Type Here to Get Search Results !

সিন্ধু সভ্যতার 180 টি MCQ প্রশ্নোত্তর / Sindhu

 


সিন্ধু সভ্যতা
SET BY-MANAS ADITIKARY
 

 সিন্ধু সভ্যতার  সংক্ষিপ্ত আলোচনা 180  টি MCQ প্রশ্নোত্তর | Indus Civilization Brief Discussion & 180 MCQ Questions & Answers.

 
 সিন্ধু সভ্যতার  সংক্ষিপ্ত আলোচনা ও প্রশ্নোত্তর | Indus Civilization Brief Discussion & 180 MCQ Questions & Answers। Indus Civilization। Sindhu Sabhyata| Harappa Sabhyata| Harappa Sindhu Sabhyata| Sindhu Nadi Ghati Sabhyata.
 

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলোআপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের একটি প্রাচীন সভ্যতা সিন্ধু সভ্যতা সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা ও অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর   পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 সিন্ধু সভ্যতা সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা ও অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Short discussion and super short Q&A on Indus Civilization.

 
সিন্ধুসভ্যতা হল পৃথিবীর প্রাচীনতম সভ্যতা গুলির মধ্যে অন্যতম। ইহা ব্রোঞ্জ যুগীয় সভ্যতার একটি নির্দশন।  সিন্ধুনদীর অববাহিকায় গড়ে উঠেছিল বলে এর নাম হয় সিন্ধু সভ্যতা। প্রাচীন ভারতে সর্বপ্রথম হরপ্পায় খননকার্য চালানাের ফলে এই সত্যতার নিদর্শন প্রথম পাওয়া যায় বলে একে হরপ্পা সত্যতা ও বলা হয়। ১৯২০ সালে হরপ্পা এবং ১৯২১ সালে মহেঞ্জোদারাে নামে দুটি কেন্দ্র আবিস্কৃত হয়। হরপ্পা সভ্যতায় প্রাপ্ত লিপিগুলি এখনাে পড়া সম্ভব হয় নি। এই সভ্যতার বিস্তার ছিল প্রায় সাত লক্ষ বর্গ কিলােমিটার। সিন্ধুসভ্যতা মূলত ছিল নগর-কেন্দ্রিক সভ্যতা। এই প্রাচীন সভ্যতারটি অন্যতম বৈশিষ্ট্যগুলি হল উন্নত নগর পরিকল্পনা, আধুনিক পৌর জীবন, সমসাময়িক উন্নত সভ্যতার সাথে যােগাযােগ, উন্নত শিল্পকলা ইত্যদি।সিন্ধুসভ্যতার উল্লেখযোগ্য বৈশিষ্টগুলির মধ্যে নগর পরিকল্পনা ছিল অন্যতম গুরুত্বপূর্ন বৈশিষ্ট্য যাহাকে অনুসরন করে আজকের আধুনিক নগর পরিকল্পনা করা হয়েছে। হরপ্পা ও মহেঞ্জোদারাে ছিল দুটো বড়ো নগর। হরপ্পা সভ্যতাতে প্রথম নগর তৈরী হয়েছিল, তাই অনেকে একে প্রথম নগরায়ন বলেন। এছাড়াও বিভিন্ন স্থানে যেমন- বানাওয়ালি, ঢোলবিরা, কুনতাসি,কালিবঙ্গান, লােথাল, কোটাডা ইত্যাদি ছােট ছােট শহর পাওয়া গেছে। বেশিরভাগ শহর নগরীতে চারদিকে দেওয়াল পরিবেষ্টিত একটি করে দূর্গ নির্মিত হয়েছিল। উচু এলাকায় দূর্গ গুলাে নির্মান করা হত এবং সেখানে সাধারনত সমাজের উচ্চ শ্রেনীর লােকেরাই বসবাস করত। নগরীর নিচু অংশ ছিল দরিদ্র শ্রেনীর লােকের বাস। সিন্ধু সভ্যতার বিশেষ করে মহেঞ্জোদারাে ও কালিবঙ্গানের প্রধান সড়কগুলাে ৯ থেকে ৩৪ ফুট পর্যন্ত চওড়া ছিল। অন্যান্য রাস্তাগুলি প্রধান রাস্তার সহিত সমকোনে ছিল এবং বাড়িগুলাে রাস্তার দুই ধারে অবস্থিত ছিলাে। রাস্তার দুপাশে সমান দূরত্বে ল্যাম্পপােষ্ট ও ছিল। প্রায় প্রত্যেক বাড়িতে একটি করে কুয়াে ও স্নানাগার ছিল। বাড়িতে পয়ঃপ্রনালীর ব্যবস্থা ছিল। জল নিষ্কাশনের জন্য রাস্তার নীচে ভূ-গর্ভস্থ ড্রেনও ছিল। বাড়ি থেকে জল এসে বড় রাস্তার নর্দমা তে পড়ত। এমনকি বর্তমান আধুনিক জলনিষ্কাশন ব্যবস্থার মতাে ম্যনহােল ও ছিল। মহেঞ্জোদাড়ােতে ১৮০x ১০৮ ফুট আয়তনের একটি বৃহদস্নানাগার পাওয়া গেছে। মহেজ্ঞােদাড়াে ও হরপ্পা তে একটি করে বিশাল শস্যাগার অবস্থিত ছিল। হরপ্পা দূর্গের ভিতর মােট ছয়টি শস্যাগারের সন্ধান পাওয়া গেছে। প্রত্যেকটি শস্যাগার নদীর কাছাকাছি অবস্থিত ছিল। সম্ভবত নদীপথে শস্য পরিবহনের জন্য এই ব্যবস্থা করা হয়েছিল। মহেঞ্জোদাড়ােতে বিশাল আয়তনের একটি বৃহৎহল আবিস্কৃত হয়। ইহা সম্ভবত সভাগৃহ ছিল। হল ঘরের ভিতর সারি সারি বসার জায়গা এবং এর সামনে প্লাটফর্ম ছিল। নাগরিক জীবনে বৈদিক যুগের মতাে বর্ণ প্রথা চালু না থাকলেও ৪টি ভিন্ন ভিন্ন শ্রেনী ছিল। যথাঃ-
প্রথম শ্রেনীতে শাসক, পুরােহিত, চিকিৎসক, জ্যোতিষী ।
দ্বিতীয় শ্রেনীতে ছিল যােদ্ধা।
তৃতীয় শ্রেনীতে ছিল ব্যবসায়ী, শিল্পী ও কারিগর।
চতুর্থ শ্রেনীতে ছিলাে কৃষক, জেলে, তাঁতি, মিস্ত্রী, গৃহকর্মী অর্থাৎ শ্রমজীবি সম্প্রদায়ের মানুষ। 
এদের খাদ্যতালিকায় ছিল গম ও বার্লি। এছাড়াও মাছ, মাংস, সবজির পাশাপাশি খেজুর ছিল তাদের প্রিয় খাদ্য। গৃহপালিত পশুর মধ্যে কুঁজ বিশিষ্ট ষাঁড়, মহিষ, মেষ, বিড়াল ও হাতি ছিল উল্লেখযােগ্য। সিন্ধু সভ্যতায় ঘােড়ার প্রচলন ছিল না। ভারবাহী হিসাবে উট ও গাধাকে ব্যবহার করা হত। পাশা খেলা, শিকারও ষাঁড়ের লড়াই ছিল অবসর কাটানাের উপায়।  পুরুষ ও মহিলা উভয়েই লম্বা চুল রাখত এবং নানা ধরনের অলংকার পরিধান করত। হরপ্পা সভ্যতার প্রধান পুরুষ দেবতা ছিলেন পশুপতি, যাকে ব্যাসম বলেছেন আদিশিব। একটি সীলমােহরে তাকে ধ্যানরত অবস্থায় দেখতে পাওয়া যায়। তার তিনটি মাথা, দুটি শিং এবং চারিদেকে পশু দ্বারা বেষ্টিত ছিল। এই পশুগুলি হল হাতি, গন্ডার, ও মহিষ এবং পায়ের কছের দুটো হরিণ। এছাড়াও তারা মাতৃদেবী মাতৃভুমি, লিঙ্গ, যােনি ইত্যাদির পূজা করতেন। সিন্ধুবাসীরা বিভিন্ন শক্তির যেমন- গাছ, নদ-নদী ও জীবজন্তুর পূজা করত। এখানে একটি ধ্যানরত মূর্তি পাওয়া গেছে যার চারিদিকে গােখরাে সাপ রয়েছে। ওজন করার সামগ্রী মূলত সিন্ধু সভ্যতাতেই আবিস্কৃত হয়েছে। ওজনেরজন্য নানারকম বাটখারা ব্যবহার করা হত। ছােট বাটখারা গুলাে ছিল চারকোণা এবং বড়গুলি ছিল গােলাকার। বাটখারা গুলি ছিল ১৬ এর গুনিতক। যেমন- ১৬,৬৪, ১৬০, ৩২০, ৬৪০। কয়েকটি ভগ্ন দাড়িপাল্লা ও পাওয়া গেছে। দৈর্ঘ্য মাপার জন্য স্কেলের মতাে লাঠি ব্যবহার করা হত। মহেঞ্জোদাড়ােতে প্রায় ৪০০ লিপির নমুনা পাওয়া গেছে। তবে তা পাঠোদ্ধার করা এখনও সম্ভব হয়নি। সিন্ধু লিপি ডান হতে বাম দিকে এবং পরের লাইনে বাম হতে ডান দিকে লেখা হত। বিভিন্ন প্রানীর ছবিসহ প্রায় ২৫০০ টি সীলমােহর উদ্ধার করা গেছে। ইউনিকর্ন বা একশৃঙ্গ-ঘােড়া ছবিযুক্ত সীলমােহর বেশী পাওয়া গেছে। সিন্ধু সভ্যতার প্রাপ্ত শিল্পকলা হল - নৃত্যরতরমনীর মূর্তি, লাল চুনাপাথরের পুরুষ মূর্তি, একজন পুরােহিত রাজা বা দেবতা, অসম্পূর্ন নৃত্যরত মূর্তি এবং পােড়ামাটির পুতুল। হরপ্পায় মহিষ, হাতি ও গন্ডারের ব্রোঞ্জের মূর্তি পাওয়া গেছে।
হরপ্পা- সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থানটি হল হরপ্পা। ইহা পাঞ্জাবের মন্টোগােমারী জেলায় রাভি নদীর তীরে অবস্থিত। যাহা অধুনা পাকিস্থানে অবস্থিত। দয়ারাম সাহানী ইহা আবিস্কার করেন। এখানে ১২টি শস্যাগার, মৃতদেহের কফিন, তলােয়ার, পাথরের নৃতরতা রমনীর মূর্তি, লিঙ্গ ও যােনি সম্বলিত মুদ্রা এবং দ্বিতীয় বৃহত্তম মুদ্রা এখানে পাওয়া যায়। হরপ্পা ছিল তৎকালীন নৌকা তৈরীর প্রধান কেন্দ্র।
মহেঞ্জদারােঃ- সিন্ধু সভ্যতার বৃহত্তম কেন্দ্র হল মহেঞ্জোদারাে। পাকিস্থানের লাহােরের লারকানা জেলায় সিন্ধু নদীর তীরে ইহা অবস্থিত ছিল। মহেঞ্জোদাড়াে কথার অর্থ মৃতের স্তুপ। রাখালদাস বন্দোপাধ্যায় ইহা আবিস্কার করেন। এখানে পােড়া ইট দিয়েবাঁধানাে মেঝে সমন্বিত বৃহৎস্নানাগারটি পাওয়া গেছে। এছাড়া বৃহৎ শস্যগার, আগুনের বেদী, পশুপতি শীলমােহর, মাতৃমূর্তি, জোড়া সমাধি, টেরাকোটার গােরুর গাড়ী, চাকা সহ গােরুর গাড়ী, ব্রোঞ্জের নর্তকীমূর্তি, সােনার অলঙ্কার, স্টিটাইট ও টেরাকোটায় নির্মিত জাহাজ এখানে পাওয়া গেছে।
লােথালঃ- বিশ্বের প্রাচীনতম পােতাশ্রয় হল লােথাল। ইহা বর্তমানে গুজরাটের আমেদাবাদ অঞ্চলের সারেঙ্গা জেলায় অবস্থিত ছিল। এখানে ধানের চাষ হত। লােথাল মূলত শেলের অলঙ্কার ও পুঁথির অলংকারের জন্য বিখ্যাত ছিল। এছাড়া ও এখানেআগুনের বেদী, টেরাকোটার ঘােড়া, পার্শিয়ান শিলমােহর, তুষ, মাছ ও পাখি চিত্রিত বাসনপত্র, হরপ্পার শীলমােহর, জোড়া কবর, কাপড়ের টুকরাে পাওয়া গেছে।
 
 সিন্ধু সভ্যতার  সংক্ষিপ্ত আলোচনা ও প্রশ্নোত্তর | Indus Civilization Brief Discussion & 180 MCQ Questions & Answers। Indus Civilization। Sindhu Sabhyata| Harappa Sabhyata| Harappa Sindhu Sabhyata| Sindhu Nadi Ghati Sabhyata.
 
 
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১) সিন্ধু সভ্যতা কথাটি প্রথম কে ব্যবহার করেন?
- জন মার্শাল
২)হরপ্পা কথার অর্থ কী?
 - পশুপতির খাদ্য
৩) মহেঞ্জোদারাে কথার অর্থ কী? 
- মৃতের স্তুপ
৪) সিন্ধু সভ্যতার সময়কাল কত? 
-৩০০০ খ্রীঃপূ - ১৫০০ খ্রীঃ পূর্ব
৫) কত সালে মহেঞ্জদারাে আবিস্কৃত হয়?
 - ১৯২২ সালে
৬) সিন্ধু সভ্যতার আবিস্কারক কে? 
- জন মার্শাল
৭) হরপ্পা ও মহেঞ্জোদাড়ােতে যখন প্রত্নতাত্ত্বিক খননকার্য চালানাে হয় তখন ‘আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া' এর প্রধান কে ছিলেন?
- জন মার্শাল
৮) ১৮২৬ সালে প্রথম হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ কে লক্ষ্য করেন? 
- চার্লস ম্যাসন।
১) ১৯৬০ সালে কার নেতৃত্বে প্রত্নতাত্ত্বিক খননের ফলে কাবিঙ্গান পাওয়া যায়?
 - বিকে থাপার ও বিবি লাল
১০) স্বাধিনতা উত্তর পর্বে হরপ্পা সভ্যতার প্রথম আবিস্কৃত ক্ষেত্র কোনটি?
 - রােপার
১১) কার মতে হরপ্পা নামটি লােকমুখে প্রচলিত রাজা হরপালের নাম থেকে এসেছে?
- আলেকজান্ডার ক্যানিংহােম
১২) কোন পন্ডিত সিন্ধুলিপির পাঠোদ্ধারের চেষ্টা করেন? 
- ফাদার হেরাস ও এম আর মহাদেবন
১৩) সিন্ধু সভ্যতার লিপি কোন প্রকৃতির? 
-এটি একটি সাংকেতিক লিপি যার পাঠোদ্ধার করা সম্ভব হয়নি ও একটি বউস্ট্রোফেডন প্রকৃতির লিপি (ভাবচিত্র, লিপিগুলি ডানদিক থেকে বামদিকে লেখা হত))
১৪) সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা নামে পরিচিত হবার কারন কী?
 - খনন কার্যের সময় হরপ্পা প্রথম দেখতে পাওয়া যায় বলে
১৫)হরপ্পা সভ্যতার কোন প্রত্নকেন্দ্রটি ঐতিহাসিকদের কাছে প্রবেশদ্বার নামে পরিচিত?
- হরপ্পা
১৬)হরপ্পা সভ্যতার ম্যানচেষ্টার বলা হয় কোন শহরটিকে?
 - লােথাল
১৭) কোন স্থানকে ঐতিহাসিকগন হরপ্পা সভ্যতার ল্যাঙ্কাশায়ার বলে অভিহিত করেন?
- চানহুপারাে।
১৮) ভারতের মধ্যে আবিস্কৃত হরপ্পা সভ্যতার সবথেকে বড়াে কেন্দ্র কোনটি?
- রাখিগারহি
১৯) সিন্ধু সভ্যতা ধ্বংসের মূল কারনগুলি কী? 
- আর্যদের আক্রমন, বন্যা ও ভূমিকম্প
২০) কোন ঐতিহাসিক বলেন যে মহেঞ্জদারাের স্নানাগারটি উৎসব লৌকিক অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হত?
- রােমিলা থাপার
২১) সিন্ধু সভ্যতা ধ্বংসের কারন ছিল বন্যা - কে বলেন?
 - এম আর সাহানী
২২) পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে সিন্ধু সভ্যতা ধ্বংস হয়েছিল কে বলেন?
- স্টেইন
২৩) সিন্ধু সভ্যতার পতন আর্য আক্রমনে - এই তত্ত্ব ১৯২৬ সালে কে উত্থাপন করেন?
- রামপ্রসাদ চন্দ
২৪) সিন্ধু সভ্যতা ধ্বংসের কারন বন্যা-কার মত? 
-রাইকস
২৫) হরপ্পায় প্রাপ্ত শস্যাগার সমৃদ্ধ কৃষি উৎপদনের পরিচয়বাহী- কে বলেন? 
- এ এল ব্যাসাম
২৬) ভারতের প্রাচীনতম বন্দর লােথাল এর আবিষ্কর্তা কে? 
- স্যার অ্যারলস্টাইন
২৭) সিন্ধু সভ্যতার শহরগুলি সাধারনত দুভাগে বিভক্ত। কিন্তু একটি শহর ব্যতিক্রমী ভাবে তিনভাগে বিভক্ত। শহরটির নাম কী? 
- ধোলাভিরা
২৮) ভারতের প্রথম জোয়ারভাটা খেলা সামুদ্রিক বন্দর লােথাল এস.আর রাও কত সালে আবিস্কার করেন?
- ১৯৫৪ সালে
২৯) সমকালীন তাম্র যুগের সভ্যতাগুলাের মধ্যে কার সাথে সিন্ধু সভ্যতার সর্বাধিক সাদৃশ্য খুঁজে পাওয়া যায়?
-মেসােপটেমিয়া সভ্যতা
৩০) হরপ্পা সভ্যতায় প্রাপ্ত উঁচু এলাকাগুলাে কি নামে পরিচিত? 
- সিটাডেল
৩১) কোন উপকুলের মাধ্যমে সিন্ধুবাসীরা বানিজ্য করত?
- মাকরান উপকুল
৩২) হরপ্পা সভ্যতার অধিবাসী কোন জিনিসটার পূজা করত বা সেটিকে পবিত্র বলে গন্য করত? 
-পিপলস বৃক্ষ, অশ্বথ গাছ, মানুষের যৌনাঙ্গের প্রতিকৃতি
৩৩) সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি সিন্ধু নদীর তীরে অবস্থিত?
- মহেঞ্জোদারাে
৩৪) হরপ্পা সভ্যতায় আবিস্কৃত সর্ববৃহৎ শহর বা ক্ষেত্র কোনটি?
 - রাখিগারহি (রাখীগারহির আয়তন - ৩৫০ হেক্টর
মহেঞ্জোদারো এর আয়তন - ২৫০ হেক্টর
রাখীগারহি আবিস্কারের পূর্বে হরপ্পা সভ্যতার সব থেকে বড়ো কেন্দ্র ছিল মহেঞ্জোদারো। 
রাখিগারহি ভারত স্বাধীন হওয়ার পর ১৯৬৩ সালে প্রথম আবিস্কৃত হয়। আবিস্কারের সময় রাখিগারহির আয়তন এতবড়ো ছিল না। এরপর ১৯৯৭ সাল থেকে ২০১১ পর্যন্ত রাখিগারহির যতটুকু আবিস্কৃত হয়েছে তার আয়তন মহেঞ্জোদারো এর থেকে অনেক বেশী। )
৩৫) হরপ্পীয় একটি সিলমােহরে উৎকীর্ন উত্থানপাদ দেবীমূর্তি অর্থ্যাৎ তার মাথা নিচের দিকে, পা দুটি উপরের দিকে এবং তার গর্ত থেকে একটি চারাগাছ নির্গত হচ্ছে, এই দেবী মূর্তিটিকে কোন দেবীর আদিরূপ বলে ভাবা হয়েছে?
- শাকম্বরী, ধরিত্রী মাতা।
৩৬) হরপ্পা সভ্যতার তথাকথিত অর্থনেতিক বলয় কোনটি?
 - সিরহিন্দ নদীর তীর
৩৭) সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান খাদ্যদ্রব কী ছিল
 - গম
৩৮) সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কী?
- নগর পরিকল্পনা
৩৯) মীরাটের আলমগীরপুরে খননকার্যে উদ্ভূত নিদর্শন কোন পরিচয় বহন করে?
- হরপ্পা সংস্কৃতি
৪০) সিন্ধু সভ্যতায় জেড পাথর কোথা থেকে আমদানি করা হত?
- মধ্য এশিয়া
৪১) সিন্ধু সভ্যতায় পূজিত পবিত্র পিপুল বৃক্ষ পরবর্তীকালে কোন ধর্মীয় সম্প্রদায়ের কাছে পবিত্র বৃক্ষরূপে পূজিত হয়?
-জৈন ধর্মে
৪২) ধান চাষের নমুনা কোথায় পাওয়া যায়? 
- লােথাল ও রঙপুর
৪৩) মহেঞ্জোদারােতে প্রাপ্ত হাতি, গন্ডার, বাঘ, হরিণ ও মহিষ এই পাঁচ পশু পরিবেষ্টিত ত্রিমুখবিশিষ্ট এক যােগী মূর্তি কে আদিশিরের মতি বলে করে উল্লেখ করেন?
- জন মার্শাল
৪৪) বর্তমানে মহেঞ্জোদারাে কোথায় অবস্থিত? 
- পাকিস্থানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায়
৪৫) সিন্ধু সভ্যতায় শাসক শ্রেনীর কাছে কোন অধিকৃত বস্তুটি তার সামাজিক মর্যাদার পরিচায়ক হিসাবে গন্য হতাে?
- লাপিজ লাজুল
৪৬) সিন্ধু সভ্যতায় বিনিময়ের প্রধান মাধ্যম কোনটি ছিল? 
- পন্যদ্রব্য।
৪৭) গুজরাটে আবিস্কৃত বৃহত্তম হরপ্পীয় সংস্কৃতির ক্ষেত্র কোনটি?
- ধােলাভিরা
৪৮) সিন্ধু সভ্যতার শীল গুলি কিসের পরিচয় বহন করে?
 - সম্পত্তির মালিকানা নির্দেশক
৪৯) কৃষ্ণকঙ্কন শব্দটি কোন হরপ্পীয় শহর এর আক্ষরিক অর্থ বলে পরিচিত?
- কালিবঙ্গান
৫০) সিন্ধু সভ্যতায় অধিবাসীরা কি ধরনের পােশাক পরতাে?
 - উল ও তুলাজাত
৫১) হরপ্পা সভ্যতায় অধিকাংশ সিল মােহরে কোন প্রানীর প্রতিকৃতি বেশী ব্যবহৃত হয়েছে?
 - ইউনিকর্ন
৫২) হরপ্পা সভ্যতায় অট্টালিকা নির্মানের জন্য অধিকাংশ ক্ষেত্রে পােড়া ইট ব্যবহৃত হয়েছে, পাথর ব্যবহৃত হয়নি কেন? 
- লােহার যন্ত্র ছাড়া পাথর ছেদন করা ছিল অসুবিধা জনক
৫৩) সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে কোনটি প্রথম আবিস্কৃত হয়?
 - হরপ্পা
৫৪)হরপ্পা সভ্যতার সিলমােহর গুলি নির্মিত হত কোনধরনের পাথর দিয়ে?
 - স্টিয়েটাইট
৫৫) হরপ্পা প্রাপ্ত নৃত্যরত পুরুষ প্রস্তরমূর্তিটিকে শিবের নটরাজ মূর্তির সমরূপ বলে কে মন্তব্য করেন? 
- মার্শাল
৫৬) হরপ্পা সভ্যতার অর্থনৈতিক চরিত্র কি ধরনের ছিল? 
- নগরকেন্দ্রিক
৫৭) দ্রাবিড় ভাষারই আদিরূপ হলাে হরপ্পালিপি- কে বলেন? 
- এম আর মহাদেবন
৫৮) কোন প্রত্নক্ষেত্রগুলি থেকে ধানের তুষ পাওয়া গেছে?
 - রঙপুর ও সুরকোটা
৫৯) কোন হরপ্পীয় সভ্যতায় শহরের জল সংরক্ষনের জন্য নির্মিত জলাধার পাওয়া গেছে? 
- ধোলাভিরা
৬০) কোন জায়গাটি ঐতিহাসিকদের কাছে হরপ্পা সভ্যতার প্রবেশদ্বার নামে পরিচিত? 
- হরপ্পা
৬১) হরপ্পার বাটখারা গুলি কেমন ছিল?
 - আয়তাকার
৬২) কে মন্তব্য করেন যে হরপ্পা সভ্যতা এবং ঋক বৈদিক সভ্যতা একই গােষ্ঠীর মানুষ দ্বারা সৃষ্ট?
 - জর্জ ফারইস্টাইন ও সুভাষ কাক
৬৩) কোন সভ্যতায় পশুপাখির দ্বারা মৃতদেহের মাংস খাইয়ে কঙ্কালকে কবরস্থ করা হত?
 - হরপ্পা সভ্যতা
৬৪) সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে কোনগুলি বর্তমানে ভারতের বাইরে অবস্থিত? 
- সুতকাজেনদের, হরপ্পা ও মহেঞ্জদারাে
৬৫) হরপ্পার সিলমােহরগুলি কেমন ছিল?
 - চতুভুজাকার ও আয়তাকার
৬৬) হরপ্পা সভ্যতার কার্পাস বস্ত্র সিন্দন নামে কোন দেশে পরিচিত?
 - ব্যবিলনে
৬৭) মহেঞ্জদারাে ছাড়া আর কোন স্থান মৃতের স্তুপ বা ঢিবি নামে পরিচিত?
 - লােথাল ও চানহুদাররা
৬৮) লােথাল ও চানহুদারাের সর্বাপেক্ষা উল্লেখযােগ্য শিল্প কি ছিল? 
- পুঁতি নির্মান
৬৯) কোন হরপ্পীয় শহরে কাদা ইটে অট্টালিকা নির্মান করা হয়?
 - কালিবঙ্গান
৭০) হরপ্পালিপির প্রথম নমুনা টি কত সালে আবিস্কৃত হয়? 
-১৮৫৩ সালে।
৭১) সিন্ধু সভ্যতায় কোন শহরে নৃত্যরত ভঙ্গিমায় একটি পুরুষ প্রস্তরমূর্তি পাওয়া গেছে?
- লােথাল।
৭২) হরপ্পা সংস্কৃতির সর্বোত্তম ও শিল্পসম্মত সৃষ্টি কোনটী? 
- সিলমােহর
৭৩) হরপ্পায় শহর ও নগরগুলির আকার কেমন ছিল? 
- আয়তাকার
৭৪) কোন ব্যবস্থাটি সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনায় তুলনামুলকভাবে অবহেলিত ছিল? 
- প্রতিরক্ষা ব্যবস্থা।
৭৫) সমকালীন বিশ্বের অন্যান্য সভ্যতাগুলি থেকে হরপ্পা সভ্যতার পার্থক্য নির্দেশক বৈশিষ্ট্য কোনটি?
 - নগর পরিকল্পনা, জলনিকাশী ব্যবস্থা ও জঞ্জাল সাফাই ব্যবস্থা।
৭৬) কোন হরপ্পীয় শহরকে কার্পসবস্ত্র এর ব্যবসার জন্য হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয়? 
- লােথাল
৭৭) হিন্দুত্ববাদের কোন বিষয়টি সিন্ধু সভ্যতার যুগে চর্চা হত? 
- মূর্তিপূজা, শিবপূজা ও বৃক্ষপূজা
৭৮) সিন্ধু সভ্যতার ইতিহাসের প্রধান উপাদান কী?
 - প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ
৭৯) শস্যাগার হরপ্পা সভ্যতার কোন কোন শহরে পাওয়া যায়?
- মহেঞ্জোদারাে, হরপ্পা ও লােথাল।
৮০) কোন সভ্যতার প্রাচীন নাম মেলুহা?
 - সিন্ধু সভ্যতা
৮১) মহেঞ্জোদারাে ও হরপ্পা শহর দুটি বর্তমানে কোথায় অবস্থিত?
- পাকিস্তানে
৮২) হরপ্পা বা সিন্ধু সভ্যতার রপ্তানির প্রধান উপকরন কী ছিল? 
- সুতিবস্ত্র ও তুলা
৮৩) হরপ্পীয় সভ্যতার কোন প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র থেকে ষাঁড়ের ছবিযুক্ত সীলমােহর পাওয়া গেছে?
 - মহেঞ্জদারাে
৮৪) সিন্ধু সভ্যতা কোন রঙের সাথে যুক্ত?
 - লাল।
৮৫) সিন্ধু নদী কয়টি দেশের মধ্য দিয়ে গিয়েছে
 - ৪টি
৮৬) সিন্ধু সভ্যতার সবথেকে উল্লেখযােগ্য বৈশিষ্ট্য কী ? 
- নগর পরিকল্পনা
৮৭) সিন্ধু সভ্যতার সময়ে সিন্ধু অঞ্চলের বাইরে জ্ঞাত সর্বাধিক প্রাচীন বস্তির নাম কী?
- বালাথল
৮৮) সিন্ধু সভ্যতার থেকে পাওয়া একটি পােড়ামাটির ষাঁড়ের মূর্তি কোন শহর থেকে পাওয়া গেছে?
- মহেঞ্জোদারাে
৮৯) সিন্ধু সভ্যতার লােকেরা প্রায় ছিল কোন ধরনের? 
- প্রােটো- অস্ট্রোলয়েড
৯০) সিন্ধু সভ্যতার কালিবঙ্গান ও বানওয়ালি শহরটি বর্তমানে কোন রাজ্যে অবস্থিত?
- রাজস্থান।
৯১) কালিবঙ্গান কথার অর্থ কী? 
- কালাে চুড়ি
৯২) সিন্ধু সভ্যতাকে কি বলা হয়? 
- শহর বা নগরভিত্তিক ভ্যতা
৯৩) সিন্ধু সভ্যতার সবথেকে ছােটো শহরের নাম কী?- আল্লাহদিনে (বর্তমানে পাকিস্থানে)
৯৪) সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দরের নাম কী?
- লােথাল
৯৫) সিন্ধু সভ্যতার অধিবাসীরা কিসের পূজা করত? 
- শক্তিপুজা বা মাতৃপুজা
৯৬) সিন্ধু সভ্যতার প্রধান জীবিকা কী ছিল? 
- কৃষিকাজ
৯৭) সিন্ধু সভ্যতায় কোন পশুর কথা অজানা ছিল? 
- ঘােড়া
৯৮) হরপ্পা সভ্যতায় সিল ও পােড়ামাটির জিনিসপত্রে কোন প্রানীর কোন নিদর্শন পাওয়া যায় নি?
 - ঘােড়া
৯৯) হরপ্পা সভ্যতায় কোন শ্রেনীর মানুষ বেশী ছিলেন? 
- মধ্যবিত্ত
১০০) প্রাক হরপ্পা যুগের নিদর্শন কোথায় পাওয়া যায় নি?
 - ধোলাভিরা
১০১) হরপ্পা সভ্যতার লােকেরা কোন দেশের সাথে বানিজ্য করত? 
- সুমের
১০২) হরপ্পা যুগে একটি তামার তৈরী রথ কোন জায়গা থেকে আবিস্কার করা হয়েছে?
 - দাইমাবাদ

১০৩) হরপ্পা সভ্যতায় কোথায় একজন মানুষের সমাধির নীচে একটি কুকুরের সমাধি পাওয়া গেছে?

- রোপার (পাঞ্জাব) - স্বাধীনতার পর প্রথম উৎখনিত প্রত্নক্ষেত্র

১০৪) হরপ্পা সভ্যতায় একমাত্র কোনস্থানে কোন দুর্গ পাওয়া যায় নি?

- চানহুদাড়ো

১০৫) হরপ্পা সভ্যতায় কোন দেবমুর্তির উল্লেখ পরবর্তী হিন্দু ধর্মে পাওয়া যায়?

- পশুপতি শিব

১০৬) হরপ্পা কেন্দ্রে ঠিক কোনস্থানে শস্যাগারটি পাওয়া যায়?

- সিটাডেলে

১০৭) হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত?

- রাভি

১০৮) হরপ্পা সভ্যতায় অধিবাসীদের আরাধ্য দেবতা কে?

- পশুপতি শিব

১০৯) হরপ্পা সভ্যতায় কোন প্রত্নক্ষেত্র থেকে কালির দোয়াত পাওয়া গেছে?

- চানহুদারো

১১০) হরপ্পা সভ্যাতার বন্দর শহর কোন নদীর তীরে অবস্থিত?

- ভোগাবর নদী

১১১) কোন পাখি হরপ্পা সভ্যতায় পুজিত হয়?

- পায়রা

১১২) হরপ্পা সভ্যতার সুরকোটা লোথাল, ধোলাভিরা বর্তমানে কোন রাজ্যে অবস্থিত?

- গুজরাট

১১৩) হরপ্পা সভ্যতায় অস্ত্রগুলি কী দিয়ে তৈরী হয়েছিল?

- ব্রোঞ্জ

১১৪) হরপ্পা সভ্যতায় কোথায় একটি টরকোটা নির্মিত লাঙ্গলের অনুকৃতি পাওয়া গিয়েছে?

- বনওয়ালি

১১৫) হরপ্পা সভ্যতায় বাসনপত্র গৃহের সাজসরঞ্জাম কি দিয়ে বানানো হত?

- মাটি

১১৬) হরপ্পা সভ্যতায় মহেঞ্জোদারো অঞ্চলের ব্যতীত অন্যান্য বাড়ির ধ্বংসাবশেষ কী নামে পরিচিত?

- সভাকক্ষ

১১৭) হরপ্পা সভ্যতায় কোন শহরে প্রধান রাস্তার দিকে প্রবেশদ্বার বিশিষ্ট বাড়ি পাওয়া গেছে?

- লোথাল

১১৮) হরপ্পা সভ্যতার বিকাশের প্রধান কারন কী ছিল?

- কৃষি

১১৯) হরপ্পা সভ্যতায় কোনটি অগ্নিসংযােগের ফলে ধ্বংস হয়েছিল?

- কোর্টদিজি

১২০) ভারতের হরপ্পা সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে কোথায় সবচেয়ে বেশী প্রত্নতত্ত্বীয় নিদর্শন পাওয়া গেছে?

- ধোলাভীরা

১২১) রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি?

- কলিবঙ্গান

১২২) হরপ্পা সভ্যতায় ধান উৎপন্ন হত কোথায়?

-লোথাল

১২৩) হরপ্পা রাভি নদীর কোন তীরে অবস্থিত?

- পূর্ব

১২৪) হরপ্পা সভ্যতায় কোন প্রত্নকেন্দ্র থেকে রসুনের প্রাচীনতম প্রমান পাওয়া গেছে?

- বালু

১২৫) সিন্ধু সভ্যতায় কোথায় স্টেডিয়াম পাওয়া যায়?

- ধোলাভিরা

১২৬) হরপ্পা সভ্যতায় কোন প্রত্নকেন্দ্র থেকে সর্বাধিক কুয়ো পাওয়া গিয়েছে?

- মহেঞ্জদারো

১২৭) সিন্ধু সভ্যতায় কোথায় জোড়া কবরখানা পাওয়া গেছে?

- লোথাল

 ১২৮) সিন্ধু সভ্যতায় কোথায় কাঠের কফিন পাওয়া গিয়েছে?

- হরপ্পা

১২৯) হরপ্পা সভ্যতায় কোথায় ১২ টি শিং বিশিষ্ট টাইগার সীল পাওয়া যায়?

- বানওয়ালি

১৩০) হরপ্পা মহেঞ্জোদারো এই দুটি শহরের দূরত্ব কত?

- ৪৮৩ কিমি

১৩১) সিন্ধু সভ্যতায় কোথায় H সিমেট্রির কবরখানা পাওয়া গিয়েছে?

- হরপ্পা

১৩২) পশুপতি সিলমোহর কোথায় পাওয়া গিয়েছে?

- হরপ্পা

১৩৩) হরপ্পা, মহেঞ্জোদারো ছাড়া আর কোথায় শস্যাগার পাওয়া গেছে?

- লোথাল কালিঙ্গান

১৩৪) টুইন সিটি কোন দুটি ঐতিহাসিক শহরকে বলা হয়?

- হরপ্পা মহেঞ্জোদারো

১৩৫) সিন্ধু সভ্যতার একমাত্র শহর যেখানে নার দূর্গ নেই তার নাম কী?

- চানহুদারো (সিন্ধুপ্রান্তে)

১৩৬) সুমেরীয় সাহিত্যে সিন্ধুর অধিবাসীদের যে শব্দের মাধ্যমে অভিহিত করা হত সেটি কি?

- মেলুহা

১৩৭) সিন্ধু সভ্যতার কোথায় সুসংগঠিত রাজনৈতিক সংগঠন ছিল?

-হরপ্পা

১৩৮) সিন্ধুসভ্যতার প্রধান ফসল কী ছিল?

- গম জোয়ার

১৩৯) কোন পদ্ধতিতে সিন্ধু সভ্যতার অধিবাসীরা নগর ঘর নির্মান করত?

- গ্রীড পদ্ধতি

১৪০) এক শৃঙ্গ পশুর সর্বাধিক মোহর কোথায় পাওয়া যায়?

- হরপ্পা

১৪১) বৃহত্তম স্নানাগার শস্যাগার কোথায় আবিস্কৃত হয়েছে?

- মহেজেদারো

১৪২) সিন্ধু সভ্যতার প্রধান বন্দরের নাম কী?

- লোথাল সুতকোতডা

১৪৩) কাঠের লাঙলের মাধ্যমে চাষ নক্সাদার ইটের ব্যবহারের প্রমান কোথায় পাওয়া গেছে?

- কালিবঙ্গান (গঙ্গানগর, জেলা- রাজস্থান)

১৪৪) স্বাধীনতার পর কোথায় সবথেকে বেশী সিন্ধু সভ্যতা আবিস্কার হয়?

- গুজরাটে

১৪৫) সিন্ধু সভ্যতার অধিবাসীরা মূলত কেমন ছিলেন?

- দ্রাবিড় ভুমধ্যসাগরীয়

১৪৬) সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা?

- প্ৰাক-ঐতিহাসিক বা ব্রোঞ্জ যুগ

১৪৭) সিন্ধুসভ্যতার কোথায় কোন নর্দমা ছিল না?

- বান ওয়ালী

১৪৮) সিন্ধুসভ্যতার কোথায় ভালো জাতের বার্লি পাওয়া গেছে?

- বান ওয়ালী

১৪৯) পাঞ্জাব বিশ্ববিদ্যালয় সিন্ধুসভ্যতার কোনটি আবিস্কার করে?

- আলমগীরপুর

১৫০) সিন্ধু সভ্যতার কোনটি সুন্দর জল সরবরাহ নিকাশিব্যবস্থার জন্য বিখ্যাত?

- ধোলাভিরা

১৫১) সিন্ধু বনিকদের কী বলা হত?

- পনি

১৫২) সিন্ধু সভ্যতার সমাজ ব্যবস্থা কি ছিল?

- মাতৃতান্ত্রিক

১৫৩) আদিশিবের মূর্তি পাওয়া গেছে কোথায়?

- মহেঞ্জোদাড়োতে

১৫৪) হরপ্পার বেশীরভাগ কেন্দ্র কোথায় পাওয়া গেছে?

- লোথাল রাজস্থানে

১৫৫) সিন্ধু সভ্যতার খননকার্য পরিচালনা করেন কে?

- জন মার্শাল

১৫৬) হরপ্পার পোড়ামাটির সিল কোন দেশে পাওয়া যায়?

- মেসোপটেমিয়া

১৫৭) হরপ্পা-সভ্যতার লিপির নাম কী?

- সিন্ধু লিপি

১৫৮) হরপ্পা সভ্যতায় কোথায় একমাত্র মাটির দেওয়াল পাওয়া গেছে?

- কালিবঙ্গান

 ১৫৯) বিশ্বের প্রাচীনতম বস্ত্র তৈরীর নিদর্শন পাওয়া যায় কোথায়?

- মহেঞ্জোদাড়ো

১৬০) চানহুদাড়ো কথার অর্থ কী?

- মৃতের স্তুপ বা টিবি

১৬১) ফ্লিট পাথরের ছুরি কোথায় পাওয়া গেছিল?

- মহেঞ্জোদাড়োর সুকোর

১৬২) হরপ্পা সভ্যতায় কোথায়স্বস্তিকা’ চিহ্ন পাওয়া গেছে?

- মহেঞ্জোদারো

১৬৩) হরপ্পা সভ্যতায় কোথায় শল্যচিকিৎসার প্রমান পাওয়া গেছে?

- কালিবঙ্গান

১৬৪) হরপ্পাতে কোন জিনিসটি কবজ হিসাবে ব্যবহার হত?

- কিছু সীলমোহর

১৬৫) জীবন্ত দলিল কাকে বলা হয়?

- হরপ্পা সভ্যতায় প্রাপ্ত বিভিন্ন জীবাশ্ম গুলিকে

১৬৬) হরপ্পায় কোথায় সাইনবোর্ড কোথায় পাওয়া গেছে?

- ধোলাভিরা

১৬৭) হরপ্পা সভ্যতার সর্বশেষ আবিষ্কৃত কেন্দ্র কোনটি?

- ধোলাভিরা

১৬৮) সিন্ধু সভ্যতায় কোন ধাতুর ব্যবহার জানা ছিল না?

- লোহা।

১৬৯) সিন্ধু সভ্যতায় মন্দির এর প্রচলন ছিল কী?

- না

১৭০) সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোনগুলির ব্যবহার জানত না?

- ঘোড়া লোহা, তরবারি, সিংহ, জিরাফ ইত্যাদি

১৭১) সিন্ধু সভ্যতার মানুষ কোন শস্যের চাষ প্রথম শিখেছিল?

- গম বার্লি।

১৭২) সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনায় তুলনামূলকভাবে কোনটি অবহেলিত ছিল?

 - প্রতিরক্ষা ব্যবস্থা

১৭৩) সিন্ধু সভ্যতার কার্পাস বস্ত্র কোথায়সিন্ধম’ নামে পরিচিত ছিল?

- ব্যবিলনে

১৭৪) কোন সভ্যতায় সাধারনত পশুপাখির দ্বারা মৃতদেহের মাংস খাইয়ে কঙ্কালকে কবরস্থ করা হত?

- হরপ্পা সভ্যতা

১৭৪) সিন্ধু সভ্যতার প্রধান পূজ্য দেবী কে ছিলেন?

- দেবী মাতা

১৭৫) কোন প্রত্মক্ষেত্রটি উপকূলবর্তী নহে?

- রোপার

১৭৬) সিন্ধু সভ্যতায় মানুষের প্রধান পেশা কি ছিল?

- কৃষি

১৭৭) সিন্ধু সভ্যতা পূর্বে কোন স্থান পর্যন্ত বিস্তৃত ছিল?

- আলমগীরপুর (উত্তরপ্রদেশ)

১৭৮) সিন্ধু সভ্যতার বাড়ীগুলি কী দিয়ে তৈরী ছিল?

- পোড়া মাটির ইট

১৭৯) সিন্ধুবাসীরা কোন খেলাটি জানত?

- পাশা

১৮০) মহেঞ্জোদাড়ো সভ্যতায় বৃহৎ স্নানাগারটি দৈর্ঘ্য প্রস্থ কত?

- ৩৯ ফুট ২৩ ফুট

১৮১) মহেঞ্জোদাড়ো সভ্যতার বৃহৎ স্নানাগারটির গভীরতা কত ছিল?

- ফুট

১৮২) হরপ্পা সভ্যতায় বৃহৎ শস্যাগারটির দৈর্ঘ্য কত?

- ১৫০ ফুট

১৮৩) হরপ্পা সভ্যতায় এক সারিতে কয়টি শস্যাগারের উপস্থিতির কতা জানা যায়?

- টি

১৮৪) সিন্ধু সভ্যতার সবচেয়ে বড়ো নির্মান ভূমি কোথায় দেখতে পাওয়া যায়?

-মহেঞ্জোদাড়োতে

১৮৫) চোঙাকৃতির বাসনপত্র কোথায় পাওয়া গিয়েছে?

- আলমগীর পুরে

সিন্ধু সভ্যতার কোথায় কী পাওয়া গেছে

কালিবঙ্গান

লাঙলকরা জমি, সম্প্রতি ঘটে যাওয়া ভুমিকম্পের প্রমান অগ্নিকুন্ড, সার্জারির প্রমান, ইটাভাটা কাঠের লাঙল, হাতির পায়ের অস্থি আয়তাকার কবর, আইভারী নির্মিত চিরুনীতামার বালা কাঠের খেলাগাড়ি, তামার ষাঁড়

চানহুদারো

পুঁতি নির্মান কারখানা, কুকুরের পদচিহ্নসহ পোড়া ইট লিপস্টিকের চিহ্ন, গুটিকা শিল্প (সুতো)

ধোলাভিরা

- জলসংরক্ষন প্রযুক্তি, স্টেডিয়াম, latest site found

বানওয়ালি

- জলনিকাশী ব্যবস্থা মাটির লাঙলের প্রতিরূপ

লোথাল

- Best water management system, Three paired cemetry, পোতাশ্রয় বা বন্দর, ইটভাটা পুঁতি নির্মান কারখানা, আগুনের বেদও, টেরাকোটার ঘোড়ও, পার্শিয়ান শিলমোহর, তুষ, মাছ পাখি চিত্রিত বাসনপত্র, হরপ্পার শীলমোহর, জোড়া কবর, কাপড়ের টুকরো

দাইমাবাদ

- ব্রোঞ্জের রথ

নাউসেরো

- সিন্দুরের চিহ্ন

সুরকোতাদা

- ঘোড়ার অবশেষ, তুষ

হরপ্পা

- বৃহত্তম শস্যাগার, একটি সিলমােহরে উৎকীর্ন উখানপাদ দেবীমূর্তি অথ্যাৎ তার মাথা নিচের দিকে পা দুটি উপরের দিকে এবং তার গর্ত থেকে একটি চারাগাছ নির্গত হচ্ছে, two cemetries, cemetry R-37 found, ষাঁড়ের সীলমোহর, শ্রমিক আবাসও, তলোয়ার, পাথরের নৃতরতা রমনীর মূর্তি এবং দ্বিতীয় বৃহত্তম মুদ্রা

মহেঞ্জোদারো

- A statue of bearded man, Evidence of Swastik, নৃত্যরত ব্রোঞ্জের নর্তকী নৃতশৈলী এক টুকরো কাপড় সূতো বৃহৎ স্নানাগার, দূর্গের বাইরে একটি শস্যাগার, আগুনের বেদী পশুপতি শীলমােহর, মাতৃমূর্তি, জোড়া সমাধি, টেরাকোটার গরুর গাড়ী, চাকা সহ গরুর গাড়ী, ব্রোঞ্জের নর্তকীমুর্তি, সোনার অলঙ্কার, স্টিটাইট টেরাকোটায় নির্মিত জাহাজ

 

 

এই পোস্ট টি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে একটু  জানাবেন। 


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 সিন্ধু সভ্যতার  সংক্ষিপ্ত আলোচনা ও প্রশ্নোত্তর | Indus Civilization Brief Discussion & 180 MCQ Questions & Answers। Indus Civilization। Sindhu Sabhyata| Harappa Sabhyata| Harappa Sindhu Sabhyata| Sindhu Nadi Ghati Sabhyata.
 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad