Type Here to Get Search Results !

লোদীবংশ দ্বিতীয় পর্ব (সিকান্দার লোদী ) [ Sikandar Lodhi]

 


লোদীবংশ দ্বিতীয় পর্ব (সিকান্দার লোদী )

Set By- Manas Adhikary

লোদীবংশ দ্বিতীয় পর্ব (সিকান্দার লোদী)|Lodhi Dynasty 1st Part (sikandar lodhi).

 লোদীবংশসিকান্দার লোদী মঠ কা মসজিদ নির্মান| আগ্রা শহরটি কে স্থাপন করেন|   Lodhi Dynasty Rulers| Lodhi Dynasty of Delhi Sultanate। Sikandar Lodhi.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো লোদীবংশ দ্বিতীয় পর্ব। এই পর্বে থাকছে লোদিবংশের সিকান্দার লোদী সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

সিকান্দার লোদী অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর| Sikandar Lodi  Short Q&A ( Lodi Dynasty).

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here



) সিকান্দার লোদী কতসালে সিংহাসনে বসেন?

- ১৪৮৯ সালে

) সিকান্দার লোদীর আসল নাম কী?

- নিজাম লোদী (তিনি ছিলেন এক হিন্দু রমনীর সন্তান এবং বহলুল লোদীর তৃতীয় পুত্র)

) নিজাম লোদী কোন নাম গ্রহন করে দিল্লীর সিংহাসনে বসেন?

সুলতান সিকান্দার শাহ লোদী

) সিকান্দার লোদী সিংহাসনে বসলে কে বিদ্রোহ ঘোষনা করেন?

- তাঁর ভ্রাতা বরবক শাহ (তিনি জৈনপুরের শাসনকর্তা ছিলেন। সিকান্দার লোদী, বরবক শাহকে পরাজিত করে কারারুদ্ধ করেন। পরে অবশ্য মুক্তি দেন)

) সিকান্দার লোদী তার কোন ভাইকে বন্দী করেন?

- বরবক শাহকে

) আগ্রা শহরটি কে স্থাপন করেন?

- সিকান্দার লোদী (প্রসঙ্গত উল্লেখ্য যে আগ্রা প্রদেশ গড়ে তোলেন- বেন্টিঙ্ক)

) ব্যবস্থা কে প্রবর্তন করেন?

- সিকান্দার লোদী

) জমি জরিপের জন্যসিকান্দারী গজ' বাগজ--সিকান্দারি' কে প্রচলন করেন?

- সিকান্দার লোদী ( আকবর কর্তৃক 'ইলাহী গজ' প্রবর্তিত না হওয়া পর্যন্ত এইসিকান্দারী গজ' জমি জরিপের একক হিসাবে ব্যবহৃত হত।)

) কোন সুলতান গুলরুখ বা লালফুল ছদ্মনামে কবিতা লিখতেন?

- সিকান্দার লোদী

১০) ভাস্কোদাগামা দিল্লীর কোন সুলতানের আমলে ভারতে আসেন?

- সিকান্দার লোদী

১১) জামালি কামবো নিম্নলিখিত কোন সুলতানের সভাকবি ছিলেন?

- সিকান্দার লোদী

১২) কার শাসনকালে গুরু নানক শিখ ধর্ম প্রতিষ্ঠা করেন?

- সিকান্দার লোদী

১৩) মেবারের মহারানা সঙ্গ যখন সিংহাসনে আরোহণ করেন তখন দিল্লি সালতানাতের সুলতান কে ছিলেন?

- সিকান্দার লোদী

১৪) লোদী বংশের কোন সুলতান ভারত থেকে দাস রপ্তানী নিষিদ্ধ করেন বা দাস কেনা বেচা কে নিষিদ্ধ করেন?

- সিকান্দার লোদী

১৫) দিল্লীর কোন সুলতান গজনীর সুলতান মামুদের মতো মূর্তিভঙ্গকারীর ভুমিকায় অবতীর্ণ হন?

- সিকান্দার লোদী

১৬) কোন দিল্লী সম্রাট অলৌকিক ক্ষমতার জোরে মৃত ব্যক্তির জীবন ফিরিয়ে দিতেন (ভ্রান্ত ধারনা ছিল মানুষের মনে)- এমনটিই প্রচার ছিল?

- সিকান্দার লোদী

১৭) মঠ কা মসজিদ কে নির্মান করেন?

- সিকান্দার লোদী

১৮) কোন সুলতান জৈন সন্ন্যাসী জম্বুজিকে ভুমিদান করেন?

- সিকান্দার লোদী

১৯) কোন সুলতানের শাসনকালকে কৃষি বানিজ্যের উন্নতির যুগ বলা হয়?

- সিকান্দার লোদী

২০) কোন সুলতানের আমলে শামসউদ্দীন মুস্তৌফি 'মুজমু---শামসী' নামক চিকিৎসা গ্রন্থ রচনা করেন?

- সিকান্দার লোদী

২১) কোন সুলতান যমুনা নদীর দূষন রোধে পদক্ষেপ গ্রহন করেন?

- সিকান্দার লোদী

২২) কবীর কার সমসাময়িক ছিলেন?

- সিকান্দার লোদী

২৩) দাদী-কা-গাম্বীড সমাধি কে নির্মান করেন?

- সিকান্দার লোদী

২৪) কে কুতুবমিনারের সংস্কার করেন?

- সিকান্দার লোদী

২৫) সুলতানি যুগের কোন সুলতান 'খামস’ কর আদায় করতেন না?

- সিকান্দার লোদী

২৬) কাকে সুলতান সিকান্দার লোদী বিভিন্নভাবে মারার কৌশল করেছিলেন?

- কবীর

২৭) দিল্লীর কোন সুলতান নিজ পোষাক নিলামে বিক্রি করে সেই অর্থ অনাথ দুস্থদের জন্য দান করতেন?

- সিকান্দার লোদী

২৮) বড়েঘান মসজিদ কে নির্মান করেন?

- সিকান্দার লোদী

২৯) মধ্যযুগে কোন শাসক অনুবাদ বিভাগ স্থাপন করেন?

- ফিরোজ শাহ তুঘলক, সিকান্দার লোদী, আকবর

৩০) কোন সুলতান হংসপুরীর প্রার্থনায় সাড়া দিয়ে তাকে মুক্ত করে দেন?

- সিকান্দার লোদী

৩১) কার আমলে সমগ্র জৈনপুর লোদী বংশে অধীনে আসে?

- সিকান্দার লোদী

৩২) সিকান্দার লোদী বাংলার কোন সুলতানের সাথে সন্ধি চুক্তি করেন?

- হোসেন শাহ এর সাথে

৩৩) কে দিল্লী থেকে সুলতানি বংশের রাজধানী আগ্রায় স্থানান্তরিত করেন?

- সিকান্দার লোদী

৩৪) জৈনপুরের শর্কী বংশীয় শেষ নরপতি আলাউদ্দিন হোসেন শাহ কার কাছে পরাজিত হন?

- সিকান্দার লোদী (পরাজিত হয়ে আলাউদ্দীন হোসেন শাহ বাংলা পালিয়ে যান| হুসেন শর্কীকে আশ্রয় দেওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে সিকান্দর লোদী বঙ্গদেশ আক্রমণের উদ্যোগ নেন সিকান্দরের সৈন্য বাংলার সীমান্তে বারহ (বর্তমান পাটনা জেলার পূর্বাঞ্চল) নামক স্থানে শিবির স্থাপন করনে সুলতান হুসেন শাহ তাঁহার পুত্র দানিয়েলের অধীনে এক বিরাট সেনাবাহিনী প্রেরণ করেন সুলতান সিকান্দর লোদীর সেনাপতি মুহম্মদ লোদী মুবারক খান লোহানীর বিরাট বাহিনী বাঙালি সৈন্যবাহিনীর উপস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েন ফলে বুদ্ধিমান সিকান্দর লোদীর পরামর্শে সন্ধির প্রস্তাব করা হইল অচিরে সন্ধিপত্র স্বাক্ষরিত হইল পিতার পক্ষে দানিয়েল প্রতিশ্রুতি দিলেন যে, দিল্লির সম্রাট সিকান্দর লোদীর শত্রুকে বাংলাদেশে আশ্রয় প্রদান করা হবে না এই চুক্তির দ্বারা বাংলা এবং দিল্লির সীমান্তরেখা নির্ধারিত হয়েছিল এরপর সিকান্দর লোদী  দিল্লীতে ফিরে যান)

৩৫) বারানসির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?

-  সিকান্দার লোদী ও শর্কী শাসক আলাউদ্দীন হোসেন শাহ (এই যুদ্ধে আলাউদ্দীন হোসেন শাহ পরাজিত হন ও পালিয়ে যান)

৩৬) কার আমলে বিহার দিল্লি সালনাতের অন্তভুক্ত হয়?

- সিকান্দার লোদী

৩৭) বিহারের শাসকরূপে সিকান্দার লোদী কাকে নিযুক্ত করেন?

- দরিয়া খাঁ

৩৮) নিজামীর মতে, সিকান্দার লোদী কোথাকার মন্দিরের দেবমূর্তি গুলিকে ভেঙ্গে কসাইখানার বাটখারা হিসাবে ব্যাবহার করার নির্দেশ দেন?

- জ্বালামুখী

৩৯) কোন সুলতান ডিপথেরিয়া রোগে মারা যান?

- সিকান্দার লোদী

৪০) সিকান্দার লোদীর সমাধি কোথায় অবস্থিত?

- নয়া দিল্লির লোদি গার্ডেন 

৪১) কোন সুলতান সম্পর্কে বলা হয় যে -তার গুপ্তচর ছিল ভূত প্রেত?

- সিকান্দার লোদি

৪২) ‘এই সুলতান যখন তার জামা-কাপড় ও বিছানা পরিবর্তন করতেন তখন সেগুলো বিক্রি করে তা থেকে পাওয়া অর্থ যৌতুক হিসেবে অনাথ মেয়েদের দেওয়া হত’।– কোন লোদী সুলতানের কথা এখানে বলা হয়েছে?

-সিকান্দার লোদী

৪৩) সিকান্দার লোদির সমাধি কে নির্মাণ করেন?

- ইব্রাহিম লোদী

৪৪) সিকান্দার লোদির সমাধির আকৃতি কেমন?

- অষ্টভুজাকার (এই মাজারে প্রথম ডবল গম্বুজ ব্যবহার করা হয়েছে)

৪৫) "এই সমাধির শৈলীটি মুঘল সম্রাটদের বিস্তৃত বাগান সমাধিগুলির পথপ্রদর্শক।" - জন মার্শাল কার সমাধির কথা বলেছেন?

-সিকান্দার লোদী

৪৬) কোন শাসক খাদ্যশস্যের উপর যাকাত কর বাতিল করেছিলেন?

- সিকান্দার লোদী
 

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 লোদীবংশসিকান্দার লোদী মঠ কা মসজিদ নির্মান| আগ্রা শহরটি কে স্থাপন করেন|   Lodhi Dynasty Rulers| Lodhi Dynasty of Delhi Sultanate। Sikandar Lodhi.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad