Type Here to Get Search Results !

হিমালয় পর্বতমালা MCQ [The Himalayan MCQ]

হিমালয় পর্বতমালা

Set By- Manas Adhikary

 হিমালয় পর্বতমালা MCQ। The Himalayan MCQ

হিমালয় পর্বতমালা। himalayan। the himalayan। All About Himalayan. Himalayan MCQ SLST| Himalayan GK| Himalayan Geography.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো হিমালয় পর্বতমালা।  এই পর্বে থাকছে হিমালয় পর্বতমালা সম্পর্কে সংক্ষিপ্ত  আলোচনা সাথে   অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 হিমালয় পর্বতমালা  সংক্ষিপ্তরূপ  ও অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Himalaya Mountains Abbreviation and Short Answers.


 

উত্তর-পশ্চিমের পামীরগ্রন্থি থেকে নির্গত হয়ে হিমালয় পর্বতমালা অর্ধচন্দ্রাকারে পশ্চিমে  জম্মু-কাশ্মীরের নাঙ্গাপর্বত থেকে পূর্বে অরুনাচল প্রদেশের নামচা-বারওয়া পর্যন্ত প্রায় 2500 কিমি দীর্ঘ অঞ্চল জুড়ে অবস্থান করছে

হিমালয় পর্বতের ভূ-প্রকৃতিগত বৈশিষ্ট্য

ভূপ্রকৃতিগতভাবে হিমালয়কে দু-ভাগে ভাগ করা হয়৷ যথা-

 ) প্রস্থ বরাবর হিমালয় পর্বতের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং ) দৈর্ঘ্য বরাবর হিমালয় পর্বতের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য

প্রস্থ বরাবর হিমালয় পর্বতের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য

প্রস্থ বরাবর হিমালয় দক্ষিন থেকে উত্তরে চারটি সমান্তরাল পর্বতশ্রেনীর সমন্বয়ে গঠিত যথা-

a) শিবালিক হিমালয়,

b) হিমাচল হিমালয়

c) হিমাদ্রি হিমালয়

d) টেথিস হিমালয়

শিবালিক হিমায়

 


হিমালয়ের সর্বদক্ষিন প্রান্তে কম উচ্চতাযুক্ত ছােটো-ছােটো পাহাড় সারি বেঁধে পশ্চিম থেকে পূর্বে বিস্তৃত রয়েছে, এদের শিবালিক পাহাড় বলা হয় এদের উচ্চতা 600 থেকে 1500 মিটার, প্রস্থ 10 থেকে 15 কিলােমিটার এবং বিস্তার প্রায় 2400 কিলােমিটার শিবালিকের দক্ষিন ঢাল খাড়া এবং উত্তর ঢাল গড়ানাে

হিমাচল হিমালয়

শিবালিকের উত্তরে এবং হিমাদ্রি হিমালয়ের দক্ষিনে 60 থেকে 80 কিমি চওড়া এবং 2000 থেকে 5000 মিটার উঁচু পর্বতশ্রেনিগুলিকে হিমাচল হিমালয় বলা হয় বহুযুগ ধরে ক্ষয়ের ফলে হিমাচল হিমালয় বহু অংশে বিচ্ছিন্ন হয়ে গেছে৷ হিমাচল হিমালয়ের প্রধান পর্বতশৃঙ্গগুলি হল- পীরপাজ্ঞা, ধৌলাধর, মুসৌরী, মহাভারত প্রভৃতি৷ হিমাচল হিমালয় উত্তরে  ক্রমশ ঢালু হয়ে গিয়ে হিমাদ্রিতে মিলিত হয়েছে

হিমাদ্রি হিমালয়

হিমাচল হিমালয়ের উত্তরে হিমালয় পর্বতের সর্বোচ্চ পর্বতশ্রেনি হিমাদ্রি অবস্থিত এর উচ্চতা গড়ে 6000 মিটারের কিছুটা বেশী৷ হিমালয়ের এই অংশটি বছরের সবসময় বরফে ঢাকা থাকে বলে একে হিমগিরি বা হিমাদ্রি বলা হয়৷ হিমাদ্রি হিমালয়ের বিখ্যাত শৃঙ্গগুলি হল চিরতুষারাবৃত এভারেষ্ট, কাঞ্চনজঙ্ঘা, মাকালু প্রভৃতি৷ মাউন্ট এভারেষ্ট্রের উচ্চতা 8848 মিটার এবং এটি পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চজঙ্ঘার উচ্চতা 8598 মিটার এবং মাকালুর উচ্চতা 8481 মিটার হিমাদ্রি হিমালয় ক্রমশ ঢালু হয়ে গিয়ে তিব্বতের মালভূমির সাথে মিলিত হয়েছে

টেথিস হিমালয়

হিমাদ্রির উত্তরে টেথিস বা তিব্বতীয় হিমালয় অবস্থিত এটি একটি বিশাল মালভূমি অঞ্চল ভারতের জম্মু-কাশ্মীর হিমাচল প্রদেশের অংশবিশেষ এই তিব্বতীয় হিমালয়ের মধ্যে পড়ে

দৈর্ঘ্য বরাবর হিমালয় পর্বতের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য

দৈর্ঘ্য বরাবর হিমালয় পর্বতমালাকে ভূপ্রাকৃতিক, জলবায়ু এবং মৃত্তিকার পার্থক্য অনুযায়ী তিনটি ভাগে ভাগ করা হয়েছে যথা-

) পশ্চিম হিমালয়,

) মধ্য হিমালয়,

) পূর্ব হিমালয়

পশ্চিম হিমালয়

পশ্চিমে জম্মু-কাশ্মীর রাজ্যের নাঙ্গা পর্বত থেকে পূর্বে নেপাল সীমান্তে অবস্থিত কালী নদী পর্যন্ত অংশ জুড়ে পশ্চিম হিমালয় অবস্থিত। ভারতের জম্মু-কাশ্মির হিমাচল প্রদেশ রাজ্যে এই পর্বতশ্রেনিটি বিস্তার লাভ করেছে। এখানে নাঙ্গা পর্বত(8126মিটার) নামক হিমালয়ের পর্বতশৃঙ্গটি রয়েছে। ইহার পুরাে অংশটি ভারতের মধ্যে অবস্থিত। তাই একে ভারতে অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গরূপে ধরা হয়৷ ( মতান্তরে ভারতে অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা) প্রধানত তিনটি পর্বতশ্রেনি নিয়ে পশ্চিম হিমালয় পার্বত্য অঞ্চলটি গঠিত হয়েছে। যথা-

লাদাখ পর্বতশ্রেনী,

 জাস্কর পর্বতশ্রেনী এবং

পীরপাজ্ঞাল পর্বতশ্রেনী।

ভু-প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে পশ্চিম হিমালয়কে আবার তিনভাগে ভাগ করা হয়৷ যথা-

কাশ্মীর হিমালয়

 হিমাচল হিমালয় বা পাজ্ঞাব হিমালয় এবং

কুমায়ুন হিমালয়

কাশ্মীর হিমালয়

কাশ্মীর হিমালয় জম্মু-কাশ্মীর রাজ্যের প্রায় 350000 বর্গকিমি জুড়ে অবস্থান করছে শ্রীনগরের দক্ষিনে প্রায় 100 কিলােমিটার বিস্তৃত পীরপাজ্ঞাল পর্বতশ্রেনী কাশ্মীর উপত্যাকাকে ভারতের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন করেছে কেবলমাত্র বানিহাল বা জহর পাস, পীরপাজ্ঞাল পাস এবং বুলন্দপীর পাস নামক গিরিপথ দিয়ে ভারত থেকে পৃথিবী বিখ্যাত কাশ্মীর উপত্যাকায় যাওয়া যায়। সম্ভবত কোন প্রাচীন হ্রদ ভরাট হয়ে এই কাশ্মীর উপত্যাকার সৃস্টি। এখানকার পৃথিবীবিখ্যাত হ্রদগুলি হল ডালহ্রদ উলার  হ্রদ। শ্রীনগরের উত্তরে নাঙ্গাপৰ্বত, হিমাদ্রি জাস্কর পর্বতশ্রেনী অবস্থিত৷ কাশ্মীর হিমালয়ের জোজিলা পাস নামক গিরিপথ দিয়ে লাদাখের রাজধানী লে তে যাওয়া যায় এবং লে শহর থেকে সাসার গিরিপথের মাধ্যমে চীনে যাওয়া যায়।

হিমালয় পর্বতমালা। himalayan। the himalayan। All About Himalayan. Himalayan MCQ SLST| Himalayan GK| Himalayan Geography.

 

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

) পূর্ব-পশ্চিমে প্রসারিত সমান্তরাল হিমালয়ের শ্রেনীগুলির সর্বদক্ষিনে কোন ভাগটি অবস্থিত?

- শিবালিক হিমালয় 

) শিবালিক পর্বত জম্মুতে কী নামে পরিচিত?

- জম্মু পাহাড়

) শিবালিক পর্বত অরুনাচলে প্রদেশে কী নামে পরিচিত?

- ডাফলা, অ্যাবাের, মিশমি পাহাড়

) শিবালিক পর্বত উত্তরাখন্ডে কী নামে পরিচিত?

- ধ্যাং, ধুনধা

) পীরপাঞ্জাল পর্বতমালা কোথায় অবস্থিত?

- লেসার হিমালয়ে বা মধ্য হিমালয়ে বা হিমাচল হিমালয়ে

) পীরপাজ্ঞাল পর্বতশ্রেনীর উল্লেখযােগ্য শৃঙ্গগুলি উল্লেখ করাে

- কাশ্মীরের পীরপাজ্ঞাল, হিমাচলপ্রদেশের ধাওলাধর, উত্তরাখন্ডের মুসৌরী, নাগটিব্বাা এবং মহাভারত লেখ।

১০) পীরপাজ্ঞালে অবস্থিত উল্লেখযােগ্য শহরগুলি লেখ

- মুসৌরী, নৈনিতাল, রানিখেত, সিমলা, আলমােড়া

১১) হিমাদ্রি হিমালয় বা উচ্চ হিমালয়ের উল্লেখযােগ্য শৃঙ্গগুলি কী কী?

- এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, ধবলগিরি, নাঙ্গাপর্বত, মাকালু, কামেট, বদ্রীনাথ ইত্যাদি

১২) হিমাদ্রি হিমালয়ের উল্লেখযােগ্য গিরিপথগুলি লেখ

- জম্মুকাশ্মীরের বার্জিল জোজিলা, হিমাচল প্রদেশের বারালাচা-লা সিপকিলা, উত্তরাখন্ডের থাগালা, নিটি লিপু লেখ, সিকিমের নাথুলা জেলিপলা

১৩) পশ্চিম তিব্বতের গার্তোকের সাথে সিমলার সংযােগকারী গিরিপথ কোনটি?

-সিপ-কিলা গিরিপথ

১৪) কালিম্পয়ের সাথে তিব্বতের বানিজ্যিক রুট কোন গিরিপথ দিয়ে বিস্তৃত?

-জেলিপলা

১৫) ট্রান্স হিমালয়ের বা তিব্বত হিমালয়ের উল্লেখযােগ্য গিরিপথ কোনগুলি?

-কারাকোরাম, বুন্দেলপীর জোজিলা

১৬) ট্রান্স হিমালয়ে অবস্থিত জাস্কর পর্বতশ্রেনীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

- লিওপার - গেল

১৭) অবস্থান হিসাবে পশ্চিম হিমালয়কে কয়টিভাগে ভাগ করা হয়েছে?

- তিনটি। যথা-কাশ্মীর হিমালয়, হিমাচল হিমালয়, কুমায়ূন হিমালয়।

১৮) কাশ্মীর হিমালয়ের বিখ্যাত গিরিপথগুলি কী কী?

- খরদুংলা, বানিহাল, জোজিলা, বড়লাচলা, সিপকিলা, রােটাংপাস

১৯) বানিহাল গিরিপথের বর্তমান নাম কী?

- জওহর ট্যানেল।

 ২০) হিমাচল হিমালয়ের বিভিন্ন উপত্যাকাগুলি কী কী ?

- লাহুল, স্পিতি, কুলু, শতদ্রু, কাংড়া।

২১) কুমায়ুন হিমালয়ের পশ্চিম প্রান্তীয় অঞ্চল কোনটি?

- গাড়ওয়াল হিমালয়

২২) পশ্চিমবঙ্গে হিমালয়ের পাদদেশ অঞ্চলটি কী নামে পরিচিত?

- তরাই ডুয়ার্স

২৩) শতদ্রু  কালী নদীর মাঝখানে কোন হিমালয় বর্তমান?

- কুমায়ূন হিমালয়।

২৪) কালী তিস্তা নদীর মাঝে অবস্থিত হিমালয়ের নাম কী?

- নেপাল হিমালয় বা মধ্য হিমালয়

২৫) হিমালয়ের সর্বপ্রাচীন অংশটির নাম কী?

- ট্রান্স হিমালয়

২৬) হিমালয়ের পর ভারতে অবস্থিত দ্বিতীয় দীর্ঘ পর্বত কোনটি?

- পশ্চিমঘাট পর্বতমালা

২৭) কোন স্থানের পর হিমালয় দক্ষিনে তীব্রভাবে বাঁক নিয়ে ভারতের পূর্ব সীমানা জুড়ে ছড়িয়ে পড়েছে?

- দিহাং মহাখাদ

২৮) ভারতের মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক কে?

- হিমালয়

২৯) হিমালয় পর্বতমালার বিভিন্ন শৃঙ্গের অর্থ-

) এভারেষ্ট - সাগরমতা, চোমােলংমা ,কোমােলংমা বা মহাবিশ্বের মাতা

 ) চৌ-ওইযু - বৈদুর্য দেবতা

) ধবলগির - শ্বেত পর্বত

) কে (K2) - চোগাে গাংড়ি

) মাকালু - মহান কাল।

) কাঞ্চনজঙ্ঘা - তুষারের পাঁচ রত্ন

) মানাসুল কুতাং - আত্মার পর্বত

) নাংগা পর্বতদিযামির নগ্ন পর্বত

) অন্নপূর্না - শস্য দেবী।

) গাশারব্রুম - সুন্দর পর্বত

) ব্রড পিক - ফাইচান কাংরি

) নন্দাদেবী - আর্শীবাদদাত্রী দেবী

) শিশাপাংমা - গ্ৰাসসি প্লাইন্সের ওপর শিখর

৩০) এভারেস্ট শৃঙ্গের পূর্বের নাম কী ছিল?

- পিক 15

৩১) নন্দাদেবী পর্বত শৃঙ্গটি কোথায় অবস্থিত?

- কুমায়ুন হিমালয়ে

৩২) শিবালিক হিমালয় নেপালে কী নামে পরিচিত?

- চুরিয়া মুরিয়া

৩৩) জাস্কর শৈলশিরা কোথায় স্থিত?

- ট্রান্স হিমালয়ে

৩৪) সুরজ তাল, ফিউয়া তাল কোথায় অস্থিত?

- উত্তর মধ্য হিমালয়ে

৩৫) হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত ভারতের একটি রাজ্যের নাম কর?

- উত্তরাঞ্চল বা উত্তরাখন্ড

৩৬) হিমালয়ের কোন অংশটির পূর্ব থেকে পশ্চিমে বিস্তার সর্বাধিক?

- কুমায়ুন হিমালয়

৩৮) হিমালয় কোন ধরনের পর্বত?

- নবীন ভঙ্গিল পর্বত

৩৯) পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বতশ্রেনী কোনটি?

- আন্দিজ

৪০) কোন হিমালয়টি ট্রান্স হিমালয় নামে পরিচিত?

- জাস্কর পর্বতশ্রেনী

৪১) টেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্ঘের নাম কী?

- লিওপারগেল

৪২) পশ্চিম হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

- নাঙ্গা পর্বত

৪৩) মধ্য হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

- মাউন্ট এভারেস্ট

৪৪) পূর্ব হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

- কাঞ্চনজঙ্ঘা

৪৫) পশ্চিম হিমালয় কয়ভাগে বিভক্ত কী কী?

 - তিন ভাগে যথা - কাশ্মীর হিমালয়, পাঞ্জাব হিমাচল হিমালয় এবং কুমায়ুন হিমালয়

৪৬) পশ্চিম হিমালয়ের প্রধান গিরিপথগুলি কি কি?

- বানিহাল, জোজিলা, পীরপাঞ্জাল, কারাকোরাম

৪৭) কোন দ* পর্বতশ্রেনির মাঝে কাশীর উপত্যাকা অবস্থিত?

- জাস্কর পীরপাঞ্জাল

৪৮) কাশ্মীর হিমালয়ের প্রধান পর্বতশ্রেনী কোনটি?

- জাস্কর পীরপাঞ্জাল

৪৯) পাঞ্জাব হিমাচল হিমালয়ের প্রধান পর্বতশ্রেনী কোনটি?

- ধৌলাধর

৫০) প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কাকে ভু-স্বর্গ বলা হয়?

- কাশ্মীর উপত্যাকা

৫১) কোন হ্রদকে কাশ্মীরের রত্ন বলা হয়?

- ডাল লেক

৫২) হিমালয়ের কোন উপত্যাকার মধ্য দিয়ে ঝিলম নদী প্রবাহিত হয়েছে?

- করতােয়া উপত্যাকা

৫৩) হিমালয়ের কোন উপত্যাকা জাফরান, বাদাম আখরােট চাষের জন্য বিখ্যাত?

-কারােওয়া উপত্যাকা

৫৪) ধৌলিধর পর্বতশ্রেনীর পাদদেশে যে উপত্যাকা অবস্থিত তার নাম কী?

- কাংড়া উপত্যাকা

৫৫) পূর্ব হিমালয় কয়ভাগে বিভক্ত কী কী?

- তিন ভাগে বিভক্ত। যথা - সিকিম-দার্জিলিং হিমালয়, ভুটান হিমালয়, অরুনাচল হিমালয়

৫৬) সিকিম- দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

- কাঞ্চনজঙ্ঘা

৫৭) পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

- সন্দাকফু

৫৮) সন্দাকফু কোথায় অবস্থিত?

- সিকিম- দার্জিলিং হিমালয়ে (পূর্বহিমালয়ে)

৫৯) ভারতের (পাক অধিকৃত কাশ্মীর বাদে) সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

অথবা,

বর্তমানে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

- কাঞ্চনজঙ্ঘা (এর বিস্তার 8698/8586 মি৷ যার মধ্যে 8000 মিটার আছে ভারতের মধ্যে বাকিটা আছে নেপালে সাধারনত বিভিন্ন চাকুরীর পরীক্ষায় এটিকেই গ্রহন করা হয়)

৬০) ভারতে (পাক অধিকৃত কাশ্মীর সহ) অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

- K2 বা গডউইন অস্টিন ( এটি পাকিস্তান অধিকৃত কাশ্মীর pok তে অবস্থিত এখানে যেতে হলে এখন পাকিস্তান সরকারের ভিসা লাগে তাইই এটি কার্যত ভারতে অংশ নয় যদিও ভারতের মানচিত্রে এটি এখনও স্থান পায়)

৬১) সম্পূর্নভাবে ভারতের সীমানার মধ্যে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

- নাঙ্গা পর্বত

৬২) সিকিম-দার্জিলিং হিমালয়ের প্রধান হিমবাহ কোনটি?

- জেমু।

৬৩) সিকিম- দার্জিলিং হিমালয়ের প্রধান গিরিপথগুলি কি কি?

- নাথুলাপাস বুমলা পাস

৬৪) ভুটান হিমালয়ের প্রধান পর্বতশ্রেনী কোনটি?

- মাসাংকিংডু।

 ৬৫) ভুটান হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

- চমােলারী

৬৬) ভুটান হিমালয়ের প্রধান গিরিপথ গুলি কি কি?

- লিংসিলা ইউলিলা

৬৭) অরুনাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

- নামচারবাওয়া

৬৮) হিমালয়ের সমান্তরাল পর্বতশ্রেনীগুলির মধ্যে কোনটি প্রাচীনতম?

- শিবালিক হিমালয়

৬৯) হিমালয় থেকে কত নদী উৎপন্ন হয়েছে?

- প্রায় ৫০০ টি

৭০) হিমালয় পর্বতের কোন শৃঙ্গটি ব্ল্যাক মাউন্টেন নামে পরিচিত?

- মাকলু

৭১) কে হিমালয়কেদেবাতমা হিমালয়’ বলেছেন?

- কালিদাস

৭২) হিমালয় সৃষ্ট হ্রদগুলি কী নামে পরিচিত?

- তাল।

৭৩) নেপাল কোন হিমালয়ের অন্তর্গত?

- মধ্য হিমালয়

৭৪) ভারতের হিমালয় সংক্রান্ত গবেষনা কেন্দ্র কোথায় অবস্থিত?

- দার্জিলিং

৭৫) এশিয়ার সর্ববৃহৎ পর্বতমালার নাম কী?

- হিমালয়

৭৬) বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী?

- মাউন্ট এভারেস্ট

৭৭) এভারেস্ট শৃঙ্গের নেপালী নাম কী?

- সাগর মতা।

৭৮) এভারেষ্ট শৃঙ্গ কোথায় অবস্থিত?

-- হিমাদ্রি হিমালয়ে বা মধ্য হিমালয়ে

৭৯) কোথায় দুন উপত্যাকা অবস্থিত?

- শিবালিক হিমালয় হিমাচল হিমালয়ের মাঝে

৮০) হিমবাহ সৃষ্ট হ্রদ কোথায় তাল নামে পরিচিত?

- কুমায়ুন হিমালয় বা উত্তরাখন্ড হিমালয়

৮১) কুমায়ুন হিমালয় অঞ্চলের হিমাবাহ সৃস্ট কতগুলি হ্রদ এর নামকরাে

- ভিমতাল, সাততাল, নৈনিতাল

৮২) ভারতের জলবায়ু প্রধানত ক্রান্তীয় প্রকৃতির হয় কেন?

-উত্তরে হিমালয় পর্বতের অবস্থান বলে

৮৩) হিমালয় অঞ্চলে আবহাওয়া জলবায়ুর পূর্বাভাস দেওয়ার জন্য কোথায়হিমালয়ান ক্লাউড অবজারভেটারি গড়ে উঠেছে?

- উত্তরাখন্ডে

৮৪) "syntaxial Bend"- কোন পর্বতে বৈশিষ্ট্য?

- হিমালয়

৮৫) হিমাচল হিমালয় কোন শিলা দ্বারা গঠিত?

- রুপান্তরিত শিলা

 ৮৬) হিমাদ্রি হিমালয়ের কয়েকটি শৃঙ্গের নাম কর?

- এভারেস্ট, মাকালু, অন্নপূর্না ইত্যাদি

৮৭) লা শব্দের অর্থ কী?

- গিরিপথ

৮৮) রােটাং গিরিপথ কোথায় অবস্থিত ?

- পশ্চিম হিমালয়ের হিমাচল হিমালয়ে

৮৯) জোজিলা গিরিপথ কোথায় অবস্থিত?

- কাশ্মীর হিমালয়ে

৯০) রােটাং গিরিখাত থেকে উৎপন্ন দুটি নদীর নাম করাে?

- ইরাবতী বিপাশা

৯১) সিকিম তিব্বতের মধ্যে কোন কোন গিরিপথ অবস্থিত?

- নাথুলা

৯২) কাশ্মীর উপত্যাকা কোথায়  অবস্থিত?

- পিরপাঞ্জাল হিমাদ্রি হিমালয়ের মধ্যে  অবস্থিত

 ৯৩) প্রাচ্যের নন্দনকানন ভূস্বর্গ বলা হয় কাকে?

- কাশ্মীরকে

৯৪) দুন উপত্যাকা কোথায় অবস্থিত?

- শিবালিক হিমালয়, হিমাচল হিমালয়ের মধ্যে

অবস্থিত দুন উপত্যাকা।

৯৫) ভারতের বৃহত্তম উপত্যাকার নাম কী?

- দেরাদুন।

৯৬) পূর্ব হিমালয় থেকে উৎপন্ন উত্তরবঙ্গের একটি নদীর নাম কর?

- তিস্তা

৯৭) হিমালয়ের কিছু বিখ্যাত গিরিপথ

) জোজিলপাস - শ্রীনগর, কার্গিল লের মধ্যে সংযােগরক্ষাকারী

) বানহিলপাস - জম্মু শ্রীনগরের মধ্যে সংযােগরক্ষাকারী। এর অপর নাম - জওহর টানেল।

) সিপকিলা- শ্রীনগর জম্মু-কাশ্মীরের মধ্যে সংযােগরক্ষাকারী

) বারালাচা - মানালি লের মধ্যে সংযােগরক্ষাকারী

 ) রােটাং - কুলু, লাহুল স্পিটি উপত্যাকার মধ্যে সংযােগরক্ষাকারী

) নাথুলা পাস - ভারত চীনের মধ্যে সংযােগরক্ষাকারী

) থাংলা - এটি ভারতের দ্বিতীয় উচ্চতম গিরিপথ (সর্বোচ্চ গিরিপথ - খরদুংলা)

৯৮) ভারতের সুইজারল্যান্ড কাকে বলা হয়?

- কাশ্মীর উপত্যাকা

৯৯) ভারতের স্বর্গরাজ্য কাকে বলা হয়?

- জম্মু-কাশ্মীর

১০০) ভারতের আপেল রাজ্য কাকে বলা হয়?

- হিমাচলপ্রদেশ

১০১) দেবতাদের বাসভূমি কোন রাজ্যকে বলা হয়?

- উত্তরাখন্ড


 হিমালয় সম্পর্কিত টপিকটির উপর মকটেস্ট দিতে নীচের হিমালয় মকটেস্ট সূচক ছবিটিিতে ক্লিক করুন।


 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

হিমালয় পর্বতমালা। himalayan। the himalayan। All About Himalayan. Himalayan MCQ SLST| Himalayan GK| Himalayan Geography.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad