Type Here to Get Search Results !

চূয়াড় বিদ্রোহ

 

ABHINABA ACADEMY

চূয়াড় বিদ্রোহ

SET BY - MANAS ADHIKARY

 চোয়াড় বা চূয়াড়রা ছিল বাংলা আর মেদিনীপুর জেলার জঙ্গলমহলের অধিবাসী চাষবাস পশুশিকারের সঙ্গে জড়িত থাকলেও যুদ্ধবিগ্রহ ছিল তাদের প্রধান পেশা সাধারনত চূয়াড় সম্প্রদায়ের মানুষেরা মেদিনীপুর, বাঁকুড়া, সিংভূম, মানভুম ধলভুমের স্থানীয় জমিদারদের অধিনে রক্ষী বা পাইকের কাজ করত এর বিনিময়ে বেতনের পরিবর্তে তারা যে জমিগুলিতে চাষাবাদ করে ফসল ফলিয়ে নিজেদের জীবিকা নির্বাহ করত, সেইসব নিস্কর জমিগুলিকে বলা হত পাইকান জমি৷ বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানীর কতৃত্ব প্রতিষ্ঠার পরভূমি রাজস্ব ব্যবস্থার মাধ্যমে পাইকান জমিতে উচ্চহারে রাজস্ব ধার্য করে ফলে অত্যাধিক রাজস্বের চাপ রাজস্বাদায়কারীদের সীমাহীন অত্যাচার চুয়াড়দেরকে ক্ষিপ্ত করে তােলে এইসময় কোম্পানী বেশ কিছু স্থানে পাইকান জমি কেড়ে নিতে থাকলে চুয়াড়রা বিদ্রোহের দিকে এগিয়ে যেতে থাকে এইসময় তাদের বিদ্রোহের আগুন উস্কে দেয় কোম্পানী প্রচলিত চিরস্থায়ী বন্দোবস্তের সূর্যাস্ত আইন এই আইন অনুসারে জমিদারগনকে বছরের একটি নির্দিষ্ট দিনের সূর্য ডােবার আগে রাজস্ব দিত হত না হলে চুয়াড়দের জমি কেড়ে নেওয়া হত উপরােক্ত প্রেক্ষাপটে ১৭৬৮ খ্রীষ্টাব্দে ধলভূমের রাজা জগন্নাথ সিংহ প্রথম বিদ্রোহ ঘােষনা করেন এটি ছিল বাংলা বুকে ঘটে যাওয়া সর্বপ্রথম সশস্ত্র বিদ্রোহ পরে ১৭৯৮ খ্রীষ্টাব্দ থেকে ১৭৯৯ খ্রীস্টাব্দ পর্যন্ত দূর্জন সিংহের নেতৃত্বে এই বিদ্রোহ ব্যাপক আকার ধারন করেন এই  বিদ্রোহটি প্রায় ৩০ বছর স্থায়ী হয়েছিল৷

) বাংলায় কোন বিদ্রোহ প্রথম দেখা দেয়?

 কোম্পানী আমলে প্রথম বাংলায় কোন আদিবাসী বিদ্রোহ দেখা দেয়?

- চূয়াড় বিদ্রোহ (মতান্তরে সন্ন্যাসী বিদ্রোহ)

) ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বাংলায় প্রথম সংঘটিত কৃষক বিদ্রোহ কোনটি?

- চূয়াড় বিদ্রোহ

) চূয়াড় বিদ্রোহ প্রথম কবে হয়?

- ১৭৬৮ খ্রীষ্টাব্দে।

) চূয়াড় বিদ্রোহ প্রথম কে ঘােষনা করেন?

- ধলভুমের রাজা জগন্নাথ সিং

) ১৭৯৮ সালে যে চূয়াড় বিদ্রোহ হয় তা নেতা কে ছিলেন?

- দুর্জন সিং

) চুয়াড় বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন?

- ওয়েলেসলী

) চূয়াড় বিদ্রোহ কয়টি পর্বে হয়? তাদের সময়কাল উল্লেখ কর

- দুটি পর্ব  প্রথম পর্ব- ১৭৬৮ খ্রীষ্টাব্দে এবং দ্বিতীয় পর্ব- ১৭৯৮-৯৯ খ্রীষ্টাব্দ

) চুয়াড় শব্দের অর্থ কী?

- নিচু জাত

) চূয়াড় বিদ্রোহের উল্লেখজোগ্য নেতৃত্ববর্গের নাম উল্লেখ কর?

- জগন্নাথ সিং, রানি শিরােমনি, দুর্জন সিং

১০) চুয়াড় বিদ্রোহ কোথায় দেখা দেয়?

- মেদিনীপুরের ঘাটশিলায়

১১) গােবর্ধন দিকপতি কোন বিদ্রোহের নেতা ছিলেন?

- চুয়াড় বিদ্রোহ

১২) চূয়াড় বিদ্রোহ সূচনাকালে ইংরেজ বড়লাট কে ছিলেন?

- ভেরেলস্ট

১৩) মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে কে পরিচিত?

- চূয়াড় বিদ্রোহের নেত্রী, কর্নগড়ের রানী শিরােমনি

১৪) বাংলার ঝাঁসির রানী নামে কে পরিচিত?

-চুয়াড় বিদ্রোহের নেত্রী, কর্নগড়ের রানী শিরােমনি।

১৫) যখন চূয়াড় বিদ্রোহ হয় তখন কর্নগড়ের রানীর নিকট কয়টি গড় ছিল?

তিনটি। কর্নগড়, আবাস গড়, জামদার গড়

১৬) দূর্জন সিং কোথাকার রাজা ছিলেন?

- নাড়াজোলের

১৭) চুয়াড় বিদ্রোহে রানী শিরােমনির সাথে কে বিশ্বাসঘাতকতা করেন?

- রানীর দেওয়ান যুগলচরন

১৮) চুয়াড় বিদ্রোহে রানী শিরােমনির সেনাপতি কে ছিলেন?

- সদ্য নিযুক্ত দেওয়ান চুনীলাল

 

চূয়াড় বিদ্রোহ  সংক্রান্ত মোট 23 টি প্রশ্নোত্তর PDF একসাথে  পেতে 

Click Here

চূয়াড় বিদ্রোহ সংক্রান্ত মোট 23 টি  প্রশ্নোত্তর বিনামূল্যে পেতে  Click Here

পরবর্তী চ্যাপ্টার -  ফরাজি আন্দোলন 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া যেকোন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad