Type Here to Get Search Results !

নেপোলিয়নের উত্থান [Napoleon]

 

নেপোলিয়নের উত্থান

set by – Manas Adhikary

নেপোলিয়ানের উত্থান| The rise of Napoleon.

নেপোলিয়ান বোনাপার্ট| কার্লো বোনাপার্ট| নেপোলিয়ানের পত্নী| তুঁলো বন্দর| মন্ডেভির যুদ্ধ| আর্কোলা যুদ্ধ|  রিভলির যুদ্ধ| টোলেনশিয়ার সন্ধি| নীলনদের যুদ্ধ|

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  ইউরোপের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক নেপোলিয়ানের উত্থান এই পর্বে নেপোলিয়ানের উত্থান সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর আলচনা করব। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 

নেপোলিয়ানের উত্থান অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। The Rise of Nepoleon MCQ.

 

) ইউরোপের ইতিহাসে নেপোলিয়ানের যুগ বলতে কোন সময়টিকে বোঝায়?

 - ১৭৯৯ সাল থেকে ১৮১৪ সাল পর্যন্ত

) নেপোলিয়ান বোনাপার্ট কবে জন্মগ্রহন করেন?

-১৭৬৯ সালের ১৫ আগষ্ট

) নেপোলিয়ানের পিতার নাম কী?

- কার্লো বোনাপার্ট

৪) কার্লো বোনাপার্টের পেশা কি ছিল?

- উকিল

) নেপোলিয়ানের মাতার নাম কী?

 - লেটিজিয়া বোনাপার্ট

) নেপোলিয়ানের জন্মস্থান কোথায়?

- কার্সিকার অ্যাজাকচিও

) নেপোলিয়ানের পিতা যখন মারা যান তখন তাঁর বয়স কত ছিল?

- ১৬ বছর

) নেপোলিয়ানের পত্নীর নাম কী?

- জোসেফাইন ( ইনি ছিলেন এক প্রয়াত জেনারেলের বিধবা পত্নী

) নেপোলিয়নের মাতৃভূমি কার্সিকা কোন সময়ে ফ্রান্সের অন্তর্ভুক্ত হয়েছিল?

- নেপোলিয়ানের জন্মের এক বছর পূর্বে

) ফ্রান্সের বিরুদ্ধে একটি আন্দোলনে নেপোলিয়ন যোগদান করেছিলেন সেটি কী?

- মাতৃভুমি কার্সিকার স্বাধীনতা আন্দোলনে ( পরবর্তীকালে ফরাসী বিপ্লব শুরু হলে কার্সিকাকে ফ্রান্স একটি স্বতন্ত্র প্রদেশের মর্যাদা দিলে তিনি ফরাসী-বিদ্বেষ ত্যাগ করেন এবং ফরাসী নাগরিক হিসাবে বিপ্লবী ভাবধারার প্রতি আকৃষ্ট হন)

১০) নেপোলিয়ন কোন ক্লাবের পক্ষ অবলম্বন করেছিলেন?

- জ্যাকোবিন

১১) নেপোলিয়ন ইংরেজবাহিনীর হাত থেকে ফ্রান্সের কোন বন্দরটি রক্ষা করেছিলেন?

- তুঁলো বন্দর

১২) কত সালে নেপোলিয়ন ইংরেজবাহিনীর হাত থেকে তুঁলো বন্দরকে রক্ষা করেন?

- ১৭৯৩ সালে

১৩) তুঁলো বন্দর রক্ষা করার জন্য তাঁর সামরিক কৃতিত্বের স্বীকৃতি কিভাবে দেওয়া হয়েছিল?

- তাঁকে ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত করা হয়

১৪) উন্মত্ত জনতার হাত থেকে নেপোলিয়ন কবে জাতীয় কনভেনশনকে রক্ষা করেন?

- ১৭৯৫ সালের অক্টোবর

১৫) জাতীয় কনভেনশানকে রক্ষা করার জন্য তাঁর কৃতিত্বের স্বীকৃতি হিসাবে কী করা হয়?

- তাঁকে লেফটন্যান্ট জেনারেল পদে উন্নীত করা হয় ( এই বছরেই তিনি সৈন্যবাহিনীর প্রধান সেনাপতির পদ পান)

১৬) ডাইরেক্টরির পররাষ্ট্র নীতি সফল হয়েছিল কার কৃতিত্বে?

- নেপোলিয়ান বোনাপার্ট

১৭) ডাইরেক্টরির অস্ট্রিয়া আক্রমন যেসব সেনাপতিদের মাধ্যমে সাধিত হয়েছিল তাদের নাম লেখ

- মোরো জুদ্যার এবং নেপোলিয়ান বোনাপার্ট

১৮) ডাইরেক্টরির অস্ট্রিয়া আক্রমনের সময় মেরো জুদ্যার নেতৃত্বে বাহিনীটি কোন অঞ্চলের মাধ্যমে অস্ট্রিয়া আক্রমন করে?

- কৃষ্ণ অরণ্য ড্যানিয়ুব

১৯) নেপোলিয়ন ইতালিকে পরাজিত করে কোন কোন অঞ্চল দখল করেন?

- পার্মা, মডেনা নেপলস

২০) ডাইরেক্টরির অস্ট্রিয়া আক্রমনের সময় নেপোলিয়ানের নেতৃত্বে বাহিনীটি কোন অঞ্চলের মাধ্যমে অস্ট্রিয়া আক্রমন করে?

- ইতালী জয় করে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা আক্রমন করে

২১) নেপোলিয়ান অস্ট্রিয়া প্রবেশের পূর্বে মন্ডেভির যুদ্ধে কাকে পরাজিত করে?

·- সার্ডিনিয়া

২২) সার্ডিনিয়া কিভাবে নেপোলিয়ানের সাথে সন্ধিস্থাপন করে?

- স্যাভয় নিস অঞ্চল নেপোলিয়ানের ছেড়ে দিয়ে

২৩) নেপোলিয়ান সার্ডিনিয়ার মধ্যে সন্ধি স্থাপিত হয় কবে?

- ১৭৯৬ সালের ২৮ এপ্রিল

২৪) অস্ট্রিয়া বাহিনী কোথায় সর্বপ্রথম নেপোলিয়ানকে আটকানোর ব্যর্থ প্রয়াস চালিয়েছিল?

- লোদী নদীর সেতুমুখে

২৫) নেপোলিয়ান কোন কোন যুদ্ধে জয়লাভ করার পর অস্ট্রিয়া পিছু হটতে বাধ্য হয়?

- আর্কোলা রিভলির

২৬) নেপোলিয়ান জেনেয়ায় কোন নতুন রাষ্ট্র গঠন করেছিলেন?

- লাইগুরিয়ান প্রজাতন্ত্র

২৭) নেপোলিয়ানের সাথে পোপ কোন সন্ধি করেছিলেন?

- টোলেনশিয়ার(১৭৯৭ সালের ১৯ ফেব্রুয়ারি)

২৮) নেপোলিয়ান কোন পোপের সাথে ট্রোলেনশিয়ার সন্ধি করেছিলেন?

- ষষ্ঠ পায়াস

২৯) নেপোলিয়ান পোপের রাজ্যের কয়েকটি অঞ্চল নিয়ে একটি নতুন রাষ্ট্র গঠন করে৷ তার নাম কী দিয়েছিলেন?

- সিস্যালপাইন প্রজাতন্ত্র

৩০) সিস্যালপাইন প্রজাতন্ত্রের অন্তর্গত অঞ্চলগুলির নাম কর?

- রোমানা, বোলোনা এবং ফেরারার

৩১) নেপোলিয়ান কোন পর্বত অতিক্রম করে ভিয়েনা উপকণ্ঠে উপস্থিত হয়েছিলেন?

·- আল্পস

৩২) অস্ট্রিয়ার সম্রাট, নেপোলিয়ানের সাথে কোন সন্ধিতে আবদ্ধ হয়েছিলেন?

- ক্যাম্পোফোর্মির সন্ধি

৩৩) অস্ট্রিয়ার কোন সম্রাট নেপোলিয়নের সাথে ক্যাম্পোফোর্মির সন্ধিতে আবদ্ধ হয়েছিলেন?

- অস্ট্রিয়ার আর্চ ডিউক চালস ডিউক

৩৪) ক্যাম্পোফোর্মির সন্ধি কবে সাক্ষরিত হয়েছিল?

- ১৭৯৭ সালে ১৭ অক্টোবর

৩৫) ক্যাম্পোফোর্মির সন্ধি অনুযায়ী অস্ট্রিয়ার সম্রাট কোন কোন অঞ্চল নোপোলিয়ানের অধিকারে ছাড়তে বাধ্য হন?

-  আয়োনিয়ান দ্বীপপুঞ্জ, নেদারল্যান্ড বেলজিয়াম

৩৬) অস্ট্রিয়া বিজয়ের পর ডাইরেক্টরি নেপোলিয়ানকে কোন অভিযানে পাঠিয়েছিল?

- মিশর অভিযানে

৩৭) ডাইরেক্টরি কিসের জন্য নেপোলিয়ান মিশর অভিযানে পাঠিয়েছিল?

- অস্ট্রিয়া অভিযানের পর ফ্রান্সে নেপোলিয়ানের জনপ্রিয়তা অসাধারনভাবে বৃদ্ধি পেয়েছিল। তার এই জনপ্রিয়তায় আতঙ্কিত হয়ে ডাইরেক্টরীর সদস্যরা তাকে মিশর অভিযানে পাঠিয়েছিল

৩৮) কোনটি জয়ের জন্য নেপোলিয়ান তার প্রাচ্য নীতি গ্রহন করেছিলেন?

- ইংল্যান্ড

৩৯) নেপোলিয়ান মিশর অভিযানের আগে একটি দ্বীপ অধিকার করে নিয়েছিলেন৷ সেই দ্বীপটির নাম কী?

- মাল্টা দ্বীপ

৪০) নেপোলিয়ান কোন যুদ্ধে পরাজিত হয়ে মিশর অভিযান পরিত্যাগ করে?

- ইংল্যান্ডের নৌবাহিনীর সাথে নীলনদের যুদ্ধে

৪১) নীলনদের যুদ্ধে ইংল্যান্ডের নৌবাহিনীর সেনাপতি কে ছিলেন?

·- নেলসন

৪২) কোথায় নীলনদের যুদ্ধটি সংগঠিত হয়েছিল?

- আবুকির উপসাগরে

৪৩) ডাইরেক্টরী শাসনের উচ্ছেদ ঘটনা কে?

- নেপোলিয়ান

৪৪) নেপোলিয়ান কবে ডাইরেক্টরী শাসনের উচ্ছেদ ঘটান?

·- ১৭৯৯ সালের নভেম্বর

৪৫) ডাইরেক্টরি শাসনের উচ্ছেদ ঘটানোতে নোপোলিয়ানের সহযোগী কে ছিলেন?

- ডাইরেক্টরির অন্যতম সদস্য অ্যাবি সিয়াস

৪৬) ডাইরেক্টরী শাসন উচ্ছেদ অন্য কী নামে পরিচিত?

- ১৮ ব্লুমেয়ারের সামরিক অভ্যুত্থান

৪৭) ডাইরেক্টরি শাসনের অবসানের পর ফ্রান্সে কোন শাসনব্যবস্থা চালু হয়?

- কনশুলেটের শাসন

 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

নেপোলিয়ান বোনাপার্ট| কার্লো বোনাপার্ট| নেপোলিয়ানের পত্নী| তুঁলো বন্দর| মন্ডেভির যুদ্ধ| আর্কোলা যুদ্ধ|  রিভলির যুদ্ধ| টোলেনশিয়ার সন্ধি| নীলনদের যুদ্ধ|

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad