Type Here to Get Search Results !

মেহেরগড় সভ্যতা | Mehergar Civilization MCQ.


     

মেহেরগড় সভ্যতা। Mehergarh Civilization Question Answer.


 মেহেরগড় সভ্যতা।  ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা| Mehergarh Civilization Question Answer| Mehergar| Oldest Civilization of India.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলোআপনাদের জন্য নিয়ে এসেছি  ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা মেহেরগড় সভ্যতা  সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা ও অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর   পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 

মেহেরগড় সভ্যতা  সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা ও অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর| Short discussion and short Q&A on Mehergarh Civilization.

 মেহেরগড় সভ্যতা
set by- Manas Adhikary

 

নব্য প্রস্তর যুগের শেষদিকে পাথরের উপকরন ব্যবহারের পাশাপাশি মানুষ তামার ব্যবহার শুরু করেছিল। তাই এই সময়কালকে অনেকে তাম্র-প্রস্তর যুগ হিসাবে চিহ্নিত করে থাকেন। যাইহােক, নব্য প্রস্তর বা তাম্র-প্রস্তর যুগে ভারতীয় উপমহাদেশের উত্তর-পশ্চিম অংশে বােলান গিরিপথের নিকটবর্তী অঞ্চলে এক
সুপ্রাচীন গ্রামীন সংস্কৃতির উন্মেষ ঘটেছিল। এটি মেহেরগড় সভ্যতা নামে পরিচিত। ভারতবর্ষের প্রাচীনতম গ্রামীন সভ্যতা হল প্রাগৈতিহাসিক নব্য প্রস্তর যুগের মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতার ক্রমবিকাশের কাল হল ৭০০০ খ্রিষ্টপূর্বাব্দ থেকে ১৮০০ খ্রীস্টপূর্বাব্দ। এই সভ্যতা নব্য প্রস্তর যুগে শুরু হয়েছিল। এই সভ্যতা প্রাক-হরপ্পা যুগের গ্রামীন সভ্যতা। ১৯৭৪ সালে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন ফরাসি প্রত্নতত্ত্ববিদ জ্যাঁ ফ্রাসােয়া জারিজ ও রিচার্ড  মিডো। মেহেরগড় সভ্যতা বর্তমানে বালুচিস্তানের বােলান নদীর তীরে ধাদরে (বােলান গিরিপথের কাছে এবং কোয়েটা শহর থেকে ১৫০ কিমি দূরে ৫০০ একর জুড়ে) অবস্থিত। মেহেরগড় সভ্যতার প্রধান কেন্দ্র ছিল মেহেরগড়। এখানেই এই সভ্যতার প্রথম নিদর্শন আবিষ্কৃত হয়েছে বলে এর নামকরন হয়েছে মেহেরগড় সভ্যতা। মেহেরগড় ছাড়া এই সভ্যতার আরও বিভিন্ন কেন্দ্র।
ছিল। এই কেন্দ্রগুলির অধিকাংশই সিন্ধু উপত্যকার কাচ্চি সমভূমিতে অবস্থিত। এই সভ্যতার অন্যান্য উল্লেখযােগ্য কেন্দ্রগুলি হল তরকাইকেল্লা, শেরিখান তরকাই, কাচ্চিবেগ, মুন্ডিগাক, পেরিয়ানাে ঘুনডাই, রানা ঘুনডাই, কিলেগুল মহম্মদ, নৌসেরা, আমরিনাল, নুন্দরা, কুল্লি, কোটদিজি, গাজিশাহ, থারো প্রভৃতি।
মেহেরগড় সভ্যতায় নব্য প্রস্তর যুগের বিভিন্ন হাতিয়ার আবিস্কৃত হয়েছে। হাতিয়ারগুলি মূলত পাথর দিয়ে তৈরি হত। কৃষি যন্ত্রপাতির মধ্যে প্রাচীনতম হাতিয়ারটি ছিল বিটুমেন জাতীয় পাথর খন্ডে তৈরী কাস্তে পাথর। হাতিয়ার সহ অন্যান্য সামগ্রীর মধ্যে অন্যতম ছিল কাস্তে, মৃৎপাত্র, শিলনােড়া, যাতা, হামানদিস্তা, নিড়ানি, বিভিন্ন ধরনের পাথরের ক্ষুদ্র যন্ত্রপাতি প্রভৃতি। তবে পাথর ছাড়াও এই সময়ে ব্যবহৃত হাড়ের হাতিয়ারও আবিস্কৃত হয়েছে।
প্রথমদিকে শিকার ও পরে পশুপালন ছিল এখানকার মানুষের প্রধান জীবিকা। তখন মানুষ ছিল যাযাবর। পরে মানুষ যাযাবর জীবন ছেড়ে নির্দিষ্ট স্থানে স্থায়ীভাবে বসতি গড়ে তােলে এবং কৃষিকাজ শুরু করে। গ্রামীন মেহেরগড় সভ্যতার অধিবাসীরা সাধারনত রােদে শুকানাে সমান মাপের ইট দিয়ে বা পাথরের ওপর পাথর চাপিয়ে বাড়ি তৈরি করত। আগুন জ্বালিয়ে ঘর গরম রাখার ব্যবস্থাও ছিল। যব, গম, বার্লি ও কার্পাস তুলাে ছিল সে যুগের উৎপাদিত ফসল। এটি ভারতে কার্পাস তুলাে চাষের প্রাচীনতম নিদর্শন বলে মনে করা হয়। মেহেরগড়বাসী মৃৎশিল্পের পাশাপাশি হস্তশিল্পেও পারদর্শী ছিল। তখনকার মাটির তৈরি পাত্রগুলি ছিল বৈচিত্র্যমন্ডত আকারে বড়াে এবং বিভিন্ন রঙে রাঙানাে। পােড়ামাটির তৈরী নারীপুরুষের মূর্তিগুলি ছিল নান্দনিক। পোড়ামাটির তৈরি সিলমােহরও তারা তৈরি করতে শিখেছিল। এখানেই সর্বপ্রথম জীবন্ত মানুষের দাঁতে ফুটো (Teeth Drilling) করার নির্দশন পাওয়া গিয়েছে।
পাথরের ব্যবহারের ভিত্তিতে মেহেরগড় সভ্যতার বিকাশ ঘটলেও এই সভ্যতার প্রথম পর্যায় থেকে প্রাপ্ত একটি তামার পুঁতি থেকে অনুমান করা হয় যে, এই সভ্যতার মানুষ তামা গলানাের প্রক্রিয়া আয়ত্ত করেছিল। এখানকার তৃতীয় পর্যায়ে তামার সিলমােহর আবিস্কৃত হয়েছে। এছাড়া এই পর্যায়ে তামা গলানাে
১৪ টি পােড়ামাটির পাত্র পাওয়া গেছে যেগুলিতে তামার অবশিষ্টাংশ লেগে ছিল। মূলত এই সভ্যতার তৃতীয় পর্যায়কে তাম্র-প্রস্তর যুগ হিসাবে চিহ্নিত করা যায়।
এই সভ্যতায় বর্হিবানিজ্যেরও বিস্তার ঘটেছিল। আফগানিস্তান, পশ্চিম এশিয়া, ইরান ও মেসােপটেমিয়ার সঙ্গে বাণিজ্য চলত। পশ্চিম এশিয়া থেকে কুমােরের চাকা আমদানি করা হত বলে অনুমান করা হয়। আফগানিস্তান ইরানের সঙ্গেও যে ব্যবসাবানিজ্য চলত তার প্রমান পাওয়া গেছে। আত্মার দেহান্তর প্রাপ্তি,
পরজন্ম, পূর্নজন্ম প্রভৃতিতে মেহেরগডের অধিবাসীরা বিশ্বাস করত এই কারনে তারা পুরুষদের মৃতদেহ সমাহিত করার সময় মৃতদেহে গেরুয়া মাটি মাখানাে হত এবং মৃতদেহের সাথে বিভিন্ন হাতিয়ার, অলংকার, নীলকান্তমনি, নীলা, ঝুড়ি, পুঁতি, চুড়ি, পাথর ও হাড়ের যন্ত্রপাতি ইত্যাদি কবরস্থ করা হত।
মেহেরগড়ের অধিবাসীদের সমাধি প্রথা, তুলােচাষ, তামা ও সিলমােহরের ব্যবহার প্রমান করে যে মেহেরগড় গ্রামীন সভ্যতা ধীরে ধীরে নগরকেন্দ্রিক হরপ্পা সভ্যতায় উন্নীত হয়েছিল। মেহেরগড়ের অধিবাসীরা সামুদ্রিক
প্রানীর খােলা, চুনাপাথর, বেলেপাথর, নীলকান্তমনি প্রভৃতি অলংকার ব্যবহার করতাে। ছােট ছােট মানুষের মূর্তি, কুজ বিশিষ্ট ষাঁড়, হাড়ের তৈরী সঁচ, সামুদ্রিক প্রানীর খােলস প্রভৃতির নিদর্শন মিলেছে। মেহেরগড়
সভ্যতার আবিস্কার ভারতীয় সভ্যতার ইতিহাসে এক নতুন দিগন্তের সন্ধান দিয়েছে।
মেহেরগড় সভ্যতার বৈশিষ্ট্যঃ-
ক) মেহেরগড় সভ্যতা হল ভারতবর্ষের প্রাচিনতম গ্রামীনকেন্দ্রিক সভ্যতা।
খ) ১৯৭৪ সালে জ্যাঁ ফ্রাঁসােয়া জারিজ মেহেরগড় সভ্যতার আবিস্কার করেন।
গ) মেহেরগড় পাকিস্তানের বালুচিস্তানের বােলনা গিরিপথের কাছে ধারে অবস্থিত।
ঘ) মেহেরগড় সভ্যতায় সর্বপ্রথম জীবন্ত মানুষের দাঁতে ফুটো করার নিদর্শন পাওয়া গিয়েছে।
ও) মেহেরগড় সভ্যতার সাথে আফগানিস্তান, পশ্চিম এশিয়া, ইরান ও মেসােপটেমিয়ার বানিজ্য চলত।
চ) ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের নিদর্শন মেহেরগড় সভ্যতায় পাওয়া যায়।
 
 মেহেরগড় সভ্যতা।  ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা| Mehergarh Civilization Question Answer| Mehergar| Oldest Civilization of India.
 
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর 

১) প্লেইস্টোসিন যুগের অনাতম বৈশিষ্ট্য কী? 
- আধুনিক মানুষের আর্বিভাব।
2) নব্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য কী?
- কৃষিপদ্ধতির ব্যবহার
৩) প্লেইস্টোসিন যুগ স্থায়ী হয়েছিল কত বছর?
- দশ থেকে কুড়ি লক্ষ বছর
৪) বর্তমান সময় কোন যুগের অর্ন্তগত?
- হেলােসিন
৫) পুরাতন প্রস্তরযুগে আদিম মানুষের ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র কোনটি ছিল?
- পাথরের টুকরাে
৬) কোন যুগে কুমােরের চাকা ব্যবহার শুরু হয়?
- মধ্য প্রস্তর যুগে
৭) কোন যুগকে ক্ষুদ্র প্রস্তর যুগ' নামে অভিহিত করা হয়?
- মধ্য প্রস্তর যুগ
৮) কোন যুগে মানুষ প্রথম খাদ্য উৎপন্ন করতে শিখেছিল?
- নব্য প্রস্তর যুগে।
৯) আদিম মানুষের প্রথম আবিভার্ব ঘটে কোথায়?
- আফ্রিকায়
১০) ভারতের কোন কোন স্থানে প্রাচীন প্রস্তরযুগের নিদর্শন আবিস্কার হয়েছে?
- ভারতের পশ্চিম পাঞ্জাব ও দক্ষিন ভারতের তামিলনাড়ুতে প্রাচীন প্রস্তরযুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে।
১১) মেহেরগড় সভ্যতা কোন প্রস্তরযুগের সভ্যতা?
- নব্যপ্রস্তরযুগের বা নিওলিলিক
১২) মেহেরগড় কোথায় অবস্থিত?
- বর্তমানে পাকিস্তানের সিন্ধু প্রদেশে ও বলুচিস্তনের মধ্যবর্তী স্থানে - অর্থাৎ বেলন গিরিপথের কাছে ও কোয়েটা শহর থেকে ১৫০ কিমি দূরে মেহেরগড় সভ্যতা অরছিত ছিল।
১৩) মেহেরগড় সভ্যতা কতদূর বিস্তৃত ছিল?
-বর্তমান পাকিস্তানের অন্তগত বালুচিস্তানের জোব নদী থেকে পশ্চিম ভারতে সিন্ধু নদ পর্যন্ত মেহেরগড় সভ্যতা বিস্তৃত ছিল।
১৪) কীসের উপর ভিত্তি করে মেহেরগড় সভ্যতা গড়ে ওঠে
- পশুপালনের উপর ভিত্তি করে মেহেরগড় সভ্যতা গড়ে উঠেছিল।
১৫) মেহেরগড় সভ্যতা কত বছরের প্রাচীন?
- ৮৫০০ বছরের প্রাচীন
১৬) কত খ্রিস্টাব্দে মেহেরগড় সভ্যতা আবিস্কৃত হয়?
- ১৯৭৪ খ্রীস্টাব্দে
১৭) কে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন?
- বিখ্যাত ফরাসি প্রত্নতত্ত্ববিদ জ্যাঁ ফ্রাসোয়া জারিজ
মেহেরগড় সভ্যতা আবিস্কার করেন।
১৮) ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতার নাম কী?
- মেহেরগড় সভ্যতা
১৯) ভারতে প্রথম কোন জাতি সভ্যতা গড়ে তােলে? 
- দ্রাবিড় (মেহেরগড়)
২০) মেহেরগড় সভ্যতার দুটি বৈশিষ্ট্য লেখ।
ক) এই সভ্যতা ছিল নিওলিথিক বা নব্য প্রস্তরযুগের সভ্যতা
খ) এই সভ্যতা ছিল প্রাক-হরয়া যুগের গ্রামীন সভ্যতা
২১) মেহেরগড় সভ্যতা কী ধরনের সভ্যতা?
-কৃষিভিত্তিক নব্যপ্রস্তরযুগের গ্রামীন সভ্যতা।
22) মেহেরগড় সভ্যতার ৫টি গুরুত্বপূর্ন কেন্দ্রের নাম কর।
- মেহেরগড় ঘ) কিলেগুলমহল গ)কোটলিজি ঘ) গুমলা ঙ) মুভিগাক।
২৩) কুকুরকে মানুষ প্রথম কোন সভ্যতায় পােষ মানিয়েছিল?
- মেহেরগড়সভ্যতায়।
২৪) মেহেরগড় সভ্যতায় কোন পশুকে গৃহপালিত পশু হিসাবে ধরা হত?
 -ভেড়া
২৫) সভ্যতার অগ্রগতিতে মানুষ সর্বপ্রথম কোন ধাতুটিকে ব্যবহার করে?
- তামা
২৬) তামা কোন সভ্যতায় প্রথম ব্যবহৃত হয়?
- মেহেরগড়
২৭) মেহেরগড় সভ্যতার প্রকৃতি কী ধরনের ছিল?
- কৃষিকেন্দ্রিক
২৮) মেহেরগড় সভ্যতা আবিষ্কার করতে ফরাসি প্রত্নতাত্ত্বিক জ্যাঁ ফ্রাঁসােয়া জারিজকে কে সাহায্য করেন?
 -রিচার্ড মিডাে।
২১) মেহেরগড় সভ্যতার সমকাল লেখ।
- ৭০০০-৩৩০০ খ্রীস্টপূর্ব
৩০) প্রাগ ঐতিহাসিক সভ্যতা কোনটি? 
- মেহেরগড়
বিনামুল্যে মেহেরগড় সভ্যতার মোট 40+ টি প্রশ্নোত্তরের PDF পেতে  Click Here
( এটি একটি পাসওয়ার্ড প্রোটেক্টেড পিডিএফ ফাইল।  পাসওয়ার্ডটি বিনামুল্যে নীচে দেওয়া ইউটিউব ক্লাসের লিংক থেকে পেয়ে যাবেন)
ইউটিউব ক্লাসের (পিডিএফের পাসওয়ার্ড লিংক) - Click Here

এই পোস্ট টি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে একটু  জানাবেন। 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

  মেহেরগড় সভ্যতা।  ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা| Mehergarh Civilization Question Answer| Mehergar| Oldest Civilization of India.


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad