Type Here to Get Search Results !

ভারতের বিভিন্ন ক্ষেত্রে প্রথম মহিলার নাম

  ABHINABA ACADEMY 

ভারতের বিভিন্ন ক্ষেত্রে প্রথম মহিলার নাম

SET BY - MANAS ADHIKARY



১) লােকসভার প্রথম মহিলা স্পীকার

- মীরা কুমার (২০০৯)

২) প্রথম মহিলা রাষ্ট্রপতি

- প্রতিভা দেবীসিংহ পাটিল

৩) দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী

- ইন্দিরা গান্ধী

৪) দেশের প্রথম মহিলা গভর্নর

- সরােজিনী নাইডু

৫) দেশের প্রথম মহিলা IPS

- কিরন বেদী।

৬) দেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী

- সুচেতা কৃপালিনী (উত্তরপদেশ; ১৯৬৩-৬৭)

৭) দেশের প্রথম মহিলা ইউনিয়ন বা ক্যাবিনেট মন্ত্রী?

- রাজকুমারী অমৃতা কাউর।

৮) সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি

- মীরা সহিব ফাতেমা বিবি

৯) দেশের অশােকচক্র প্রাপক প্রথম মহিলা

- নিরজা ভানােট

১০) UN এর প্রথম মহিলা ব্র্যান্ডঅ্যাম্বাসাডর

- বিজয়লক্ষ্মী পন্ডিত

১১) নােবেল বিজয়ী প্রথম ভারতীয় মহিলা

- মাদার টেরেসা

১২) আন্টাটিকায় পৌঁছানাে প্রথম ভারতীয় মহিলা

- মহেল মুসা

১৩) ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ভারতীয় মহিলা

- আরতী সাহা

১৪) এভারেস্ট বিজয়ী প্রথম ভারতীয় মহিলা

- বাচেন্দ্বী পাল

১৫) ভারতরত্র প্রাপক প্রথম ভারতীয় মহিলা

- ইন্দিরা গান্ধী

১৬) মিস ওয়ার্ল্ড খেতাবজয়ী প্রথম ভারতীয় মহিলা

- মিস রিয়া ফারিয়া

১৭) দুবার এভারেস্ট বিজয়ী প্রথম ভারতীয় মহিলা

- সন্তোষ যাদব।

১৮) মিস ইউনিভার্স খেতাবজয়ী প্রথম ভারতীয় মহিলা

- সুস্মিতা সেন

১৯) জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা

- আশাপূর্ণা দেবী

২০) প্রথম ভারতীয় মহিলা পাইলট

- দূর্গা ব্যানর্জী।

২১) এশিআয়ন গেমসে সােনা বিজয়ী প্রথম ভারতীয় মহিলা

- কমলজিত সিন্ধু

২২) বুকার পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয় মহিলা

- অরুন্ধুতি রায়

২৩) সঙ্গীতে ভারতরত্ন বিজয়ী প্রথম ভারতীয় মহিলা

- শুভলক্ষ্মী

২৪) মহাকাশ যাত্রী প্রথম ভারতীয় মহিলা

- কল্পনা চাওলা।

২৫) ইন্ডিয়ান ন্যাশানাল কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা

- সরােজিনী নাইডু

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad