বারিমন্ডল
Set by- Manas Adhikary
বারিমন্ডল ।Barimandal MCQ.
বারিমণ্ডল | Barimandal| Bari Mandal MCQ.
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো পরিবেশবিদ্যার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বারিমন্ডল। এই পোস্টে বারিমণ্ডল থেকে অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হল। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
বারিমন্ডল অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Barimandal MCQ.
১) পৃথিবীর মােট আয়তনের কত শতাংশ জল দ্বারা পূর্ন?
- ৭১.৪%।
২) সমুদ্রের জলের একস্থান থেকে অন্যস্থানে প্রবাহকে কি বলা হয়?
- সমুদ্র স্রোত।
৩) গভীর সমুদ্রের তুলনায় অগভীর সমুদ্রে সমুদ্রস্রোতের গতি কেমন হয়?
-বেশি হয়।
৪) সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারন কোনটি?
- নিয়ত বায়ু প্রবাহ
৫) পৃথিবীর কোন গতির জন্য সমুদ্র স্রোতের সৃষ্টি হয়?
- আবর্তন গতি
৬) উষ্ণ ও শীতল স্রোতের মিলন স্থলে কী দেখা যায়?
- ঝড়-বৃষ্টি
৭) উষ্ণ ও শীতল স্রোতের মাঝের বিভাজন রেখাকে কি বলা হয়?
-হিমপ্রাচীর
৮) সমুদ্র জলে ভাসমান বরফের স্তুপকে কি বলা হয়?
- হিমশৈল
৯) হিম প্রাচীর কোথায় দেখতে পাওয়া যায়?
- আটলান্টিক মহাসাগরে
১০) শৈবাল সাগর কোথায় দেখা যায়?
- আটলান্টিক মহাসাগরে
১১) পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগরের নাম কী?
- প্রশান্ত মহাসাগর
১২) পৃথিবীর মধ্যে সর্বাধিক জাহাজ যাতায়াত করে কোথায়?
- উত্তর আটলান্টিক মহাসাগরে
১৩) মহীসােপানের সমুদ্রের জলের সর্বোচ্চ গভীরতা কত মিটার?
- ১৫০ মিটার
১৪) পৃথিবীর সর্বাপেক্ষা গভীরতম খাত কোনটি?
- মারিয়ানা
১৫) অতি ক্ষুদ্র উদ্ভিদ ও প্রানীকে কী বলা হয়?
- প্লাঙ্কটন
১৬) মাছের অতি প্রিয় খাদ্য কোনটি?
- প্লাঙ্কটন
১৭) অগভীর মগ্নচড়াতে কী পাওয়া যায়?
- প্লাঙ্কটন
১৮) বানিজ্যিক মৎস্য আহরন ক্ষেত্র সৃষ্টি হয় কোথায়?
- মগ্ন চড়াতে
১৯) গ্রান্ড ব্যাঙ্ক কী?
- একটি মগ্ন চড়া।
২০) গ্রান্ড ব্যাঙ্ক মগ্নচড়া কোথায় অবস্থিত?
- আটলান্টিক মহাসাগরে
২১) গ্র্যান্ড ব্যাঙ্ক কি জন্য বিখ্যাত?
- মৎস্য আহরন।
২২) দৈনিক কতবার জোয়ার ভাটা সংঘঠিত হয়?
- দুইবার
২৩) সমুদ্র জল রাশির নিয়মিতভাবে ফুলে ওঠাকে কী বলা হয়?
- জোয়ার
২৪) চাঁদ ও সূর্যের জোয়ার সৃষ্টির অনুপাত কত?
- ১১:৫
২৫) জোয়ার হয় সাধারনত কোন কারনে?
- চাঁদের আকর্ষনে।
২৬) জোয়ার ভাটা সবচেয়ে বেশি হয় কখন?
- যখন সূর্য, চাঁদ, এবং পৃথিবী একই রেখায় আসে
২৭) কখন জোয়ার অত্যন্ত প্রবল হয়?
- চাঁদ ও সূর্য সমকোনে অবস্থান করলে
২৮) একটি মুখ্য জোয়ারের পরবর্তী মূখ্য জোয়ার কতক্ষন পর হয়?
- ২৪ঘন্টা ৫২ মিনিট।
২৯) কেন্দ্রাতিগ বলের প্রভাবে কী হয়?
- গৌন জোয়ার
বারিমণ্ডল | Barimandal| Bari Mandal MCQ.
৩০) যেখানে মুখ্য জোয়ার হয় তার প্রতিপাদ স্থানে কি দেখা যায়?
- গৌন জোয়ার।
৩১) জোয়ার ভাটার ফলে নদীতে পলি ও আবর্জনা জমতে পারে না কোথায়?
- নদীর মােহনায়
৩২) কখন মরা কোটাল হয়?
- অষ্টমী তিথিতে
৩৩) মরা কোটালের সময় চন্দ্র, সূর্যের অবস্থান উল্লেখ করাে।
- পরস্পরের সমকোনে।
৩৪) চাঁদ অপেক্ষা সূর্যের ভর কতগুন?
- ২৫৫ গুন বেশি
৩৫) চাঁদ একবার পৃথিবীকে পরিক্রমন করতে কত সময় লাগে?
- প্রায় ২৭দিন
৩৬) অমাবস্যার দিনে পৃথিবীর যে অংশ চাঁদের সামনে আসে সেখানে কি হয়?
- ভরা কোটাল
৩৭) ষাডাষাড়ির বান দেখা যায় কোথায়?
- হুগলী নদীতে
৩৮) হ্রদের অন্যতম বৈশিষ্ট্য কী?
- চারিদিক স্থলবেষ্টিত গভীর জলাভূমি
৩৯) বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি?
- কাস্পিয়ান সাগর।
৪০) চিল্কা হ্রদ কোন ধরনের জলের হ্রদ?
- নােনা জলের হ্রদ
৪১) লবনাক্ত জল সাধারন জলের থেকে কেমন হয়?
- ভারী
৪২) গােদাবরী ও কৃষার ব-দ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কি?
- কোলার
৪৩) লােকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
- মনিপুর
৪৪) পেরিজি অবস্থানে পৃথিবী এবং চাঁদের দূরত্ব কত থাকে?
- ৩ লক্ষ ৫৬ হাজার কিমি
৪৫) সাধারন জোয়ারের তুলনায় পেরিজি জোয়ারের জলস্ফীতি কত বেশি?
-২০ শতাংশ বেশি
৪৬) পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সর্বাধিক হয় তখন তাকে কী বলে?
- অ্যাপােজি
৪৭) পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সর্বাপেক্ষা কম তখন তাঁকে কি বলা হয়?
- পেরিজি অবস্থান।
৪৮) এক চন্দ্রমাসে কতদিন পর পর আপােজি ও পেরিজি হয়?
- একবার আপােজি একবার পেরিজি
৪৯) চাঁদ, সূর্য এবং পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে কী বলা হয়?
-সিজিগি ।
৫০) ভারতের কোথায় সমুদ্রজল থেকে পানীয় জল প্রস্তুত করে তা সরবারহ। করা হয়?
- চেন্নাইতে
৫১) পৃথিবীর কত শতাংশ কার্বন-ডাই-অক্সাইড সমুদ্রজলে মিশ্রিত অবস্থায় রয়েছে?
- ৯৩%।
৫২) জলচক্র সম্পাদিত হয় যে কটি প্রক্রিয়ার মাধ্যমে সেগুলি কী?
- তিনটি৷ বাষ্পীভবন, ঘনীভবন ও অধঃক্ষেপন
৫৩) পৃথিবীর মােট জলের মধ্যে কত শতাংশ জল সমুদ্রে আছে?
- ৯৭.২%
৫৪) পৃথিবীর মােট জলের মধ্যে কত শতাংশ জল ভৌমজলরূপে আছে?
-০.৬২৫%
৫৫) পৃথিবীর মােট জলের মধ্যে কত শতাংশ জল নদী,হ্রদ ইত্যাদিতে আছে?
- ০.০২৪%
৫৬) পৃথিবীর মােট জলের মধ্যে কত শতাংশ জল বরফরূপে আছে?
-২.১৫%
৫৭) পৃথিবীর মােট জলের মধ্যে কত শতাংশ জল জলীয় বাষ্পরূপে বায়ুমন্ডলে আছে?
- ০.০০১%
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here