প্রথম কুমারগুপ্ত দ্বিতীয় পর্ব
Set By- Manas Adhikary
গুপ্তবংশ প্রথম কুমারগুপ্ত দ্বিতীয় পর্ব। Gupta Dynasty Prothom Kumargupta Part - II
গুপ্ত সাম্রাজ্য। প্রথম কুমারগুপ্ত। প্রথম কুমারগুপ্তের উপাধি। মহেন্দ্রাদিত্য। প্রথম কুমারগুপ্তের মুদ্রা। নালন্দা মহাবিহার। Gupta Dynasty.
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো প্রথম কুমারগুপ্ত দ্বিতীয় পর্ব। আজ এই পর্বে থাকছে গুপ্ত শাসক প্রথম কুমারগুপ্ত সম্পর্কিত আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
গুপ্ত সাম্রাজ্য প্রথম কুমারগুপ্ত দ্বিতীয় পর্ব অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | Gupta Dynasty and First Kumargupta MCQ.
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
৩০) গুপ্ত শাসকদের মধ্যে কে কে অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করেছিলেন?
- সমুদ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত
৩১) গুপ্তযুগের মুদ্রা শুধু আকারেই নয়, ধাতুতেও বৈচিত্র্য দেখায়। কোন গুপ্ত শাসক সোনা, রৌপ্য, তামা ও সীসা সব ধরনের ধাতুর মুদ্রার প্রচলন করেন?
- দ্বিতীয় চন্দ্রগুপ্ত ও প্রথম কুমারগুপ্ত
৩২) গুপ্ত শাসক কুমারগুপ্তের সাম্রাজ্যকে কী বলা হয়?
- পৃথ্বী
৩৩) প্রথম কুমারগুপ্তের সময়ে ‘পৃথ্বী্ষেন’ নামক ব্যক্তি কোন পদে নিযুক্ত ছিলেন?
- আওধের গভর্নর, সান্ধিবিগ্রহিক, কুমারামত্য, মহাবলাধিকৃত
৩৪) প্রথম কুমারগুপ্তের সময় পুন্ড্রবর্ধন (উত্তরবঙ্গ)-এর গভর্নর কে ছিলেন?
-চিরদত্ত
৩৫) প্রথম কুমারগুপ্তের সময় মথুরার গভর্নর কে ছিলেন?
-ঘটোৎকচ গুপ্ত
৩৬) প্রথম কুমারগুপ্তের সময় দাশপুরের (পশ্চিম মালওয়া) গভর্নর কে ছিলেন?
-বন্ধুবর্মা
৩৭) কুমারগুপ্তের মন্ত্রী ও সেনাপতি ছিলেন একজনই ব্যক্তি। তাঁর নাম কী?- পৃথিবীষেন
৩৮) প্রথম কুমারগুপ্তের কয়েকজন রাজকর্মাচারীর নাম করুন।- বেত্রবর্মা- কুমারামাত্য
ধৃতিপাল - নগরশ্রেষ্ঠী
বন্ধমিত্র - সার্থবাহ
ধৃতিমিত্র - প্রথম কুলিক
শাম্বপাল - প্রথম কায়স্থ
৩৯) বেত্রবর্মা কে ছিলেন?
- রাজকর্মচারী চিরাতদত্ত কর্তৃক নিযুক্ত কোটিবর্ষ নামক বিষয়ের শাসনকর্তা
৪০) প্রথম কুমারগুপ্তের রাজত্বকালের শেষ পর্যায়ে নর্মদা উপত্যকার পুষ্যমিত্র নামক দুধর্ষ উপজাতি গুপ্ত সাম্রাজ্যের উপর আক্রমন চালায়৷ এদের নেতা কে ছিলেন?
- নরেন্দ্র সেন
৪১) নল বংশের কোন রাজার সাথে প্রথম কুমার গুপ্ত জোট করে বাকাটক রাজ্য আক্রমন করেন?
- ভবদত্তবর্মন
৪২) প্রাচীন যুগে প্রথম হুন আক্রমন হয় কার আমলে?
- প্রথম কুমার গুপ্ত (এইসময় রাজকুমার স্কন্দগুপ্ত হুনদেরকে পরাজিত করেন)
৪৩) কে প্রথম কুমারগুপ্তের রাজত্বের শেষভাগে মধ্য ভারতের নর্মদা নদীর কাছে গুপ্ত সাম্রাজ্যের ক্ষমতার বিরুদ্ধে কোন রাজবংশ বিদ্রোহ ঘোষণা করেছিলেন?
- পুষ্যমিত্র
৪৪) প্রথম কুমারগুপ্তের আমলে কে একটি মন্দির, তোরন ও ধর্মসূত্র নির্মান করেছিলেন?
- ধ্রুবশর্মা এবং মাতৃদাস
৪৫) প্রথম কুমারগুপ্ত কার সাহায্যে উদয়গিরি গুহাসমূহে তীর্থাঙ্কর পার্শ্বনাথের মূর্তি প্রতিষ্ঠা করেন?
- গোশর্মা নামক এক জৈন সাধক
৪৬) ইটা জেলার ভরডিহ গ্রামে এক পৃথিবীশ্বর নামক এক শিবলিঙ্গ পাওয়া গিয়েছে। এখন প্রশ্ন হলো ঐ শিবলিঙ্গটি কে প্রতিষ্ঠা করেন?
- প্রথম কুমারগুপ্তের প্রধান কর্মচারী পৃথিবীসেন
৪৭) প্রথম কুমার গুপ্তের নির্মান কার্যগুলি কি কি?
- সূর্যমন্দির, কার্তিকের মন্দির, নালন্দা মহাবিহার
৪৮) কোন গ্রন্থ থেকে জানা যায় যে কুমারগুপ্ত জীবনের শেষ দিনগুলি কাশীতে কাটিয়েছিলেন?
- কথাসরিত সাগর
৪৯) শিব পার্বতী বিবাহের প্রথম শৈল্পিক চিত্র কার রাজত্বে নির্মিত হয়েছিল?
- প্রথম কুমারগুপ্ত
৫০) সবচেয়ে বেশী সংখ্যক লেখ কোন গুপ্ত সম্রাটের পাওয়া গিয়েছে?
- প্রথম কুমার গুপ্ত (১৪টি)
৫১) রাজশাহী জেলার ধনাইদহ গ্রাম থেকে যে তাম্রশাসনটি আবিষ্কৃত হয়েছে তাতে কোন গুপ্ত রাজার নাম খোদিত আছে?
- প্রথম কুমারগুপ্ত
৫২) প্রথম কুমারগুপ্তের রাজত্বকালে কোন শিলালিপিতে উল্লেখিত আছে যে - ‘শঙ্কর’ নামক একজন ব্যক্তি জৈন তীর্থঙ্কর "পার্শ্বনাথ" এর মূর্তি স্থাপন করেন?
- উদয়গিরি গুহালেখ
৫৩) মন্দাসৌর প্রশস্তি থেকে কার রাজত্বের তথ্য পাওয়া যায়?
- প্রথম কুমারগুপ্তের
৫৪) ভারতের প্রথম কোন শিলালিপিকে প্রচার শিলালিপি নামে অভিহিত করা হয়?
- কুমারগুপ্তের মন্দাসৌর শিলালিপি
৫৫) মন্দাসৌর প্রশস্তির রচনাকার কে?
- বৎসভট্টি
৫৬) কোন শিলালিপিতে কুমারগুপ্তের রাজ্যের বিস্তৃতি বর্ণনা করা হয়েছে?
- মান্দাসৌর শিলালিপি
৫৭) মন্দাসৌর প্রশস্তিতে গুপ্ত সংবতের পরিবর্তে কি ব্যাবহার করা হয়েছে?
-বিক্রম সংবত
৫৮) কোন শিলালিপিতে তন্তুবায় রেশম তাঁতি (পট্টভায়া) শ্রেনির কথা উল্লেখ আছে?
- কুমারগুপ্ত প্রথমের মন্দাসৌর শিলালিপি
৫৯) প্রথম কুমারগুপ্তের মন্দাসৌর শিলালিপিতে উল্লিখিত শ্রেণি সংগঠনের নাম কী ছিল?
- তন্তুবায় রেশম তাঁতি (পট্টভায়া)
৬০) প্রথম কুমারগুপ্তের আমলে যে শ্রেণীর মানুষ লাট থেকে এসে দাসপুরে বসতি স্থাপন করেছিল তারা কোন ব্যবসার সাথে জড়িত ছিল?
- রেশমবস্ত্র
৬১) মধ্যপ্রদেশে প্রাপ্ত কুমারগুপ্তের রাজত্বকালের কোন শিলালিপিতে সূর্য মন্দির নির্মাণের উল্লেখ আছে?
- মান্দাসৌর
৬২) কোথা থেকে জানা যায় যে প্রথম কুমারগুপ্তের আমলে এক শ্রেণীর রেশম তাঁতি (পট্টভায়া) মন্দসৌরে 437-38 খ্রিস্টাব্দে মহৎ সূর্য মন্দির তৈরি করেছিলেন?
- বন্ধুবর্মণের মন্দাসৌর শিলালিপি
৬৩) তাম্বুলের(পান) প্রথম অভিলেখিয় প্রমাণ কোথায় পাওয়া যায়?
- কুমারগুপ্তের মন্দাসৌর অভিলেখ
৬৪) কুমারগুপ্তের কোন লেখ থেকে পাওয়া যায় যে, তিনি হরিস্বামিনীর মাধ্যমে আর্য সংঘকে অর্থ দান করেছিলেন?
- সাঁচি অভিলেখ
৬৫) কোন অভিলেখে প্রথম কুমারগুপ্ত পর্যন্ত গুপ্তদের বংশতালিকা পাওয়া যায়?
- বিলসাদ অভিলেখ
৬৬) প্রথম কুমারগুপ্তের ‘বিলসাদের শিলালিপি’ কোথা থেকে পাওয়া যায়?
- এডা
৬৭) সারনাথ থেকে প্রাপ্ত কুমারগুপ্তের শিলালিপি গুপ্ত সংবত 154 তারিখের, এর সংশ্লিষ্ট বছর কত?
- 473 খ্রিস্টাব্দ
৬৮) প্রথম কুমারগুপ্তের ‘মথুরা জৈন লেখ’ এ উল্লিখিত ‘কুটুম্বিনী’ শব্দটি কোন শ্রেণীর নারীকে নির্দেশ করে?
- বৈশ্য
৬৯) প্রথম কুমারগুপ্তের ‘কুলাই কুরাই তাম্রলেখ’ এ কোন প্রশাসনিক এককের কথা উল্লেখ আছে?
- বীথি
৭০) কোন তাম্রলেখ থেকে প্রথম কুমারগুপ্ত রাজত্বের প্রথম দিকের শাসন কার্জ সম্পর্কে তথ্য পাওয়া যায়?
- দামোদরপুর ৩য় তাম্রপত্র
৭১) আফসাদের শিলালিপিতে (আবিষ্কারক - মেজর কিত্তো, 1850 খ্রিস্টাব্দ) কাদের মধ্যকার যুদ্ধকে সমুদ্র মন্থন বা দেব-অসুর সংগ্রামের সাথে তুলনা করা হয়েছে?
- কুমারগুপ্ত - ঈশানবর্মা
৭২) কোন শিলালিপিতে উল্লেখ করা হয়েছে যে কুমারগুপ্ত প্রয়াগ নামক স্থানে উপলের আগুনে তার জীবন শেষ করেছিলেন?
- আফসাদ অভিলেখ
৭৩) কোন শিলালিপিতে পুরুগুপ্তকে প্রথম কুমারগুপ্তের উত্তরসূরি হিসেবে বর্ণনা করা হয়েছে?
- বিহার স্তম্ভলেখ
৭৪) কুমারগুপ্তের আমলের একটি শিলালিপিতে মালব যুগের 493 সালের উল্লেখ রয়েছে। নিচের কোনটি এই মালব যুগের সাথে সংশ্লিষ্ট বছর?
- 436 খ্রি.
৭৫) কোন পণ্ডিতের মতে - কুমারগুপ্ত আমি একজন দুর্বল শাসক ছিলেন?
- রাখালদাস ব্যানার্জী
৭৬) কোন কোন গুপ্ত সম্রাট বৌদ্ধধর্ম গ্রহন করেন?
- প্রথম কুমারগুপ্ত, বালাদিত্য, দ্বিতীয় কুমারগুপ্ত, বুধগুপ্ত।
প্রথম কুমারগুপ্ত প্রথম পর্ব >>>>
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে
গুপ্ত সাম্রাজ্য। প্রথম কুমারগুপ্ত। প্রথম কুমারগুপ্তের উপাধি। মহেন্দ্রাদিত্য। প্রথম কুমারগুপ্তের মুদ্রা। নালন্দা মহাবিহার। Gupta Dynasty.