ঝাঁসীর রানী লক্ষ্মীবাঈ

৫৪) রানী লক্ষ্মী বাইয়ের মৃত্যুতে, যিনি বলেছিলেন যে – ‘লক্ষ্মীবাঈ ছিলেন বিদ্রোহীদের মধ্যে একমাত্র পুরুষ'?

- হিউরোজ

৫৫) কে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ সম্পর্কে বলেন যে – খুব লড়ী মর্দানি, বো তো ঝাঁসি বালি রানী থি’?

- সুভদ্রাকুমারী চৌহান

৫৬) 'খলক খুদা কা, মুলক বাদশা কা, হুকুম রানী'- কার প্রতি বিপ্লবীরা এই স্লোগান দিয়েছিলেন?

- রানী লক্ষ্মীবাই

৫৭) ব্রিটিশ সরকার কাকে "যুদ্ধের নায়িকা" উপাধিতে ভূষিত করেছিল?

- রানি লক্ষ্মীবাই

৫৮ ) ফ্রান্সের Joan of Arc এর সাথে কার তুলনা করা হয়?

- রানী লক্ষ্মীবাঈকে (ভারতীয় ইতিহাসে বীরত্বের জন্য)

৫৯) ব্রিটিশ সাম্রাজ্যের সাথে একীভূত হওয়ার সময় ঝাঁসির ব্রিটিশ প্রতিনিধি কে ছিলেন?

- মেজর এলিস

৬০) রানী লক্ষ্মী বাইয়ের জন্মস্থান ও সমাধিস্থল উল্লেখ কর।

- বারাণসী এবং গোয়ালিয়র

৬১) ভারতের প্রথম সম্পূর্ণ রঙিন চলচ্চিত্র কোনটি?

- ঝাঁসির রানী

৬২) মেদিনীপুরের লক্ষ্মীবাঈ কাকে বলা হয়?

- রানী শিরোমনিকে

৬৩) '1942 সালের রানি ঝাঁসি' নামে পরিচিত কে?

- অরুনা আসাফ আলী

 (দৈনিক পত্রিকা  'ট্রিবিউন' অরুনা আসাফ আলীকে '১৯৪২ সালের ঝাঁসির রাণী' বলে অভিহিত করেছে।)

৬৪) ঔপনিবেশিকতার বিরুদ্ধে ভারতের প্রথম মহিলা স্বাধীনতা সংগ্রামী হিসাবে কাকে বিবেচনা করা হয়?

- রানী আব্বাক্কা

(1570 খ্রিস্টাব্দে পর্তুগিজ অ্যাডমিরাল ডোম আলভারো ডি সিলবিরা কর্ণাটক অঞ্চলের শাসিকা  রানী আব্বাক্কার নিকত পরাজিত হন। ইনি রানী অভয়া রানী নামেও পরিচিত) 



ঝাঁসীর রাণী লক্ষ্মীবাঈ সংক্ষিপ্তরূপ  >>>>

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here


ঝাঁসির রানী লক্ষ্মী বাই। মনিকর্নিকা। মানু। চামেলী। ছাবেলী। গঙ্গাধর রাও। মেজর এলিস। লক্ষ্মীবাঈয়ের প্রিয় সখী। মেজর হিউরোজ। গোলাম মহম্মদ গাউস খান। ঝলকারি বাই। মুরার যুদ্ধ। কোট-কি-সারায়ে যুদ্ধ। মেদিনীপুরের লক্ষ্মীবাঈ। 1942 সালের রানি ঝাঁসি।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad