Type Here to Get Search Results !

রক্ত [BLOOD MCQ 110+]

 

রক্ত

SET BY – MANAS ADHIKARY

মানবদেহ তথা প্রানীদেহে রক্ত একটি গুরুত্বপূর্ণ উপাদান। রক্তের বিকল্প কেবলমাত্র রক্তই। রক্ত সম্পর্কিত আমার সংগ্রহে থাকা প্রশ্নগুলির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।  আশাকরি আপনাদের উপকারে আসবে।



) রক্ত কোথায় তৈরি হয়?

- অস্থিমজ্জায়

) ভ্রূন অবস্থায় কোথায় রক্ত তৈরী হয়?

ভ্রূন অবস্থায় প্রথমে ইয়্যাক স্যাকে বা কুসুম থলিতে রক্ত তৈরী হয় এবং ভ্রূনের বৃদ্ধির সাথে সাথে রক্ত  তৈরির কাজ ন্যস্ত হয় লিভারের উপর। ভুমিষ্ঠ হওয়ার পর রক্ত তৈরীর প্রধান কাজটি করে অস্থিমজ্জা।

মানুষের স্বভাবিক রক্তচাপ কত?

- 120/80mmHg

) মানুষের মােট ওজনের শতকরা কতভাগ রক্ত থাকে?

- 8%

) পূর্নবয়স্ক মানুষের রক্তের পরিমান কত?

- 5-6 লিটার

) রক্তের PH এর মান কত?

- 7.35-7.45

) ধমনির রক্তের PH এর মান কত?

- 7.4

) সজীব রক্তের তাপমাত্রা কত?

- 36-38 ডিগ্রী সেন্টিগ্রেড

) রক্তের স্বাদ কেমন?

- লবনাক্ত

) রক্তের স্বাদ লবনাক্ত হয় কেন?

- অজৈব লবনের উপস্থিতির জন্য।

১০) রক্তের প্রধান ধাতব উপাদান কোনটি?

- লৌহ (Fe)

১১) রক্তের রঙ লাল হয় কেন?

- হিমােগ্লোবিন থাকার জন্য

১২) প্রানীর দেহের সমস্ত স্থানে অক্সিজেন বহন করে কে?

- রক্ত

১৩) রক্ত কী ধরনের কলা?

 - তরল যােগকলা

১৪) ১০০ ml বিশুদ্ধ রক্ত কত পরিমান অক্সিজেন বহন করতে পারে?

- 20 ml

১৫) হােমিওস্ট্যাসিস কী?

- রক্তের মাধ্যমে দেহের অভ্যন্তরীন পরিবেশের ভারসাম্য বজায় থাকে একেই হােমিওস্ট্যাসিস বলা হয়

১৬) রক্ত কোথায় পরিশ্রুত হয়?

- বৃক্ক বা কিডনীতে

১৭) রক্ত কোন রেচন পদার্থ বহন করে?

- ইউরিয়া

১৮) রক্ত থেকে ইউরিয়ার পৃথকীকরন কোথায় হয়?

- বৃক্ক বা কিডনীতে

১৯) মানব শরীরে রক্ত বিশুদ্ধিকরনের (অক্সিজেন সংযুক্তিকরন) জন্য কোন অঙ্গটি কাজ করে?

- ফুসফুস

২০) রক্তের প্রধান উপাদান কি কী?

- রক্তরস রক্তকনিকা

২১) রক্তে রক্তরসের পরিমান কত থাকে?

- সমগ্র রক্তের 55%

২২) রক্তে রক্তকনিকার পরিমান কত থাকে?

- সমগ্র রক্তের 45%

২৩) রক্তের তরল অংশকে কী বলা হয়?

- প্লাজমা বা রক্তরস

২৪) রক্তরসের প্রধান উপাদান কয়টি?

- দুটি (জৈব পদার্থ অজৈব পদার্থ)

২৫) রক্তরসে জৈব অজৈব পদার্থের উপস্থিতি কতটা?

- 10%

২৬) রক্ত থেকে রক্তরসকে আলাদা করলে রক্তরসের রঙ কেমন দেখাবে?

- হালকা হলুদ

২৭) রক্তের প্লাজমা প্রােটিনগুলি কী কী?

- অ্যালবুমিন, গ্লোবিউলিন ফাইব্রিনােজেন, প্ৰােথম্বিন ইত্যাদি৷

 ২৮) রক্তে কিসের পরিমান বেশি থাকা শরীরের জন্য উপকারি?

- HDL

২৯) রক্তে কোলেস্টেরলের স্বভাবিক পরিমান কত?

- 100-200mg/dl

৩০) রক্তে কতধরনের কনিকা থাকে?

- তিন ধরনের (লােহিত রক্তকনিকা , শ্বেতরক্তকনিকা অনুচক্রিকা)

৩১) রক্তে লােহিত শ্বেতরক্তকনিকার অনুপাত কত?

- 500:1

৩২) রক্তের রজ্ঞক পদার্থগুলি কী কী?

- বিলিরুবিন, বিলিভার্ডিন

৩৩) লােহিত কনিকা কোথায় তৈরী হয়?

- অস্থিমজ্জার হিমােসাইটোব্লাস্ট বা হিমােপয়েটিক স্টেমকোষ থেকে

৩৪) ভ্রুনাবস্থায় কোথায় লােহিত রক্তকনিকা উৎপন্ন হয়?

- কুসুম থলি, যকৃত প্লীহাতে

৩৫) RBC- কথার পুর অর্থ কী?

- Red Blood Cell

৩৬) রক্তের লােহিত রক্ত কনিকার গড় আয়ু কতদিন?

- ১২০ দিন

৩৭) লােহিত রক্ত কনিকা কোথায় ধ্বংসপ্রাপ্ত হয়?

- প্লীহাতে যকৃতে

৩৮) লােহিত কনিকার অপর নাম কী?

- এরিথ্রোসাইট

৩৯) মানবদেহে প্রতিমাসে কত লােহিত কনিকা উৎপন্ন হয়?

- প্রায় 400-500 ml

৪০) লােহিত কনিকার আকৃতি কেমন?

- চ্যাপ্টা

৪১) রক্তে লিম্ফোসাইটের পরিমান কত?

- 20-45%

৪২) হিমােগ্লোবিন কোথায় থাকে?

- লােহিত রক্তকনিকায়

৪৩) কোন প্রানীর রক্তরসে হিমােগ্লোবিন থাকে?

- কেঁচো

৪৪) লােহিত কনিকার মধ্যে শতকার কতভাগ হিমােগ্লোবিন তাকে?

- 90 ভাগ

৪৫) হিমােগ্লোবিন কী?

- লােহিত রক্ত কনিকার সাইটোপ্লাজমে অবস্থিত এক ধরনের লৌহঘটিত প্রােটিন জাতীয় পদার্থ

৪৬) কোন প্রানীর লােহিত রক্তকনিকায় নিউক্লিয়াস থাকে না?

- স্তন্যপায়ী

৪৭) শ্বেত রক্তকনিকা কোথায় উৎপন্ন হয়?

- অস্থিমজ্জা, প্লীহা লসিকাগ্রন্থিতে

 ৪৮) রক্তের শ্বেত কনিকার গড় আয়ু কতদিন?

- ১দিন-১৫দিন

৪৯) দেহের প্রহরী কাকে বলা হয়?

- শ্বেতরক্তকনিকাকে

৫০) শ্বেতকনিকায় হিমােগ্লোবিন থাকে কী?

- না

৫১) সাইটোপ্লাজমের গঠনের ভিত্তিতে শ্বেতকনিকাকে কয়ভাগে ভাগ করা হয়?

- দুই (দানাদার অদানাদার)

৫২) দানাদার শ্বেতকনিকা গুলি কী কী?

- নিউট্রোফিল, ইউসিনােফিল বেসােফিল

৫৩) বেসােফিল কী উৎপন্ন করে?

- হেপারিন (রক্ত তঞ্চিত হতে দেয় না)

৫৪) ফ্যাগােসাইটোসিস প্রক্রিয়ায় ক্ষনপদের সাহায্যে রােগজীবানু ধ্বংস করে কোন রক্তকনিকা?

- শ্বেতরক্তকনিকা

৫৫) পূর্নাঙ্গ মানুষের দেহে প্রতি ঘন মিলিলিটার রক্তে শ্বেতকনিকার সংখ্যা কত?

- 6000

৫৬) দেহের আনুবীক্ষনিক সৈনিক কাকে বলা হয়?

- শ্বেতরক্তকনিকা।

৫৭) রক্তের সবথেকে ছােট কনিকার নাম কী?

- অণুচক্রিকা

৫৮) অনুচক্রিকার অপর নাম কী?

- প্লেটলেট

৫৯) রক্তের অনুচক্রিকার গড় আয়ু কতদিন?

- দিন - ১০ দিন।

৬০) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে কোন অবস্থার সৃষ্টি হয়?

- পারপুরা (অণুচক্রিকা ভাঙতে থাকে)

৬১) প্রতি ঘন মিলিলিটার রক্তে অনুচক্রিকার সংখ্যা কত?

- আড়াই লক্ষ থেকে পাঁচলক্ষ

৬২) রক্তের গ্রুপ কয়টি?

- চারটি যথা - A, B, AB, O

৬৩) কার্ল ল্যান্ড স্টেইনার রক্তের কোন গ্রুপটি আবিস্কার করেন নি?

- AB

৬৪) রক্তে কয়ধরনের অ্যান্টিজেন থাকে?

- দুইধরনের

৬৫) রক্তের গ্রুপ বিভাজন করেন কে?

- ল্যান্ড স্টেইনার (১৯০০ সালে)

৬৬) কার্ল ল্যান্ডস্টেইনার কত সালে নােবেল পুরস্কার পান?

- ১৯৩০ সালে

৬৭) A গ্রুপের মানুষের সংখ্যা কত?

- 42%

৬৮) B গ্রুপের মানুষের সংখ্যা কত?

- 9%

৬৯) AB গ্রুপের মানুষের সংখ্যা কত?

- 3%

৭০) O+ গ্রুপের মানুষের সংখ্যা কত?

- 46%

৭১) অ্যান্টিজেন কী?

- মানুষের রক্তের লােহিত কনিকায় উপস্থিত একধরনের গ্লাইকো প্রােটিন

৭২) রক্তের কোন গ্রুপকে সার্বজনীন গ্রহিতা বলা হয়?

- AB

৭৩) রক্তের কোন গ্রুপে সার্বজনীন দাতা বলা হয়?

- O

৭৪) রক্তের কোন গ্রুপে অ্যান্টিজেন থাকে না?

- O

৭৫) রক্তের রেসাস ফ্যাক্টরের সংকেত কী?

- Rh

৭৬) Rh ফ্যাক্টরের নামকরন করা হয় কার নামানুসারে?

- এক বানরের নামানুসারে

৭৭) যে কোন রােগীকে যে কোন মানুষের রক্ত দেওয়া যায় না কেন?

- কারন বিভিন্ন মানুষের রক্তের গ্রুপ বিভিন্ন হয়

৭৮) রক্ততঞ্চন কী?

- রক্তে দ্রবীভূত ফাইব্রিনােজেন যে জটিল প্রক্রিয়ার মাধ্যমে অদ্রবনীয় ফাইব্রি বা জালকে পরিনত হয়ে রক্তকনিকাকে গুলিকে আটকে দেয় তাকে রক্ততঞ্চন বলে

৭৯) ফ্ৰাইবিনােজেন কী?

- রক্তজমাট বাধার মুল উপাদান যা রক্তরসে দ্রবীভূত থাকে

৮০) রক্তরসে অবস্থিত মােট কতগুলি ফ্যাক্টর রক্ততঞ্চনে অংশগ্রহন করে?

- ১৩ টি

৮১) রক্তজমাট বাঁধা বা রক্ততঞ্চনের অন্যতম মূল উপাদানগুলি কী কী?

- থ্রম্বােপ্লাসটিন, ক্যালসিয়াম আয়ন (Ca++), প্রোথ্রমবিন, ফ্রাবিনােজেন

৮২) রক্ত তঞ্চনে সাহায্যকারী উৎসেচকের নাম কী?

- থ্রমবিন

৮৩) রক্ত তঞ্চনে সাহায্যকারী প্রােটিন কোনটি?

- ফ্রাবিনােজেন

৮৪) হিমােফিলিয়া কী?

- রক্তরসে এক বা একাধিক গুরুত্বপূর্ন ফ্যাক্টর অনুপস্থিত থাকলে তাকে হিমােফিলিয়া বলা হয়।

৮৫) রক্ত তঞ্চিত হওয়ার পর অর্থাৎ জমাট বাঁধার পর প্রায় বর্নহীন হালকা হলুদাভ তরল পড়ে থাকে তাকে কী বলা হয়?

- সিরাম

৮৬) রক্ত নালীর মধ্যে রক্ত জমাট বাঁধাকে কী বলা হয়?

- থ্রম্বসিস

৮৭) দেহের রক্তনালীর ভিতর রক্ততঞ্চন রােধ করে দেহের মধ্যে রক্ত প্রবাহ অব্যাহত রাখে কোন উপাদান?

- হেপারিন (ইহা বেসােফিল নামক শ্বেত কনিকা থেকে উৎপন্ন হয়)

৮৮) রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটিকে কী বলা হয়?

- রক্তসঞ্চলন বা Coagulation

৮৯) রক্ত তঞ্চনের জন্য আবশ্যিক ধাতব উপাদান কোনটি?

- ক্যালসিয়াম আয়ন (Ca++)

৯০) রক্ততঞ্চনে কোন ভিটামিন সাহায্য করে?

- ভিটামিন K

৯১) কোন রক্তকনিকা রক্ততঞ্চন রােধ করে?

- বেসােফিল

৯২) রক্ত সঞ্চিত করার জন্য রক্ততঞ্চন রােধ করতে রক্তের সাথে কি মেশানাে হয়?

-সােডিয়াম সাইট্রেট

৯৩) সাধারনত কোন বাহিকা বিশুদ্ধ রক্ত (অক্সিজেনযুক্ত রক্ত) বহন করে?

- ধমনী

৯৪) সাধারনত কোন বাহিকা অশুদ্ধ রক্ত (অক্সিজেন বিহীন বা কম অক্সিজেনযুক্ত রক্ত) বহন করে?

- শিরা

৯৫) কোন শিরা বিশুদ্ধ রক্ত বহন করে?

- ফুসফুসীয় শিরা

৯৬) কোন ধমনী অশুদ্ধ রক্ত বহন করে?

- ফুসফুসীয় ধমনী

৯৭) ফুসফুস দেহের সর্বত্র একবার রক্ত সংবহন করতে কত সময় লাগে?

- ২৩-২৪ সেকেন্ড

৯৮) হিমােগ্লোবিন(রক্ত) যখন শিরা ধমনিতে প্রবাহিত হয় তখন দেহকোষে কি ঘটে?

- গ্লুকোজ উৎপন্ন হয় এবং উপজাত দ্রব্য হিসাবে কার্বন ডাই অক্সাইড জল উৎপন্ন হয়

৯৯) সুস্থ পূর্ন মানুষ কতদিন পর পর রক্ত দান করতে পারে?

- থেকে মাস

১০০) পিনাগ্লোবিউলিন রক্তরস কোন প্রানীর দেহে পাওয়া যায়?

- শামুকের দেহে

১০১) রক্ত সঞ্চালনের জন্য কোন রােগটি হতে পারে?

- AIDS

১০২) মুত্রের মাধ্যমে রক্ত বের হলে কোন রােগ হয়েছে বুঝতে হবে?

- হিমাচুরিয়া

১০৩) কোন রােগে মূত্রে গ্লুকোজের উপস্থিতি দেখা দেয়?

- গ্লাইকোসুরিয়া

১০৪) রক্তে লােহিত রক্ত কনিকার পরিমান স্বাভাবিকের থেকে বৃদ্ধি পেলে কোন রােগ হয়?

- পলিসাইথিমিয়া

১০৫) রক্তে লােহিত রক্ত কনিকার পরিমান স্বাভাবিকের থেকে হ্রাস পেলে কোন রােগ হয়?

- অ্যানিমিয়া

১০৬) রক্তে উপস্থিত লােহিত কনিকার আকার ঠিক মতাে না হলে কোন রােগ হয়?

-সিকলসেল অ্যানিমিয়া

১০৭) রক্তে লােহিত কনিকা ঠিক মতাে তৈরী নাহলে কোন রােগ দেখা দেয়?

-থ্যালাসেমিয়া

১০৮) রক্তে শ্বেত রক্ত কনিকার পরিমান স্বাভাবিকের থেকে বৃদ্ধি পেলে কোন রােগ হয়?

- লিউকেমিয়া

১০৯) রক্তে গ্লুকোজের পরিমান স্বাভাবিকের থেকে বৃদ্ধি পেলে কোন রােগ হয়?

-হাইপারগ্লাইসিমিয়া

১১০) রক্তে গ্লুকোজের পরিমান স্বাভাবিকের থেকে হ্রাস পেলে কোন রােগ হয়?

-হাইপােগ্লাইসিমিয়া

১১১) রক্তে বিলিরুবিনের পরিমান বৃদ্ধি পেলে কোন রােগ হয়?

- জন্ডিস (লিভারে হয়)

১১২) দেহে রক্তের পরিমান কমে গেলে কোন রােগ দেখা দেয়?

- Ischemia

১১৩) কোন রােগ হলে রক্ত জমাট বাঁধে না?

- হিমােফিলিয়া (রয়্যাল ডিজিস)

১১৪) জীবিত মানুষের মধ্যে শতকরা কত শতাংশ মানুষের কোনাে না কোন সময়ে রক্তের প্রয়ােজন পড়ে?

- 25%

১১৫) রক্তদান করতে হলে আপনার ওজন কত হওয়া উচিত?

- বয়স ১৮ এর উপর এবং ওজন ৫০ কেজির বেশী

১১৬) এক পাউচ রক্ত দিতে কত সময় লাগে?

- 45 থেকে 60 মিনিট

১১৭) রক্তদানের পর যেটুকু রক্ত আপনি দিলেন তা পুনরায় আপনার শরীরে তৈরি হতে কত সময় লাগে?

- মাত্র 24-48 ঘন্টা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad