Type Here to Get Search Results !

রামপাল ও পালবংশের পতন দ্বিতীয় পর্ব [Rampal]

  রামপাল  পালবংশের পতন

Set by – Manas Adhikary


 


রামপাল  পালবংশের পতন দ্বিতীয় পর্ব Rampal Part - II

রামপাল। কুমারপাল। চতুর্থ গোপাল। মদনপাল। গোবিন্দপাল। পলপাল।


নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো রামপাল ও পালবংশের পতন এই পর্বে থাকছে রামপাল ও পালবংশের পতন সম্পর্কিত  কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর


রামপাল  পালবংশের পতন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | Rampal Q&A Part - II.


অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর


) পালবংশের সর্বশেষ শক্তিশালী নরপতি কে ছিলেন?
- রামপাল


) রামপালের পিতার নাম কী?
- তৃতীয় বিগ্রহপাল


) কার মৃত্যুর পর রামপাল পালবংশের সিংহাসনে বসেন?
- দ্বিতীয় শুরপাল


) কোন পাল নরপতি কৈবর্ত বিদ্রোহের অবসান ঘটান?
- রামপাল (কৈবর্ত বিদ্রোহ শুরু হয়েছিল দ্বিতীয় মহীপালের আমলে)


) রামপাল কোন কৈবর্ত নরপতি কে পরাজিত হত্যা করে বরেন্দ্র থেকে কৈবর্ত শাসনের অবসান ঘটান?
- কৈর্বতরাজ ভীম


) কৈবর্ত রাজা ভীমকে পরাজিত নিহত করেন কে?
- পাল নরপতি রামপাল


) রামপালের কোন মাতুল কৈবর্ত দমনে সাহায্য করেছিলেন?
- রাষ্ট্রকূটবংশীয় মাতুল অঙ্গপতি মথন বা মহন


) মথনের কোন পুত্রদ্বয় কৈবর্ত বিদ্রোহ দমনে রামপালকে সাহায্য করেছি?
- মহামান্ডলিক কারদেব সুবর্নদেব


) রামপালের সাহায্যকারী হিসাবে শিবরাজের গুরুত্ব অসীম এই শিবরাজ কে ছিলেন?
- মথনের ভ্রাতুষ্পুত্র ছিলেন শিবরাজ


১০) দণ্ডভুক্তির কোন নরপতি কৈবর্ত বিদ্রোহ দমনে রামপালকে সাহায্য করেছিলেন?
-জয়সিংহ


১১) কৈবর্ত বিদ্রোহ দমনে রামপালকে কতগুলি সামন্ত নরপতি সহযোগীতা করেছিলেন?
- ১৪ জন


১২) কৈবর্তরাজ ভীম বন্দী হলে কে রামপালের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে রেখেছিল?
- ভীমের বন্ধু হরি


১৩) কোন সামন্তরাজের বিদ্রোহকে রামপাল বৈবাহিক সম্পর্কস্থাপনের মাধ্যমে স্তব্ধ করে দিয়েছিলেন?
- মগধের বিদ্রোহী নেতা দেববক্ষিত


১৪) রামপাল রাঢ় দেশের সামন্তদের সাহায্যে উৎকলরাজ কর্নকেশরীকে বিতাড়িত করে নিজ অনুগত কোন ব্যক্তিকে উৎকলের সিংহাসেন বসান?

- সোমভস্মকেশরীকে


১৭) রামাবর্তীতে জগদ্দল বিহার কে নির্মান করেন?
- রামপাল


১৮) কার আমলে অষ্টসহস্রিকা প্রজ্ঞাপারমিতা নামক গ্রন্থটি রচিত হয়?
- রামপাল (প্রসঙ্গত উল্লেখ্য, শতসহস্রিকা প্রজ্ঞাপারমিতা নামক গ্রন্থটি নাগার্জুন রচনা করেন কুষান যুগে)


১৯) কার আমল থেকেই সেন নরপতি বিজয়সেন নিজ শক্তি বৃদ্ধি করে সাম্রাজ্য বিস্তার করতে শুরু করেছিলেন?
- রামপাল


২০) কাকে পাল সাম্রাজ্যের তৃতীয় প্রতিষ্ঠাতা বলা হয়?
- রামপালকে


২১) কোন পালবংশীয় নরপতি গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রান বিসর্জন দেন?
- রামপাল


২২) কোন পালরাজার আমলে কামরূপের শাসনকর্তা তিমৃগ্যদেব বিদ্রোহী হয়ে ওঠেন?
- পালরাজা কুমারপাল


২৩) কে কামরূপের বিদ্রোহী শাসনকর্তা তিমৃগ্যদেবকে দমন করেন?
- কুমারপালের সচিব বৈদ্যদেব


২৪) বিদ্রোহী তিমৃগ্যদেবকে অপসারিত করে কুমারপাল কাকে কামরূপের শাসনকর্তারূপে নিযুক্ত করেন?
- বৈদ্যদেবকে


২৫) কোন পালরাজার আমলে অসমের প্রদেশপাল বৈদ্যদেব স্বাধীনতা ঘোষনা করেছিলেন?
- চতুর্থ গোপাল


২৬) পালবংশের নরপতি মদনপাল এক গাহড়বাল নরপতিকে পরাজিত করে দক্ষিণ বিহার থেকে বিতাড়িত করেন গাহড়বাল নরপতির নাম কী?
- গোবিন্দচন্দ্ৰ


২৭) সেনবংশীয় কোন নরপতি মদনপালকে পরাজিত করে উত্তরবাংলা দখল করেন?
- বিজয়সেন


২৮) মদনপাল কোন ধর্মালম্বী ছিলেন?
- বৌদ্ধধর্মালম্বী


২৯) বৌদ্ধধর্মালম্বী মদনপাল কোন ব্রাহ্মান্যধর্মী ব্যক্তিকে ভূমি দান করেছিলেন?
- বটেশ্বর স্বামী


৩০) মদনপালের সভাকবি নাম কী?
- সন্ধ্যাকর নন্দী


৩১) সন্ধ্যাকর নন্দীর পিতার নাম কী?
- প্রজাপতি নন্দী


৩২) সন্ধ্যাকর নন্দীর পিতা পেশায় কী ছিলেন?
- তিনি ছিলেন পাল নরপতি রামপালের সান্ধিবিগ্রহিক


৩৩) সন্ধ্যাকর নন্দী রচিত গ্রন্থটির নাম কী?
- রামচরিতম


৩৪) রামচরিত গ্রন্থটি কোন পালরাজাকে কেন্দ্র করে লেখা?
- রামপাল


৩৫) রামচরিতম কাব্যগ্রন্থের তালপাতার পুঁথিটি কে উদ্ধার করেন?
- পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী


৩৬) মদনপালের আমলে কে বারানসীতে শিবমন্দির নির্মান করেন?
- মদনপালের সান্ধিবিগ্রাহিক ভীমদেব


৩৭) কোন পালবংশীয় নরপতি গাহড়বাল নরপতি বিনয়চন্দ্রের সমসাময়িক ছিলেন?
- গোবিন্দপাল


৩৮) বল্লালসেনের সমসাময়িক পালনৃপতি কে ছিলেন?
- পলপাল


৪১) পালরাজারা বাংলার কতবছর রাজত্ব করেন?
- চারশো বছর


৪২) পালরাজাদের রাজধানী গুলি লিখুন

 
নরপতি গোপাল

রাজধানী - গৌড়



নরপতি - ধর্মপাল
রাজধানী - সোমপুর



নরপতি দেবপাল‌

রাজধানী - মুঙ্গের


নরপতি - রামপাল
রাজধানী - রামাবতী

৩৯) কার আক্রমনে পালবংশের সমাপ্তি ঘটে?
- তুর্কি সেনানী ইন্ডিয়ার উদ্দীন মহম্মদ বখতিয়ার খলজী


৪০) পাল বংশের শেষ নরপতির নাম কী?
- পলপাল /মদনপাল /গোবিন্দপাল 


রামপাল ও পালবংশের পতন প্রথম পর্ব>>>>


প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad