পশ্চিমবঙ্গের অবস্থান ও প্রশাসনিক বিভাগ থেকে 57 টি MCQ
এটি কেবলমাত্র PRELIMINARY TEST এর প্রিপারেশন নেওয়ার জন্য পড়তে পারেন।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
১) আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গ ভারতের কততম রাজ্য?
- এয়ােদশতম (13th)
২) জনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ ভারতের কততম রাজ্য?
- দ্বিতীয়
৩) পশ্চিমবঙ্গের রাজধানী কোন নদীর তীরে অবস্থিত?
- হুগলি নদীর বাম তীরে।
4) কাকে পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়?
- পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতাকে
৫) পশ্চিমবঙ্গের উত্তর-দক্ষিনে বিস্তৃতি উল্লেখ করাে?
- ৬২৩ কিমি
৬) পশ্চিমবঙ্গের পূর্ব-পশ্চিমে বিস্তৃতি উল্লেখ করাে।
- ৩২০ কিমি
৭) চিকেন নেক কাকে বলা হয়?
- উত্তর দিনাজপুর জেলার চোপড়া (ইহাই পশ্চিমবঙ্গের সংকীর্নতম অঞ্চল৷ প্রস্থে মাত্র ৯ কিমি৷ এটি মহানন্দা করিডর নামেও পরিচিত)
৮) ভারত যখন স্বাধীনতা লাভ করে অর্থাৎ ১৯৪৭ সালে পাশ্চিমবঙ্গ কয়টি জেলা নিয়ে গঠিত ছিল?
- ১৪টি
৯) ১৯৪৭ সালে কোচবিহার কী পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত কোন জেলা ছিল?
-না৷ এই সময় কোচবিহারকে দেশীয় রাজ্য হিসাবে পরিগনিত করা হত৷
১০) ১৯৪৮ সালে বিহারের কোন অংশ পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়েছিল?
-ইসলামপুর।
১১) বিহারের পূর্নিয়ার ইসলামপুর পশ্চিমবঙ্গের কোন জেলাতে পরিনত হয়েছে?
- উত্তর দিনাজপুর
১২) কোচবিহার কবে পশ্চিমবঙ্গের জেলারূপে অন্তর্ভুক্ত হয়?
- ১৯৫০ সালের ২৬ জানুয়ারী
১৩) হুগলি জেলা কবে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়েছিল?
- ১৯৫৬ সালে
১৪) পশ্চিমবঙ্গের অন্তভুক্তিকরনের আগে হুগলি জেলার নাম কী ছিল?
-চন্দননগর রাজ্য।
১৫) কবে দার্জিলিং গাের্খা পার্বত্য পরিষদ গঠিত হয়েছিল?
- ১৯৮৮ সালে
১৬) কি কি নিয়ে দার্জিলিং গাের্খা পার্বত্য পরিষদ গঠিত হয়েছিল?
- দার্জিলিং জেলার দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং মহাকুমার ১৩ টি মৌজা নিয়ে গঠিত হয়েছিল৷
১৭) কবে বর্ধমান জেলা দুটি ভাগে ভাগ করে পূর্ববর্ধমান ও পশ্চিমবর্ধমান নামক দুটি নতুন জেলার সৃষ্টি করা হয়েছে?
- ২০১৭ সালে
১৮) ঝাড়গ্রাম জেলা কবে ঘােষিত হয়?
- ২০১৭ সালে।
১৯) কোন জেলাকে ভেঙে ঝাড়গ্রাম নামক নতুন জেলাটি করা হয়েছে?
-পশ্চিম মেদিনীপুর
20) কালিম্পং জেলা কবে ঘােষিত হয়?
- ২০১৭ সালে
২১) পশ্চিমবঙ্গের নতুন জেলা, মহাকুমা, ব্লক, ডিভিশন গঠন করে যে দপ্তর | তার নাম কী?
- কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর।
২৩) পশ্চিমবঙ্গের বিভাগগুলির নাম উল্লেখ করাে।
- প্রেসিডেন্সি বিভাগ, মেদিনীপুর বিভাগ, বর্ধমান বিভাগ, মালদা বিভাগ এবং জলপাইগুড়ি বিভাগ।
২৪) পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বিভাগের সদর দপ্তর উল্লেখ করাে।
বিভাগ |
সদর দপ্তর |
প্রেসিডেন্সি বিভাগ |
কোলকাতা |
মেদিনীপুর বিভাগ |
মেদিনীপুর |
বর্ধমান বিভাগ |
বর্ধমান |
মালদা বিভাগ |
ইংলিশ বাজার |
জলপাইগুড়ি বিভাগ |
জলপাইগুড়ি |
২৫) বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কতগুলি
- ৩০ টি
২৬) ১ লা আগষ্ট ২০২২ সালে পশ্চিমবঙ্গে ৭ টি নতুন জেলার কথা ঘােষনা করা হয়। সেই সাতটি নতুন জেলার নাম কি কি?
- সুন্দরবন, ইচ্ছেমতী, বসিরহাট, রানাঘাট, বিষ্ণুপুর, বহরমপুর ও কান্দি৷
২৭) বিভাগের শাসককে কি বলা হয়?
- বিভাগীয় কমিশনার
২৮) জেলার শাসককে কী বলা হয়?
- জেলাশাসক।
২৯) জেলার সর্বোচ্চ দেওয়ানী আদালত কোনটি?
- জেলা জজের আদালত।
৩০) পশ্চিমবঙ্গে কয়টি জেলা পরিষদ আছে?
- ২০ টি।
৩১) জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিককে কী বলা হয়?
- ডি এম
৩২) পশ্চিমবঙ্গের রাজধানী কোন জেলায় অবস্থিত?
- কোলকাতা জেলায়
৩৩) আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছােট জেলার নাম কী?
- কোলকাতা
৩৪) আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি?
- দক্ষিন ২৪ পরগনা
৩৫) দেশ বিভাগের সময় কোন জেলাদুটি ভারতের মধ্যে ছিল না?
-নদীয়া ও মুর্শিদাবাদ ।
৩৬) আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের কোন জেলাদুটি সমান?
- দার্জিলিং ও হুগলি (উভয়ই ৩১৪৯ কিলােবর্গমিটার)।
৩৭) পশ্চিমবঙ্গের কটি জেল উপকূলবর্তী?
- দুটি। পূর্বমেদিনীপুর এবং দক্ষিন ২৪ পরগনা (বর্তমানে সুন্দরবন জেলাও উপকুলবর্তী)
৩৮) পশ্চিমবঙ্গের কয়টি জেলা সিকিম রাজ্যের সীমারেখা স্পর্শ করেছে?
- ২টি
৩৯) পশ্চিমবঙ্গের সীমান্তে কোন কোন দেশ অবস্থিত?
- নেপাল, ভুটান ও বাংলাদেশ
৪০) পশ্চিমবঙ্গের সীমান্তে অবস্থিত সবথেকে ছােট দেশ কোনটি?
- ভুটান
৪১) পশ্চিমবঙ্গের সীমান্তে কয়টি ভারতীয় রাজ্য অবস্থিত?
- পাঁচটি। যথাসিকিম, বিহার, ঝাড়খন্ড, ওড়িশা ও অসম৷
৪২) পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশি রাজ্য কোনটি?
- সিকিম
৪৩) পশ্চিমবঙ্গের সাথে সবথেকে বেশী সীমানা দখল করে আছে কোন ভারতীয় রাজ্য?
- ঝাড়খন্ড।
৪৪) পশ্চিমবঙ্গের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে কোন রাষ্ট্রের সাথে?
-বাংলাদেশ।
৪৫) বিভিন্ন জেলাগুলির জেলা সদর উল্লেখ করুন।
জেলা |
জেলা সদর |
মুর্শিদাবাদ |
বহরমপুর |
পশ্চিম বর্ধমান |
আসানসােল |
পূর্ব বর্ধমান |
বর্ধমান |
পূর্ব মেদিনীপুর |
তমলুক |
উত্তর ২৪ পরগনা |
বারাসাত |
দক্ষিন ২৪ পরগনা |
আলিপুর |
হাওড়া |
হাওড়া |
কোলকাতা |
কোলকাতা |
নদীয়া |
কৃষ্ণনগর |
বাঁকুড়া |
বাঁকুড়া |
পুর্ব মেদিনীপুর |
তমলুক |
পশ্চিম মেদিনীপুর |
মেদিনীপুর |
পুরুলিয়া |
পুরুলিয়া |
ঝাড়গ্রাম |
ঝাড়গ্রাম |
বীরভূম |
সিউড়ি |
হুগলী |
চুঁচুড়া |
মালদা |
মালদা |
উত্তর দিনাজপুর |
রায়গঞ্জ |
দক্ষিন দিনাজপুর |
বালুরঘাট |
জলপাইগুড়ি |
জলপাইগুড়ি |
কোচবিহার |
কোচবিহার |
দার্জিলিং |
দার্জিলিং |
আলিপুরদুয়ার |
আলিপুরদুয়ার |
কালিম্পং |
কালিম্পং |
৪৬) পশ্চিমবঙ্গের কোন জেলার কোন মহাকুমা নেই?
- কোলকাতা জেলার (এইটি পুরােটাই পৌরসভা এলাকা)।
৪৭) পশ্চিমবঙ্গের একমাত্র মহকুমা পরিষদের নাম কী?
- শিলিগুড়ি মহকুমা পরিষদ।
৪৮) পশ্চিমবঙ্গের পশ্চিমতম জেলা কোনটি?
- পুরুলিয়া।
৪৯) পশ্চিমবঙ্গের পূর্বতম জেলা কোনগুলি?
- কোচবিহার ও আলিপুরদুয়ার
৫০) পশ্চিমবঙ্গের মধ্যে সর্বাধিক স্বাক্ষরতাযুক্ত জেলা কোনটি?
- পূর্ব মেদিনীপুর জেলা
৫১) পশ্চিমবঙ্গের সর্বনিম্ন সাক্ষরতাযুক্ত জেলা কোনটি?
- উত্তর দিনাজপুর
৫২) পশ্চিমবঙ্গের কোন জেলা সবথেকে বেশী আর্সেনিক দ্বারা ক্ষতিগ্রস্ত?
-উত্তর ২৪ পরগনা
৫৩)পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তপশিলী জাতিভুক্ত জেলা কোনটি?
- হাওড়া
৫৪) কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন কোন জেলার মধ্য দিয়ে গিয়েছে?
-নদীয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া (সহজে মনে রাখার টিপস - নব বাপু)
৫৫) পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্ঘ কোনটি?
- সান্দাকফু
৫৬) পশ্চিমবঙ্গের মালভুমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
- গাের্গাবুরু
৫৭) গাের্গাবুরু শৃঙ্ঘ কোন পাহাড়ে অবস্থিত?
- অযােধ্যা ।
General Knowledge এর উপর বিভিন্ন পােষ্টগুলি পেতে CLCK HERE