Type Here to Get Search Results !

দ্রৌপদী মুর্মু (THE PRESIDENT)


দ্রৌপদী মুর্মু

Set By – Manas Adhikary


দ্রৌপদী মুর্মু| Droupadi Murmu Question Answer

দ্রৌপদী মুর্মু| Droupadi Murmu Question Answer| The President Droupadi Murmu|

 

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলোআপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা ও ২৫ টি অতিসংক্ষিপ্ত প্রশ্নত্তোর।   পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 

ওড়িশার ময়ুরভঞ্জ জেলার বায়দাপােসি গ্রামে ১৯৫৮ সালের ২০ জুন জন্মগ্রহন করেন দ্রৌপদী মুর্মু তাঁর পিতা নারায়ন টুডু ছিলেন গ্রামপঞ্চায়েতের প্রধান ছােটোবেলায় তার নাম ছিল পুঁটি টুডু বিদ্যালয়ে শিক্ষালাভ করার সময় তাঁর এক শিক্ষিকা তাঁর নাম পরিবর্তন করে রাখেন দ্রৌপদী তিনি হয়ে যান পুঁটি টুডু থেকে দ্রৌপদী টুডু তাঁর জীবনের যাত্রা ছিল প্রথম থেকেই অনুপ্রেরনা মুলক তিনিই তাঁর গ্রামের প্রথম মেয়ে যিনি প্রথমবার বিদ্যালয়ের পড়াশােনা শেষ করে কলেজে পা রেখেছিলেন তিনি ভুবনেশ্বর রমাদেবী উইমেনস কলেজ থেকে কলাবিভাগে স্নাতক হন রাজনীতিতে তাঁর কর্মজীবন শুরু করার আগে, ওড়িশা সরকারের সেচ বিভাগে জুনিয়ার সহকারী হিসাবে কাজ করেছেন তিনি, ১৯৭৯ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত পরবর্তীকালে ১৯৯৪ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি শিক্ষকতার কাজে নিযুক্ত ছিলেন রায়রাংপুরের অরবিন্দ ইন্টিগ্রাল এডুকেশন সেন্টারের শিক্ষিকা হিসাবে

বৈবাহিক জীবন

দ্রৌপদী টুডু বিবাহসূত্রে আবদ্ধ হন শ্যামচরন মুর্মুর সাথে তাদের দুই পুত্র এক কন্যাসন্তান হয়৷ কিছুকাল পর হৃদরােগে আক্রান্ত হয়ে প্রয়াত হন শ্যামচরন আরও কিছুদিন পর তিনি তাঁর দুই পুত্রকেও হারান দ্রৌপদীর একমাত্র কন্যা ইতিশ্ৰী মুর্মু পেশায় একজন ব্যাঙ্ককর্মী গনেশ হেমব্রম নামক এক রাগবি খেলােয়াড়কে বিয়ে করেন ইতিশ্রী তাঁদের এক কন্যাসন্তানও রয়েছে৷

রাজনৈতিক জীবন

১৯৯৭ সালে দ্রৌপদী প্রথমবার রায়রংপুরের পুরসভার কাউন্সিলর পদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহন করেন এই নির্বাচনে তিনি জয়ী হয়ে কাউন্সিলর পদে নিযুক্ত হন ২০০০ সালে বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে দ্রৌপদী, নবীন পট্টনায়েকের নেতৃত্বাধীন বিজেডি-বিজেপি সরকারের বানিজ্য পরিবহন দফতরের স্বাধীন মন্ত্রী হয়েছিলেন যদিও তার মেয়াদ বেশী দিন স্থায়ী হয়নি ঐবছরের মার্চ থেকে অক্টোবর পর্যন্ত তিনি মন্ত্রীপদ সামলেছিলেন পরে ২০০২ সালে আবার মৎস্য পশুপালন দফতরের মন্ত্রীত্বপদে আসীন হয়েছিলেন তিনি৷ এই পদে তিনি ২০০২সালের আগষ্ট মাস থেকে ২০০৪ সালে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আসীন ছিলেন ২০০৭ সালে ওড়িশার সেরা বিধায়ক হিসাবে তিনিনীলকণ্ঠ পুরস্কার ভূষিত হন ২০০৯ সালে বিজেডির সাথে বিজেপির জোট ছিন্ন হয়ে যাওয়া সত্ত্বেও বছর ওড়িশা বিধানসভা নির্বাচনে দ্রৌপদী জয়লাভ করেন ২০১৫ সালে ঝাড়খন্ডের প্রথম মহিলা রাজ্যপাল হিসাবে শপথ নেন দ্রৌপদী মুর্মু দ্রৌপদীই ঝাড়খন্ডের প্রথম রাজ্যপাল যিনি পুরাে পাঁচবছরের মেয়াদ পূর্ন করেছিলেন তিনি ওড়িশার প্রথম মহিলা এবং উপজাতীয় নেত্রী ছিলেন যিনি ভারতীয় কোন রাজ্যের গভর্নর হিসাবে নিযুক্ত হন দ্রৌপদী ১৮ মে ২০১৫ থেকে ১২ জুলাই ২০২১ পর্যন্ত তিনি ঝাড়খন্ডের রাজ্যপালের দায়িত্ব পালন করেছিলেন তিনি ছিলেন ঝাড়খন্ডের নবম রাজ্যপাল৷ ২০১৭ সালে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে তাঁর নাম উঠে এলেও পরবর্তীতে বিহারের তৎকালীন গভর্নর রামনাথ কোবিন্দকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে বেছে নেন এন ডি জোট ২০২২ সালে এন ডি জোটের পক্ষ থেকে দ্রৌপদীকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে বেছে নেওয়া হয়৷ বিরােধীদের প্রার্থী ছিলেন যশবন্ত সিনহা এই রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী ভােট পান ,৭৩,৮০৩ মূল্যের ভােট এবং যশবন্ত পান ,৮০,১৭৭ মূল্যের ভােট অর্থাৎ দেশের রাষ্ট্রপতি নির্বাচনে ৬৪ শতাংশ ভােট পেয়ে ১৫ তম রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন দ্রৌপদী পূর্ব রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদকাল শেষ হয় ২৪ জুলাই,২০২২ এবং ২৫ জুলাই,২০২২ রাষ্ট্রপতি পদে শপথ নেন দ্রৌপদী মুর্মু

তিনি হলেন ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি এবং দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি। এর আগে প্রথম ভারতীয় মহিলা হিসাবে রাষ্ট্রপতি আসীন হয়েছিলেন প্রতিভা দেবীসিং পাটিল।

দ্রৌপদী মুর্মু| Droupadi Murmu Question Answer| The President Droupadi Murmu|

 

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 ) ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কী?

- প্রতিভা দেবী সিং পাটিল।

) ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতির নাম কী?

- দ্রৌপদী মুর্মু

) দ্রৌপদী মুর্মু ভারতের কততম রাষ্ট্রপতি?

- ১৫তম

) দ্রৌপদী মুর্মু ভারতের কততম মহিলা রাষ্ট্রপতি?

- দ্বিতীয়

) দ্রৌপদী মুর্মু এর জন্ম কোথায় হয়েছিল?

- ওড়িশার ময়ুরভঞ্জ জেলার

বায়দাপােসি গ্রামে

) দ্রৌপদী মুর্মু এর পিতার নাম কী?

- নারায়ন টুডু

) দ্রৌপদী মুর্মু এর পিতা কী করতে?

- পঞ্চায়েত প্রধান ছিলেন

) দ্রৌপদী মুর্মু এর ছােটবেলার নাম কী?

- পুঁটি টুডু

) পুটি টুডুর নাম পরিবর্তন করে কে দ্রৌপদী মুর্মু রেখেছিলেন?

- তাঁর বিদ্যালয়ের এক শিক্ষিকা

১০) দ্রৌপদী মুর্মু কোথা থেকে স্নাতক হয়েছিলেন?

- ভুবনেশ্বর রমাদেবী উইমেনস কলেজ

১১) দ্রৌপদী কোন বিভাগে স্নাতক হয়েছিলেন?

- কলাবিভাগে

১২) দ্রৌপদী রাজনীতিতে প্রবেশের আগে কী করনে?

- ওড়িশা সরকারের সেচ বিভাগে জুনিয়ার সহকারী হিসাবে কাজ করেছেন এছাড়াও তিনি শিক্ষকতার কাজও করেছিলেন

১৩) দ্রৌপদী কোথায় শিক্ষিকা হিসাবে কাজ করেছিলেন?

- রায়রাংপুরের অরবিন্দ ইন্টিগ্রাল এডুকেশন সেন্টারে

১৪) দ্রৌপদী কার সাথে বিবাহসূত্রে আবদ্ধ হয়েছিলেন?

- শ্যামচরন মুর্মু

১৪) দ্রৌপদী কার সাথে বিবাহসূত্রে আবদ্ধ হয়েছিলেন?

- শ্যামচরন মুমু

১৫) দ্রৌপদী কোথাকার পুরসভার কাউন্সিলার পদে নিযুক্ত হয়েছিলেন?

-রায়রংপুরের

১৬) দ্রৌপদী প্রথম কোন মন্ত্রী পদে যােগদান করেছিলেন?

- ওড়িশার বানিজ্য পরিবহন দফতরের

১৭) দৌপদী যখন ওড়িশার বানিজ্য পরিবহন দফতরের পূর্ন মন্ত্রী হিসাবে যােগদান করেন তখন ওড়িশার মুখ্যমন্ত্রী কে ছিলেন?

- নবীন পট্টনায়েক

১৮) ২০০৭ সালে ওড়িশার সেরা বিধায়ক হিসাবেনীলকণ্ঠ পুরস্কার কে পেয়েছিলেন?

- দ্রৌপদী মুর্মু

১৯) দ্রৌপদী মুর্মু কোথায় প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন?

- ঝাড়খন্ডের

20) দ্রৌপদী মুর্মু ঝাড়খন্ডের কততম রাজ্যপাল ছিলেন?

- নবম

২১) দ্রৌপদী মুর্মু কাকে পরাজিত করে ভারতের রাষ্ট্রপতি পদে আসীন হন?

-যশবন্ত সিনহা

২২) রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মু কত শতাংশ ভােট পেয়েছিলেন?

- প্রায় ৬৪ শতাংশ

২৩) দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার আগে কে ভারতের রাষ্ট্রপতি ছিলেন?

- রামনাথ কোবিন্দ

২৪) রামনাথ কোবিন্দ এর রাষ্ট্রপতি পদের মেয়াদকাল কবে শেষ হয়?

- ২৪ জুলাই,২০২২

২৫) দ্রৌপদী মুর্মু কবে রাষ্ট্রপতি পদে শপথ নেন?

- ২৫ জুলাই, ২০২২

FOR PDF --------- CLICK HERE

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

দ্রৌপদী মুর্মু| Droupadi Murmu Question Answer| The President Droupadi Murmu|

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad