Type Here to Get Search Results !

মন্তেস্কু MCQ| Montesquieu MCQ

 

মন্তেস্কু

Set By- Manas Adhikary

মন্তেস্কু  সম্পর্কিত প্রশ্নোত্তর| Montesquieu Mcq Questions and Answer

মন্তেস্কু সম্পর্কিত প্রশ্নোত্তর| Montesquieu Mcq Questions and Answer| French Philosopher| Philosophers of French Revolution| French Philosopher Montesquieu |Philosophy of The French Revolution| Montesqu। Spirit of Laws| Montesquieu Spirit of the Laws| Persian Letters

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলোফরাসি বিপ্লবের প্রভাববিস্তারকারী অন্যতম ফরাসি দার্শনিক মন্তেস্কুর জীবনী মন্তেস্কু সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: SLST, SI, SSC, PSC, School Service, Primary Tet, C-Tet etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 

মকটেস্টের জন্য নীচে দেওয়া আমাদের অফিসিয়াল  গ্রুপে জয়েন করতে পারেন

 *টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here




 

ফরাসী দার্শনিকদের মধ্যে খ্যাতিমান ছিলেন মন্তেস্কু তিনি ফ্রান্সের বরডাের এক অভিজাত পরিবারে ১৬৮৯ সালের ১৮ জানুয়ারি জন্মগ্রহন করেন তিনি ছিলেন অস্টাদশ শতকের একজন ফরাসি বিচারক, প্রজ্ঞাবান ব্যক্তি, রাজনৈতিক দার্শনিক এবং সমাজতত্ত্ববিদ ক্ষমতার স্বতন্ত্রীকরন নীতিকে তিনি রাষ্ট্র বিজ্ঞানে প্রথম স্থায়ী আসন দেন৷ কিছুদিন কাকার কাছে থেকে উত্তরাধিকারীসূত্রে প্রাপ্ত পদে স্থানীয় পার্লামেন্টে কাজ করেছিলেন ইংল্যান্ডে থাকাকালীন তিনি তিনটি বিষয় দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন৷

) জন লকের রচনা - ইংল্যান্ডের জন লক ছিলেন রাষ্ট্রের উৎপত্তি বিষয়ে সামাজিক চুক্তির অন্যতম প্রবক্তা এই চিন্তাশিল রাজনীতিবিদ জন লক স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে প্রজার ন্যায়সঙ্গত অধিকার রক্ষার দাবি প্রচার করতেন তাঁর লেখা বিখ্যাত গ্রন্থ ‘Essay on Human Undersanding’ দ্বারা মন্তেস্কু বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন

) দ্বিতীয়তঃ মন্তেস্কু ইংল্যান্ডের নিয়মতান্ত্রিক বা সাংবিধানিক রাজতন্ত্র দেখে উদ্বুদ্ধ হয়েছিলেন৷

) মন্তেস্কু যখন ইংল্যান্ডে ছিলেন তখন গৌরবময় বিপ্লবের দ্বারা ইংল্যান্ডের শাসন পরিবর্তিত হয় এই পরিবর্তনের প্রভাব তাঁর মনের উপর গভীরভাবে রেখাপাত করেছিল

তিনি তাঁর লেখা বিখ্যাতদি স্পিরিট অফ ল’ নামক গ্রন্থে ফরাসী রাজদের ঐশ্বরিক অধিকার তত্ত্বের তীব্র সমালােচনা করেছিলেন এই পুস্তকটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে ১৮ মাসে এর ২২টি সংস্করন শেষ হয়ে যায় এই গ্রন্থে তিনি স্বাধীনতা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বসহকারে আলােচনা করেন জন্মভুমি ফ্রান্সের স্বৈরাতান্ত্রিক শাসকদের অত্যাচার নিপীড়নমূলক আচরন মন্তেস্কুকে অত্যন্ত ব্যথিত করে তুলেছিল ফ্রান্সের স্বৈরাচারী শাসকরা সেসময় জনগনের চিন্তা কর্মের স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন কিন্তু মন্তেস্কু ছিলেন স্বাধীনতার একান্ত ভক্ত। তিনি স্বাধীনতা বলতে যা খুশি তাই করাকে বােঝান নি৷ যা খুশি করার মাধ্যমে সমাজে অনাচার নৈরাজ্য নেমে আসাটা স্বাভাবিক। আইনের বিধান অনুযায়ী অর্থাৎ আইনের মধ্যে থেকে কাজ করাকে তিনি স্বাধীনতা বলে উপস্থাপিত করেছিলেন। তাঁর মতে রাজনৈতিক স্বাধীনতা যা খুশি তা করার সাথে সংশ্লিষ্ট নয়, তবে আইন যা অনুমােদন করে তা করার ক্ষমতা থাকা দরকার মানুষের কাছে

মন্তেস্কু মনে করেন যে, প্রত্যেক সরকারের তিন ধরনের ক্ষমতা আছে যথা- আইন প্রনয়ন, শাসন ক্ষমতা এবং বিচার সংক্রান্ত ক্ষমতা ক্ষমতা বিভাজনকে বিশ্লেষন করে তিনি বলেছিলেন যে ব্যক্তি স্বাধীনতা সংরক্ষনের জন্য শাসন ব্যবস্থায় বিচার বিভাগ, আইন প্রনয়ন এবং কার্যনির্বাহী বিভাগকে পৃথক করতে না পারলে স্বাধীনতাকে সুনিশ্চিত করা যাবে না। তিনি ধনবন্টন ভােটাধিকারের কথাও বলেছিলেন। তিনি তাঁর বইদি পারসিয়ান লেটার’ ফ্রান্সে প্রচলিত সমাজ কাঠামাের দোষ এটির প্রতি বিদ্রুপ করে, এই পুস্তকটি প্রচলিত কাঠামাের বিরুদ্ধে জনগনকে বিপ্লবের পথে হাঁটতে প্রেরনা দিয়েছিল

মন্তেস্কু সম্পর্কিত প্রশ্নোত্তর| Montesquieu Mcq Questions and Answer| French Philosopher| Philosophers of French Revolution| French Philosopher Montesquieu |Philosophy of The French Revolution| Montesqu। Spirit of Laws| Montesquieu Spirit of the Laws| Persian Letters

 

 অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

) “আপনি যত কম চিন্তা করবেন, তত বেশি লােক আপনার সাথে একমত হবে” -উক্তিটি কার?

- মন্তেস্কু

) মন্তেস্কু পেশায় কে ছিলেন?

- একজন বিচারক।

) কোন বিখ্যাত ব্যক্তিত্বের দ্বারা মন্তেস্কু বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন?

- ইংল্যান্ডের জন লক

) জন লক এর লেখা কোন বিখ্যাত পুস্তকটি দ্বারা মন্তেস্কু বিশেষভাবে প্রভাবিত হন?

-Essay on Human Undersanding

) মন্তেস্কু লিখিত সর্বাপেক্ষা জনপ্রিয় পুস্তকটির নাম কী?

- দ্যা স্পিরিট অফ

) ‘দ্যা স্পিরিট অফ ল’ - পুস্তকটিতে তিনি কী নিয়ে আলােচনা করেছিলেন?

- ফরাসী রাজদের ঐশ্বরিক অধিকার তত্ত্বের তীব্র সমালােচনা করেছিলেন

) মন্তেস্কুর মতেস্বাধীনতা' কী?

- আইনের মধ্যে থেকে কাজ করাকে তিনি স্বাধীনতা বলে উপস্থাপিত করেছিলেন

) কোন দার্শনিক সর্বপ্রথম ধনবন্টন ভোটাধিকারের কথা বলেছিলেন?

- মন্তেস্কু

) মন্তেস্কু ফ্রান্সে প্রচলিত সমাজ কাঠামোর দোষ ত্রুটির প্রতি বিদ্রুপ করে কোন পুস্তকটি রচনা করেছিলেন?

- দি পারসিয়ান লেটার

১০) ‘ক্ষমতার স্বতন্ত্রীকরন নীতি' এর প্রবক্তা কে?

- দার্শনিক মন্তেস্কু

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

মন্তেস্কু সম্পর্কিত প্রশ্নোত্তর| Montesquieu Mcq Questions and Answer| French Philosopher| Philosophers of French Revolution| French Philosopher Montesquieu |Philosophy of The French Revolution| Montesqu। Spirit of Laws| Montesquieu Spirit of the Laws| Persian Letters

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad