Type Here to Get Search Results !

পশ্চিমবঙ্গের অবস্থান ও প্রশাসনিক বিভাগ থেকে 57 টি MCQ

 

পশ্চিমবঙ্গের অবস্থান ও প্রশাসনিক বিভাগ থেকে 57 টি MCQ

এটি কেবলমাত্র PRELIMINARY TEST এর প্রিপারেশন নেওয়ার জন্য পড়তে পারেন

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 



) আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গ ভারতের কততম রাজ্য?

- এয়ােদশতম (13th)

) জনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ ভারতের কততম রাজ্য?

- দ্বিতীয়

) পশ্চিমবঙ্গের রাজধানী কোন নদীর তীরে অবস্থিত?

- হুগলি নদীর বাম তীরে

4) কাকে পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়?

- পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতাকে

) পশ্চিমবঙ্গের উত্তর-দক্ষিনে বিস্তৃতি উল্লেখ করাে?

- ৬২৩ কিমি

) পশ্চিমবঙ্গের পূর্ব-পশ্চিমে বিস্তৃতি উল্লেখ করাে।

- ৩২০ কিমি

) চিকেন নেক কাকে বলা হয়?

- উত্তর দিনাজপুর জেলার চোপড়া (ইহাই পশ্চিমবঙ্গের সংকীর্নতম অঞ্চল৷ প্রস্থে মাত্র কিমি৷ এটি মহানন্দা করিডর নামেও পরিচিত)

) ভারত যখন স্বাধীনতা লাভ করে অর্থাৎ ১৯৪৭ সালে পাশ্চিমবঙ্গ কয়টি জেলা নিয়ে গঠিত ছিল?

- ১৪টি

) ১৯৪৭ সালে কোচবিহার কী পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত কোন জেলা ছিল?

-না৷ এই সময় কোচবিহারকে দেশীয় রাজ্য হিসাবে পরিগনিত করা হত৷

১০) ১৯৪৮ সালে বিহারের কোন অংশ পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়েছিল?

-ইসলামপুর

১১) বিহারের পূর্নিয়ার ইসলামপুর পশ্চিমবঙ্গের কোন জেলাতে পরিনত হয়েছে?

- উত্তর দিনাজপুর

১২) কোচবিহার কবে পশ্চিমবঙ্গের জেলারূপে অন্তর্ভুক্ত হয়?

- ১৯৫০ সালের ২৬ জানুয়ারী

১৩) হুগলি জেলা কবে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়েছিল?

- ১৯৫৬ সালে

১৪) পশ্চিমবঙ্গের অন্তভুক্তিকরনের আগে হুগলি জেলার নাম কী ছিল?

-চন্দননগর রাজ্য

১৫) কবে দার্জিলিং গাের্খা পার্বত্য পরিষদ গঠিত হয়েছিল?

- ১৯৮৮ সালে

১৬) কি কি নিয়ে দার্জিলিং গাের্খা পার্বত্য পরিষদ গঠিত হয়েছিল?

- দার্জিলিং জেলার দার্জিলিং, কালিম্পং কার্শিয়াং মহাকুমার ১৩ টি মৌজা নিয়ে গঠিত হয়েছিল৷

১৭) কবে বর্ধমান জেলা দুটি ভাগে ভাগ করে পূর্ববর্ধমান পশ্চিমবর্ধমান নামক দুটি নতুন জেলার সৃষ্টি করা হয়েছে?

- ২০১৭ সালে

১৮) ঝাড়গ্রাম জেলা কবে ঘােষিত হয়?

- ২০১৭ সালে।

১৯) কোন জেলাকে ভেঙে ঝাড়গ্রাম নামক নতুন জেলাটি করা হয়েছে?

-পশ্চিম মেদিনীপুর

20) কালিম্পং জেলা কবে ঘােষিত হয়?

- ২০১৭ সালে

২১) পশ্চিমবঙ্গের নতুন জেলা, মহাকুমা, ব্লক, ডিভিশন গঠন করে যে দপ্তর | তার নাম কী?

- কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তর

২৩) পশ্চিমবঙ্গের বিভাগগুলির নাম উল্লেখ করাে

- প্রেসিডেন্সি বিভাগ, মেদিনীপুর বিভাগ, বর্ধমান বিভাগ, মালদা বিভাগ এবং জলপাইগুড়ি বিভাগ

২৪) পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বিভাগের সদর দপ্তর উল্লেখ করাে

বিভাগ

সদর দপ্তর

প্রেসিডেন্সি বিভাগ

কোলকাতা

মেদিনীপুর বিভাগ

মেদিনীপুর

বর্ধমান বিভাগ

বর্ধমান

মালদা বিভাগ

ইংলিশ বাজার

জলপাইগুড়ি বিভাগ

জলপাইগুড়ি

 

২৫) বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কতগুলি

- ৩০ টি

২৬) লা আগষ্ট ২০২২ সালে পশ্চিমবঙ্গে টি নতুন জেলার কথা ঘােষনা করা হয়। সেই সাতটি নতুন জেলার নাম কি কি?

- সুন্দরবন, ইচ্ছেমতী, বসিরহাট, রানাঘাট, বিষ্ণুপুর, বহরমপুর কান্দি৷

২৭) বিভাগের শাসককে কি বলা হয়?

- বিভাগীয় কমিশনার

২৮) জেলার শাসককে কী বলা হয়?

- জেলাশাসক।

২৯) জেলার সর্বোচ্চ দেওয়ানী আদালত কোনটি?

- জেলা জজের আদালত

৩০) পশ্চিমবঙ্গে কয়টি জেলা পরিষদ আছে?

- ২০ টি

৩১) জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিককে কী বলা হয়?

- ডি এম

৩২) পশ্চিমবঙ্গের রাজধানী কোন জেলায় অবস্থিত?

- কোলকাতা জেলায়

৩৩) আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছােট জেলার নাম কী?

- কোলকাতা 

৩৪) আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি?

- দক্ষিন ২৪ পরগনা

৩৫) দেশ বিভাগের সময় কোন জেলাদুটি ভারতের মধ্যে ছিল না?

-নদীয়া মুর্শিদাবাদ

৩৬) আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের কোন জেলাদুটি সমান?

- দার্জিলিং হুগলি (উভয়ই ৩১৪৯ কিলােবর্গমিটার)

৩৭) পশ্চিমবঙ্গের কটি জেল উপকূলবর্তী?

- দুটি পূর্বমেদিনীপুর এবং দক্ষিন ২৪ পরগনা (বর্তমানে সুন্দরবন জেলাও উপকুলবর্তী)

৩৮) পশ্চিমবঙ্গের কয়টি জেলা সিকিম রাজ্যের সীমারেখা স্পর্শ করেছে?

- ২টি

৩৯) পশ্চিমবঙ্গের সীমান্তে কোন কোন দেশ অবস্থিত?

- নেপাল, ভুটান বাংলাদেশ

৪০) পশ্চিমবঙ্গের সীমান্তে অবস্থিত সবথেকে ছােট দেশ কোনটি?

- ভুটান

৪১) পশ্চিমবঙ্গের সীমান্তে কয়টি ভারতীয় রাজ্য অবস্থিত?

- পাঁচটি যথাসিকিম, বিহার, ঝাড়খন্ড, ওড়িশা অসম৷

৪২) পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশি রাজ্য কোনটি?

- সিকিম

৪৩) পশ্চিমবঙ্গের সাথে সবথেকে বেশী সীমানা দখল করে আছে কোন ভারতীয় রাজ্য?

- ঝাড়খন্ড

৪৪) পশ্চিমবঙ্গের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে কোন রাষ্ট্রের সাথে?

-বাংলাদেশ

৪৫) বিভিন্ন জেলাগুলির জেলা সদর উল্লেখ করুন

জেলা

জেলা সদর

মুর্শিদাবাদ

বহরমপুর

পশ্চিম বর্ধমান

আসানসােল

পূর্ব বর্ধমান

বর্ধমান

পূর্ব মেদিনীপুর

তমলুক

উত্তর ২৪ পরগনা

বারাসাত

দক্ষিন ২৪ পরগনা

আলিপুর

হাওড়া

হাওড়া

কোলকাতা

কোলকাতা

নদীয়া

 কৃষ্ণনগর

বাঁকুড়া

বাঁকুড়া

পুর্ব মেদিনীপুর

তমলুক

পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর

পুরুলিয়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম

বীরভূম

 সিউড়ি

হুগলী

 চুঁচুড়া

মালদা

মালদা

উত্তর দিনাজপুর

 রায়গঞ্জ 

দক্ষিন দিনাজপুর

বালুরঘাট  

জলপাইগুড়ি

জলপাইগুড়ি

কোচবিহার

কোচবিহার

দার্জিলিং

দার্জিলিং

আলিপুরদুয়ার

আলিপুরদুয়ার

কালিম্পং

কালিম্পং

 

৪৬) পশ্চিমবঙ্গের কোন জেলার কোন মহাকুমা নেই?

- কোলকাতা জেলার (এইটি পুরােটাই পৌরসভা এলাকা)

৪৭) পশ্চিমবঙ্গের একমাত্র মহকুমা পরিষদের নাম কী?

- শিলিগুড়ি মহকুমা পরিষদ।

৪৮) পশ্চিমবঙ্গের পশ্চিমতম জেলা কোনটি?

- পুরুলিয়া।

৪৯) পশ্চিমবঙ্গের পূর্বতম জেলা কোনগুলি?

- কোচবিহার আলিপুরদুয়ার

৫০) পশ্চিমবঙ্গের মধ্যে সর্বাধিক স্বাক্ষরতাযুক্ত জেলা কোনটি?

- পূর্ব মেদিনীপুর জেলা

৫১) পশ্চিমবঙ্গের সর্বনিম্ন সাক্ষরতাযুক্ত জেলা কোনটি?

- উত্তর দিনাজপুর

৫২) পশ্চিমবঙ্গের কোন জেলা সবথেকে বেশী আর্সেনিক দ্বারা ক্ষতিগ্রস্ত?

-উত্তর ২৪ পরগনা

৫৩)পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তপশিলী জাতিভুক্ত জেলা কোনটি?

- হাওড়া

৫৪) কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন কোন জেলার মধ্য দিয়ে গিয়েছে?

-নদীয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া (সহজে মনে রাখার টিপস - নব বাপু)

৫৫) পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্ঘ কোনটি?

- সান্দাকফু

৫৬) পশ্চিমবঙ্গের মালভুমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

- গাের্গাবুরু

৫৭) গাের্গাবুরু শৃঙ্ঘ কোন পাহাড়ে অবস্থিত?

- অযােধ্যা

 

General Knowledge এর উপর বিভিন্ন পােষ্টগুলি পেতে CLCK HERE

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad